নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় এ ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, জ্বালানি তেল এমন একটি পণ্য যার ব্যবহার কৃষি, শিল্প, পরিবহন ও চিকিৎসাসহ সর্বাত্মক। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি হয়। আমরা সমাবেশ করে বলেছিলাম, গত আট বছরে ভ্যাট-ট্যাক্স পরিশোধের পরেও বিপিসি নিট মুনাফা করে ৪৮ হাজার ১২২ কোটি টাকা, তাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করুন। কিন্তু রাতের আঁধারে ভোট ডাকাতির সরকার গণতান্ত্রিক বাম ঐক্যের কথায় কর্ণপাত করেননি। তাই গণতান্ত্রিক বাম ঐক্য এ দেশের সাধারণ মানুষের স্বার্থরক্ষার্থে, কৃষি পণ্য, শিল্প পণ্য, পরিবহন ব্যয় ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডাকছে। আশা করি এ দেশের সাধারণ মানুষ তাদের স্বার্থরক্ষার্থে এই হরতাল পালন করবে।
চা-শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য চা এই চা থেকে মালিক ও সরকার আয় করে হাজার কোটি টাকা আর শ্রমিকেরা মজুরি পান মাত্র ১২০ টাকা। চা-শ্রমিকদের দাবি অনুযায়ী ৩০০ টাকা মজুরি দেওয়ার কার্যকরী ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে।
কমরেড হারুন চৌধুরী বলেন, বাংলাদেশে প্রতি বছর সার, বিদ্যুৎ, ডিজেল ও কীটনাশকসহ কৃষি সরঞ্জামের দাম বাড়ে আর চাষাবাদে কৃষকের পারিশ্রমিক হিসাব করলে লোকসান হয়। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে আত্মহত্যা ছাড়া উপায় থাকে না। এমন পরিস্থিতিতে সরকার ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে। এর ফলে কৃষককে প্রতি কেজি সার ১৬ টাকার পরিবর্তে কিনতে হবে ২২ টাকায়। শতকরা হিসাবে এই বৃদ্ধি প্রায় ৩৮ শতাংশ। সারের এই বর্ধিত মূল্যের কারণে কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি পাবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় এ ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খাঁন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, জ্বালানি তেল এমন একটি পণ্য যার ব্যবহার কৃষি, শিল্প, পরিবহন ও চিকিৎসাসহ সর্বাত্মক। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি হয়। আমরা সমাবেশ করে বলেছিলাম, গত আট বছরে ভ্যাট-ট্যাক্স পরিশোধের পরেও বিপিসি নিট মুনাফা করে ৪৮ হাজার ১২২ কোটি টাকা, তাই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করুন। কিন্তু রাতের আঁধারে ভোট ডাকাতির সরকার গণতান্ত্রিক বাম ঐক্যের কথায় কর্ণপাত করেননি। তাই গণতান্ত্রিক বাম ঐক্য এ দেশের সাধারণ মানুষের স্বার্থরক্ষার্থে, কৃষি পণ্য, শিল্প পণ্য, পরিবহন ব্যয় ও চিকিৎসা ব্যয় বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডাকছে। আশা করি এ দেশের সাধারণ মানুষ তাদের স্বার্থরক্ষার্থে এই হরতাল পালন করবে।
চা-শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য চা এই চা থেকে মালিক ও সরকার আয় করে হাজার কোটি টাকা আর শ্রমিকেরা মজুরি পান মাত্র ১২০ টাকা। চা-শ্রমিকদের দাবি অনুযায়ী ৩০০ টাকা মজুরি দেওয়ার কার্যকরী ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে।
কমরেড হারুন চৌধুরী বলেন, বাংলাদেশে প্রতি বছর সার, বিদ্যুৎ, ডিজেল ও কীটনাশকসহ কৃষি সরঞ্জামের দাম বাড়ে আর চাষাবাদে কৃষকের পারিশ্রমিক হিসাব করলে লোকসান হয়। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে আত্মহত্যা ছাড়া উপায় থাকে না। এমন পরিস্থিতিতে সরকার ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে। এর ফলে কৃষককে প্রতি কেজি সার ১৬ টাকার পরিবর্তে কিনতে হবে ২২ টাকায়। শতকরা হিসাবে এই বৃদ্ধি প্রায় ৩৮ শতাংশ। সারের এই বর্ধিত মূল্যের কারণে কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি পাবে।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৭ ঘণ্টা আগে