নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পল্টনে দলীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত বেলা ১টায় এই র্যালি করার জন্য আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র্যালি। আমরা র্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র্যালি হবে। বিজয় দিবসে র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করেছেন। বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’
অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা, সে রকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে।’
র্যালিতে সব ধরনের নেতা উপস্থিত থাকবেন উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, র্যালি বেলা ১টা থেকে শুরু হবে।
বিএনপির মতো একটি বড় দলকে ১৬ ডিসেম্বরের মতো দিনে একটা প্রোগ্রামের জন্যও অনুমতি নিতে হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হলো আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগেও।’
পার্টি অফিসে তালা, এটি কবে খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কথা বলছি। এটা সমাধান হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল এসেছিল তাদের ১৬ ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে। তারা একটি আবেদনপত্র দিয়ে গেছে। অনুমতির বিষয়ে কথা হয়নি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পল্টনে দলীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত বেলা ১টায় এই র্যালি করার জন্য আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র্যালি। আমরা র্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র্যালি হবে। বিজয় দিবসে র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করেছেন। বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’
অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা, সে রকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে।’
র্যালিতে সব ধরনের নেতা উপস্থিত থাকবেন উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, র্যালি বেলা ১টা থেকে শুরু হবে।
বিএনপির মতো একটি বড় দলকে ১৬ ডিসেম্বরের মতো দিনে একটা প্রোগ্রামের জন্যও অনুমতি নিতে হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হলো আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগেও।’
পার্টি অফিসে তালা, এটি কবে খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কথা বলছি। এটা সমাধান হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল এসেছিল তাদের ১৬ ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে। তারা একটি আবেদনপত্র দিয়ে গেছে। অনুমতির বিষয়ে কথা হয়নি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৭ ঘণ্টা আগে