নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যুতের নামে ১০ লাখ কোটি টাকার অধিক বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এই দাবি করেন।
গয়েশ্বর বলেন, ‘বিদ্যুতের নামে ১০ লাখ কোটি টাকার অধিক বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টের নামে এসব টাকা পাচার হয়েছে। এখন বিদ্যুৎ সাশ্রয় করতে স্কুল-কলেজ, কলকারখানা বন্ধ রাখছেন। অর্থমন্ত্রী একটা আদম ব্যাপারী। তিনি (অর্থমন্ত্রী) বলেন, আমরা আইএমএফের কাছে টাকা চাই না। পত্রিকায় আবার দেখলাম ভেতরে-ভেতরে আইএমএফের কাছে টাকা চেয়ে বসে আছে।’
সারা দেশে লোডশেডিং এর মাত্রা দিন দিন বাড়ছে এবং জ্বালানিসংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, ‘২৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের গল্প ছয় মাস আগেই শুনেছি। এখন বোধ হয় ৫ হাজার মেগাওয়াটও নেই। বিদ্যুৎ এখন আর যায় না, মাঝেমধ্যে এসে জানান দেয় আমরা এখনো মরি নাই। শেষ পর্যন্ত এই সরকারের উন্নতি, ঘরে ঘরে মোমবাতি।’
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি খরচের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিদ্যুৎ নেই তাহলে আমাদের টাকা গেল কোথায়? বিদ্যুতের জন্য যত টাকা ব্যাংক থেকে লোন করা হয়েছে সেই টাকা তো জনগণকে পরিশোধ করতে হবে। যদি বিদ্যুৎ না পাই, তাহলে আমরা সেই টাকা পরিশোধ করব কেন? যেসব কোম্পানিকে কুইক রেন্টাল ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়োগ দিয়েছিলেন তাদের কত টাকা ঋণ দিয়েছেন? তাদের কত বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল? তারা কতটুকু করেছে? তাদের কাছে পাওনা কত? এসবের হিসাবটা দেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচের শ্বেতপত্র প্রকাশ করেন।’
ভোটের ফয়সালা রাজপথে হবে উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন গয়েশ্বর রায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নামে একটা ঠাট্টা-মশকরা শুরু হয়েছে। নূরুল হুদাকেও সে ইতিমধ্যে হার মানায় ফেলছে। নির্বাচন কমিশন এত কথা কন কেন? এত কাজ তো জাতি আপনাকে দেয় নাই। জনগণের ভোটাধিকার কীভাবে ফেরত দেবে তার ফয়সালা হবে সরকারের সঙ্গে। এইটা ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশনের কাজ না। আগামী নির্বাচন এই কমিশন করতে পারবে, ভাবলেন কীভাবে?’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বাবু যে লড়াইটা করেছে, তা গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা অর্জনের লড়াই। কর্তৃত্ববাদী শাসন অবসানের লড়াই। আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাই, কিন্তু তার মানে এই না ভোট না হলে সরকার পরিবর্তন হবে না। ভোট না হলে গণ অভ্যুত্থান হবে।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
বিদ্যুতের নামে ১০ লাখ কোটি টাকার অধিক বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এই দাবি করেন।
গয়েশ্বর বলেন, ‘বিদ্যুতের নামে ১০ লাখ কোটি টাকার অধিক বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন মেগা প্রজেক্টের নামে এসব টাকা পাচার হয়েছে। এখন বিদ্যুৎ সাশ্রয় করতে স্কুল-কলেজ, কলকারখানা বন্ধ রাখছেন। অর্থমন্ত্রী একটা আদম ব্যাপারী। তিনি (অর্থমন্ত্রী) বলেন, আমরা আইএমএফের কাছে টাকা চাই না। পত্রিকায় আবার দেখলাম ভেতরে-ভেতরে আইএমএফের কাছে টাকা চেয়ে বসে আছে।’
সারা দেশে লোডশেডিং এর মাত্রা দিন দিন বাড়ছে এবং জ্বালানিসংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, ‘২৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের গল্প ছয় মাস আগেই শুনেছি। এখন বোধ হয় ৫ হাজার মেগাওয়াটও নেই। বিদ্যুৎ এখন আর যায় না, মাঝেমধ্যে এসে জানান দেয় আমরা এখনো মরি নাই। শেষ পর্যন্ত এই সরকারের উন্নতি, ঘরে ঘরে মোমবাতি।’
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি খরচের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিদ্যুৎ নেই তাহলে আমাদের টাকা গেল কোথায়? বিদ্যুতের জন্য যত টাকা ব্যাংক থেকে লোন করা হয়েছে সেই টাকা তো জনগণকে পরিশোধ করতে হবে। যদি বিদ্যুৎ না পাই, তাহলে আমরা সেই টাকা পরিশোধ করব কেন? যেসব কোম্পানিকে কুইক রেন্টাল ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়োগ দিয়েছিলেন তাদের কত টাকা ঋণ দিয়েছেন? তাদের কত বিদ্যুৎ উৎপাদন করার কথা ছিল? তারা কতটুকু করেছে? তাদের কাছে পাওনা কত? এসবের হিসাবটা দেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচের শ্বেতপত্র প্রকাশ করেন।’
ভোটের ফয়সালা রাজপথে হবে উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন গয়েশ্বর রায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নামে একটা ঠাট্টা-মশকরা শুরু হয়েছে। নূরুল হুদাকেও সে ইতিমধ্যে হার মানায় ফেলছে। নির্বাচন কমিশন এত কথা কন কেন? এত কাজ তো জাতি আপনাকে দেয় নাই। জনগণের ভোটাধিকার কীভাবে ফেরত দেবে তার ফয়সালা হবে সরকারের সঙ্গে। এইটা ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশনের কাজ না। আগামী নির্বাচন এই কমিশন করতে পারবে, ভাবলেন কীভাবে?’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বাবু যে লড়াইটা করেছে, তা গণতন্ত্র, ভোটাধিকার, স্বাধীনতা অর্জনের লড়াই। কর্তৃত্ববাদী শাসন অবসানের লড়াই। আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাই, কিন্তু তার মানে এই না ভোট না হলে সরকার পরিবর্তন হবে না। ভোট না হলে গণ অভ্যুত্থান হবে।’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
৬ মিনিট আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৩ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৭ ঘণ্টা আগে