নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
রমনা জোনের সহকারী কমিশনার (এসি) সালমান ফারসি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের এই স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। তবে তাঁরা কথা শোনেনি। এরপর পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।’
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে প্রায় ১৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।
আজকের পত্রিকার প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী লাঠি ও ইট-পাটকেল নিয়ে কাকরাইল মসজিদের মোড়ে অবস্থা করেন। এ সময় তারা পুলিশকে ধাওয়া দেন। তখন জলকামান ও রায়োট নিয়ে পুলিশ পিছু হটে। এই সুযোগে কিছু নেতা-কর্মী পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ওই স্থানে প্রধান বিচারপতির বাসভবন থাকায় ইট-পাটকেল গিয়ে সেখানে পড়ে।
পরে পুলিশ শক্তি প্রয়োগ করে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয়।
রাজধানীর কাকরাইলের হেয়ার রোডে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে বিএনপির নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
রমনা জোনের সহকারী কমিশনার (এসি) সালমান ফারসি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের এই স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। তবে তাঁরা কথা শোনেনি। এরপর পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়।’
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে প্রায় ১৫০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঘণ্টাব্যাপী এ ঘটনা ঘটে।
আজকের পত্রিকার প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী লাঠি ও ইট-পাটকেল নিয়ে কাকরাইল মসজিদের মোড়ে অবস্থা করেন। এ সময় তারা পুলিশকে ধাওয়া দেন। তখন জলকামান ও রায়োট নিয়ে পুলিশ পিছু হটে। এই সুযোগে কিছু নেতা-কর্মী পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। ওই স্থানে প্রধান বিচারপতির বাসভবন থাকায় ইট-পাটকেল গিয়ে সেখানে পড়ে।
পরে পুলিশ শক্তি প্রয়োগ করে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৫ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
২১ ঘণ্টা আগে