নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট ও তালা ভাঙার অভিযোগে দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে।
রাজধানীর পল্টনে অবস্থিত প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ওই কার্যালয়ে তাঁরা অবৈধভাবে অনধিকার প্রবেশ করে গেট ভাঙচুর ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে মামলাটি করেন।
আজ শুক্রবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি বলেন, ‘গতকাল রাতে ভবনের মালিক বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারনামীয় আসামি ১৭ জন। এজাহারনামীয় আসামির মধ্যে নুর ও রাশেদ রয়েছেন। আর অজ্ঞাতনামা আসামি ৭৫ থেকে ৮০ জন। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
গতকাল সন্ধ্যায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে একজন নারী-কর্মীসহ পাঁচজন আহত হন। ওই নারী কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে দুই পক্ষকেই কার্যালয় থেকে বের করে দেয় পুলিশ। বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কার্যালয়টি। পুলিশ জানিয়েছে, কার্যালয়টি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদালত যাদের পক্ষে আদেশ দেবে, তাদের অফিসটি বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে কার্যালয় ছাড়তে নুরদের নোটিশ দেন ভবনের মালিক।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৩ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৭ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৯ ঘণ্টা আগে