নিজস্ব প্রতিবেদক
ঢাকা: খালেদা জিয়াকে সম্প্রতি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর গত ২৭ মে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। পরের দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবরটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকেরা জ্বর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি। আজ রোববার মির্জা ফখরুল জানান, বর্তমানে খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর জ্বর ফিরে আসার সম্ভাবনা কম।
আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চিকিৎসকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সুচিকিৎসার কারণে বেগম জিয়ার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। চিকিৎসকেরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়তোবা আর আসবে না।
সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের দুঃখ হয়। যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন। তাঁকে চিকিৎসার জন্য আজকে কোনো সুযোগ দেওয়া হলো না। বারবার করে বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ৩ মে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে আইনি বাধায় সেটি আটকে গেছে।
ঢাকা: খালেদা জিয়াকে সম্প্রতি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর গত ২৭ মে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। পরের দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবরটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকেরা জ্বর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি। আজ রোববার মির্জা ফখরুল জানান, বর্তমানে খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর জ্বর ফিরে আসার সম্ভাবনা কম।
আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চিকিৎসকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সুচিকিৎসার কারণে বেগম জিয়ার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। চিকিৎসকেরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়তোবা আর আসবে না।
সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের দুঃখ হয়। যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন। তাঁকে চিকিৎসার জন্য আজকে কোনো সুযোগ দেওয়া হলো না। বারবার করে বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ৩ মে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে আইনি বাধায় সেটি আটকে গেছে।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
১৩ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১৪ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১৫ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১৯ ঘণ্টা আগে