নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বন্দ্ব ও মান-অভিমান ভুলে দলের স্বার্থে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। জাপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
রওশন এরশাদ বলেন, ‘চলার পথে মান-অভিমান থাকবেই। কিন্তু দলের স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে মনে রাখতে হবে, জাতীয় পার্টি একটা পরিবার। দলের প্রত্যেক নেতা-কর্মী সেই পরিবারের সদস্য। দলের যেকোনো সংকট, সমস্যা জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’
জাতীয় পার্টি সংবিধান মেনে নির্বাচনে অংশ নেবে জানিয়ে রওশন বলেন, ‘এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে হবে, তৃণমূলেও জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করলে মান-অভিমান কমে যাবে। আমরা যদি মিলেমিশে থাকি, ঐক্যবদ্ধ থেকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে জাতীয় পার্টি অনেক দূর এগিয়ে যাবে।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এখন কর্তব্য হলো হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা। জাতীয় পার্টি অগ্নিসন্ত্রাসে বিশ্বাস করে না। জাতীয় পার্টি বিশ্বাস করে উন্নয়ন ও গণতন্ত্রে।’
সমাবেশে উপস্থিত থাকলেও আদালতের নির্দেশনার কারণে বক্তৃতা করেননি জাপার চেয়ারম্যান জি এম কাদের। সমাবেশের মঞ্চে পাশাপাশি বসেন রওশন ও কাদের। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দুই নেতাকে দীর্ঘদিন পরে এক মঞ্চে দেখা গেল।
সমাবেশে দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার দিকে ইঙ্গিত করে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, যে মামলাবাজের কারণে জি এম কাদের আজকে উপস্থিত থেকেও কথা বলতে পারেননি, তার স্থান জাতীয় পার্টিতে কখনো হবে না।
দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি কখনো কোনো দলের লেজুড় হবে না। অনেকে বলেন, জাতীয় পার্টিতে ঐক্য নেই। আজকে এই মঞ্চে দেখুন, জাতীয় পার্টির সব নেতা আছেন।
কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, অনেক চড়াই-উতরাই পার করে জাতীয় পার্টি আজ ৩৮ বছরে। অনেক ষড়যন্ত্র হয়েছে, ভবিষ্যতেও ষড়যন্ত্র হতে পারে। তবে জাতীয় পার্টি রওশন এরশাদ ও জি এম কাদেরের নেতৃত্বে সব সময় ঐক্যবদ্ধ থাকবে।
এদিন রাজধানীর মুক্তাঙ্গন (সচিবালয় সংলগ্ন) থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির উদ্যোগে শোভাযাত্রায় নেতৃত্ব দেন দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। নেতা-কর্মীরা বাদ্যযন্ত্র, ব্যানার-ফেস্টুন, প্রতীকী লাঙল ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
দ্বন্দ্ব ও মান-অভিমান ভুলে দলের স্বার্থে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। জাপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
রওশন এরশাদ বলেন, ‘চলার পথে মান-অভিমান থাকবেই। কিন্তু দলের স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে মনে রাখতে হবে, জাতীয় পার্টি একটা পরিবার। দলের প্রত্যেক নেতা-কর্মী সেই পরিবারের সদস্য। দলের যেকোনো সংকট, সমস্যা জ্যেষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’
জাতীয় পার্টি সংবিধান মেনে নির্বাচনে অংশ নেবে জানিয়ে রওশন বলেন, ‘এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে হবে, তৃণমূলেও জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করলে মান-অভিমান কমে যাবে। আমরা যদি মিলেমিশে থাকি, ঐক্যবদ্ধ থেকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে জাতীয় পার্টি অনেক দূর এগিয়ে যাবে।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এখন কর্তব্য হলো হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা। জাতীয় পার্টি অগ্নিসন্ত্রাসে বিশ্বাস করে না। জাতীয় পার্টি বিশ্বাস করে উন্নয়ন ও গণতন্ত্রে।’
সমাবেশে উপস্থিত থাকলেও আদালতের নির্দেশনার কারণে বক্তৃতা করেননি জাপার চেয়ারম্যান জি এম কাদের। সমাবেশের মঞ্চে পাশাপাশি বসেন রওশন ও কাদের। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দুই নেতাকে দীর্ঘদিন পরে এক মঞ্চে দেখা গেল।
সমাবেশে দলের বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার দিকে ইঙ্গিত করে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, যে মামলাবাজের কারণে জি এম কাদের আজকে উপস্থিত থেকেও কথা বলতে পারেননি, তার স্থান জাতীয় পার্টিতে কখনো হবে না।
দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টি কখনো কোনো দলের লেজুড় হবে না। অনেকে বলেন, জাতীয় পার্টিতে ঐক্য নেই। আজকে এই মঞ্চে দেখুন, জাতীয় পার্টির সব নেতা আছেন।
কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, অনেক চড়াই-উতরাই পার করে জাতীয় পার্টি আজ ৩৮ বছরে। অনেক ষড়যন্ত্র হয়েছে, ভবিষ্যতেও ষড়যন্ত্র হতে পারে। তবে জাতীয় পার্টি রওশন এরশাদ ও জি এম কাদেরের নেতৃত্বে সব সময় ঐক্যবদ্ধ থাকবে।
এদিন রাজধানীর মুক্তাঙ্গন (সচিবালয় সংলগ্ন) থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির উদ্যোগে শোভাযাত্রায় নেতৃত্ব দেন দলের কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। নেতা-কর্মীরা বাদ্যযন্ত্র, ব্যানার-ফেস্টুন, প্রতীকী লাঙল ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৩ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৯ ঘণ্টা আগে