নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি দিন দিন নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণা করে। তবে এই বিদ্রোহ জ্বলে ওঠার আগেই নিভে যায়। বাংলাদেশ সরকার যুদ্ধের এসব পরিস্থিতিতে নজর রাখছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে উপকৃতও হতে পারি।’
চীনা দূতাবাস খালেদা জিয়ার বাসায় উপহারের প্যাকেট পাঠিয়েছে—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার বাসায়ও বড় প্যাকেট এসেছে। প্রধানমন্ত্রীর বাসায়ও এসেছে। এটা বড় কোনো ইস্যু নয়।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ম মতোই হবে। নির্বাচনের নিয়ম সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে।
জাতীয় পার্টি (জাপা) সরকারের অতিরিক্ত বিরোধিতা করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (জাপা) নিজেরাই বলে সরকারের দালাল হয়ে গেছি। তারা অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়। এ জন্য সমালোচনা করেছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি না, তা ভেবে দেখা উচিত।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয়সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে।
সেতুমন্ত্রী আরও বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি দিন দিন নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ বিদ্রোহ ঘোষণা করে। তবে এই বিদ্রোহ জ্বলে ওঠার আগেই নিভে যায়। বাংলাদেশ সরকার যুদ্ধের এসব পরিস্থিতিতে নজর রাখছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরাশক্তির ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমরা বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। সেখান থেকে উপকৃতও হতে পারি।’
চীনা দূতাবাস খালেদা জিয়ার বাসায় উপহারের প্যাকেট পাঠিয়েছে—এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার বাসায়ও বড় প্যাকেট এসেছে। প্রধানমন্ত্রীর বাসায়ও এসেছে। এটা বড় কোনো ইস্যু নয়।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ম মতোই হবে। নির্বাচনের নিয়ম সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে।
জাতীয় পার্টি (জাপা) সরকারের অতিরিক্ত বিরোধিতা করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (জাপা) নিজেরাই বলে সরকারের দালাল হয়ে গেছি। তারা অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চায়। এ জন্য সমালোচনা করেছে।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কি না, তা ভেবে দেখা উচিত।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয়সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে।
সেতুমন্ত্রী আরও বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
২ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
৪ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৫ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৯ ঘণ্টা আগে