জসিম উদ্দিন, তারাগঞ্জের চিকলী বাজার থেকে
সকাল ১০টা পর্যন্ত তীব্র রোদ ছিল উত্তরাঞ্চলে। কিন্তু এরপর আকাশে মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির দেখা ছিল না। বেলা দেড়টার পর নীলফামারী ও রংপুরের তারাগঞ্জের আকাশ ঢেকে যায় কালো মেঘে। বেলা ২টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়।
তবে ঝোড়ো বৃষ্টির রুখতে পারেনি সৈয়দপুর, খানসামা ও চিরিরবন্দর থেকে আসা আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের। খোলা ট্রাক, পিকআপে নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে যাচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাতে ওই সব যানবাহনে নেতা-কর্মী ও সমর্থকেরা ভিজে একাকার হয়ে যান। মাথার ক্যাপ, ফেস্টুন উড়ে গিয়ে আচড়ে পড়েছে মহাসড়কে। নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই যানবাহনের ওপরে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তীব্র গরমের পর বৃষ্টি যেন তাঁদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। অনেকে ত্রিপল, পলিথিন ও চটের বস্তা দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। এ ছাড়া মহাসমাবেশকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ সময় দেড় শতাধিক গাড়িবহরে সামনে খোলা পিকআপে চেপে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজে গেলেও তাদের উৎসাহ-উদ্দীপনা দেখে আমি নিজেই হতবাক হয়েছি। তাদের “চলো চলো রংপুর চলো” স্লোগান দিয়ে সমাবেশে যোগদানের বিষয়টি দৃঢ় মনোভাব প্রকাশ করছে।’
দলীয় সূত্রে জানা গেছে, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রংপুরে পৌঁছেছেন। তিনি আজ এ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।
সকাল ১০টা পর্যন্ত তীব্র রোদ ছিল উত্তরাঞ্চলে। কিন্তু এরপর আকাশে মেঘের লুকোচুরি থাকলেও বৃষ্টির দেখা ছিল না। বেলা দেড়টার পর নীলফামারী ও রংপুরের তারাগঞ্জের আকাশ ঢেকে যায় কালো মেঘে। বেলা ২টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়।
তবে ঝোড়ো বৃষ্টির রুখতে পারেনি সৈয়দপুর, খানসামা ও চিরিরবন্দর থেকে আসা আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকদের। খোলা ট্রাক, পিকআপে নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে যাচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, হালকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাতে ওই সব যানবাহনে নেতা-কর্মী ও সমর্থকেরা ভিজে একাকার হয়ে যান। মাথার ক্যাপ, ফেস্টুন উড়ে গিয়ে আচড়ে পড়েছে মহাসড়কে। নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজেই যানবাহনের ওপরে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তীব্র গরমের পর বৃষ্টি যেন তাঁদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলেছে। অনেকে ত্রিপল, পলিথিন ও চটের বস্তা দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছেন। এ ছাড়া মহাসমাবেশকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ সময় দেড় শতাধিক গাড়িবহরে সামনে খোলা পিকআপে চেপে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা বৃষ্টিতে ভিজে গেলেও তাদের উৎসাহ-উদ্দীপনা দেখে আমি নিজেই হতবাক হয়েছি। তাদের “চলো চলো রংপুর চলো” স্লোগান দিয়ে সমাবেশে যোগদানের বিষয়টি দৃঢ় মনোভাব প্রকাশ করছে।’
দলীয় সূত্রে জানা গেছে, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রংপুরে পৌঁছেছেন। তিনি আজ এ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৪ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
২০ ঘণ্টা আগে