নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ওনাদের (সরকার) একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ওনারা সংকট কাটিয়ে উঠেছেন। আসলে সংকট আরও গভীর করেছেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে।’ ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওনারা যদি এখনো সেটা উপলব্ধি না করেন, ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো নয়।
এর আগে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে।’ সংবাদ সম্মেলনে এই ‘অদৃশ্য শক্তি’ কে, জানতে চাইলে সোজা সাপ্টা উত্তর দেননি বিএনপির মহাসচিব। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ‘এটা আপনাদের বুঝে নিতে হবে।’
গত বছরের ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কারাবন্দী হওয়াসহ নানা কারণে দীর্ঘ সময় তাঁকে সংবাদ সম্মেলনে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর সংবাদ সম্মেলন করলেন তিনি।
এই সংবাদ সম্মেলনে গত ৮ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও তুলে ধরেন বিএনপির মহাসচিব।
৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ওনাদের (সরকার) একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ওনারা সংকট কাটিয়ে উঠেছেন। আসলে সংকট আরও গভীর করেছেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে।’ ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওনারা যদি এখনো সেটা উপলব্ধি না করেন, ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো নয়।
এর আগে গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ নয়, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে।’ সংবাদ সম্মেলনে এই ‘অদৃশ্য শক্তি’ কে, জানতে চাইলে সোজা সাপ্টা উত্তর দেননি বিএনপির মহাসচিব। মুখে হাসি নিয়ে তিনি বলেন, ‘এটা আপনাদের বুঝে নিতে হবে।’
গত বছরের ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কারাবন্দী হওয়াসহ নানা কারণে দীর্ঘ সময় তাঁকে সংবাদ সম্মেলনে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর সংবাদ সম্মেলন করলেন তিনি।
এই সংবাদ সম্মেলনে গত ৮ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও তুলে ধরেন বিএনপির মহাসচিব।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
৬ মিনিট আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৩ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৭ ঘণ্টা আগে