নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নিয়ে আলোচনা চলছেই। তবে সার্বিক দিক বিবেচনায় জাতীয় পার্টিই সংসদে একমাত্র বিরোধী দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংসদের স্পিকার জাতীয় পার্টিকে বিরোধী দলের স্বীকৃতি না দিলেও দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংসদে যারা স্বতন্ত্র এসেছে, তাদের সবার আওয়ামী লীগের পদ-পদবি আছে। তারা বিরোধী দল হতে পারবে কি না, সেটা আমি জানি জানি না। আমরা কম হতে পারি, কিন্তু একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি। কাজে-কর্মে সবদিক দিয়েই এই সংসদে আমরা বিরোধী দল।’
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে, তা ঠিক করার এখতিয়ার স্পিকারের জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বিরোধী দল, মাননীয় স্পিকার রিকগনাইজ করুক আর না করুক, জাতীয় পার্টিই একমাত্র বিরোধী দল।’
দলটি সংসদে জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি করতে ভূমিকা রাখবে জানিয়ে চুন্নু আরও বলেন, ‘আমরা আসন কম পেয়েছি। কাঙ্ক্ষিত আসন পাই নাই। যেটুকু আসন পেয়েছি, সেটা আমরা দেশের মানুষের স্বার্থে, সংসদে বিশেষ করে আমাদের ভয়েস উচ্চ স্বরে থাকবে।’
সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও অধিকাংশ আসনেই নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে। তারা কথা রাখে নাই। ২টার পরে অনেক সেন্টারে প্রিসাইডিং অফিসার নিজেই সিল মারছে।’
নির্বাচন সার্বিকভাবে ‘ফেয়ার’ হয়েছে বলার সুযোগ নেই জানিয়ে চুন্নু আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে। কিন্তু অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। সেখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।’
নির্বাচনের পর দল থেকে নেতা-কর্মীদের বহিষ্কার প্রসঙ্গে চুন্নু বলেন, ‘যতই অভিজ্ঞতা থাকুক, নেতার প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই অভিজ্ঞতা তো সঠিক কাজে লাগবে না। একটি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি যদি নেতা-কর্মীদের আস্থা না থাকে, তাহলে একটা দল চলতে পারে না। দলে এই মুহূর্তে ৯৯ শতাংশ নেতা-কর্মীর শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা আছে। যাদের আস্থা নেই, তারা দলে না থাকলে দলের ক্ষতি হবে বলে আমি মনে করি না।’
এদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে সংসদে দলের ভূমিকা কী হবে, তা নির্ধারণে দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে সভায় সিদ্ধান্ত হতে পারে। সংসদীয় সভার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব চুন্নু।
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নিয়ে আলোচনা চলছেই। তবে সার্বিক দিক বিবেচনায় জাতীয় পার্টিই সংসদে একমাত্র বিরোধী দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘সংসদের স্পিকার জাতীয় পার্টিকে বিরোধী দলের স্বীকৃতি না দিলেও দলটি বিরোধী দলের ভূমিকা পালন করে যাবে।’
আজ বুধবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংসদে যারা স্বতন্ত্র এসেছে, তাদের সবার আওয়ামী লীগের পদ-পদবি আছে। তারা বিরোধী দল হতে পারবে কি না, সেটা আমি জানি জানি না। আমরা কম হতে পারি, কিন্তু একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি। কাজে-কর্মে সবদিক দিয়েই এই সংসদে আমরা বিরোধী দল।’
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে, তা ঠিক করার এখতিয়ার স্পিকারের জানিয়ে চুন্নু বলেন, ‘আমরা বিরোধী দল, মাননীয় স্পিকার রিকগনাইজ করুক আর না করুক, জাতীয় পার্টিই একমাত্র বিরোধী দল।’
দলটি সংসদে জনগণের পক্ষে সরকারকে জবাবদিহি করতে ভূমিকা রাখবে জানিয়ে চুন্নু আরও বলেন, ‘আমরা আসন কম পেয়েছি। কাঙ্ক্ষিত আসন পাই নাই। যেটুকু আসন পেয়েছি, সেটা আমরা দেশের মানুষের স্বার্থে, সংসদে বিশেষ করে আমাদের ভয়েস উচ্চ স্বরে থাকবে।’
সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও অধিকাংশ আসনেই নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিভিন্ন মহল যারা আমাদের আশ্বস্ত করেছিল যে নির্বাচনটা ফেয়ার হবে। তারা কথা রাখে নাই। ২টার পরে অনেক সেন্টারে প্রিসাইডিং অফিসার নিজেই সিল মারছে।’
নির্বাচন সার্বিকভাবে ‘ফেয়ার’ হয়েছে বলার সুযোগ নেই জানিয়ে চুন্নু আরও বলেন, ‘কিছু কিছু জায়গায় ফেয়ার হয়েছে। কিন্তু অনেক জায়গায় আনফেয়ার হয়েছে। সেখানে সরকারের লোকেরাই জড়িত ছিল।’
নির্বাচনের পর দল থেকে নেতা-কর্মীদের বহিষ্কার প্রসঙ্গে চুন্নু বলেন, ‘যতই অভিজ্ঞতা থাকুক, নেতার প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে সেই অভিজ্ঞতা তো সঠিক কাজে লাগবে না। একটি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি যদি নেতা-কর্মীদের আস্থা না থাকে, তাহলে একটা দল চলতে পারে না। দলে এই মুহূর্তে ৯৯ শতাংশ নেতা-কর্মীর শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থা আছে। যাদের আস্থা নেই, তারা দলে না থাকলে দলের ক্ষতি হবে বলে আমি মনে করি না।’
এদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে সংসদে দলের ভূমিকা কী হবে, তা নির্ধারণে দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, সভায় দলের চেয়ারম্যান জি এম কাদের বিরোধীদলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে সভায় সিদ্ধান্ত হতে পারে। সংসদীয় সভার সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব চুন্নু।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৮ ঘণ্টা আগে