ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রদল কর্মী ইরফান শিকদার ঢাকা কলেজের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।
ওই ছাত্রদল কর্মী বলেন, ‘আমি টিএসসিতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ এফ রহমান হলের সভাপতির নেতৃত্বে ওই হল ছাত্রলীগের কর্মীরা এসে আমার ওপর হামলা চালায়। আমি কারো নাম জানি না। তবে হামলাকারীরা সবাই এফ রহমান হলের ছাত্রলীগের কর্মী।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের ওই কর্মী টিএসসিতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কিছু ছাত্রলীগের লোকজন এসে তাঁর ওপর হামলা চালায়।
ঘটনার একটি ভিডিও আজকের পত্রিকার হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী ইরফানকে মারধর করছেন। তাঁদের মধ্যে ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর হাসান শান্ত, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাওসার আহমেদ, একই শিক্ষাবর্ষে ভাষা বিজ্ঞান বিভাগের ফারহান তানবীর নাসিফ, নৃবিজ্ঞান বিভাগের ওবায়দুর রহমানসহ আরও অনেকে। পরে তাঁরা টিএসসিতে শোডাউন করেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন এই ছাত্রলীগ নেতা। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি ওইসব বিষয়ে কিছু জানি না।’
এর আগে গত মঙ্গলবার (২৪ মে) ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রদলকে বাধা দেয় ছাত্রলীগ। পরে ছাত্রদলের একটি মিছিল হাইকোর্টের মাজার গেট পেরিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে গেলে বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের একটি গ্রুপ সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানেই তাঁদের ওপর চড়াও হয়।
এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘাতে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগ।
এসব ঘটনায় পরে ছাত্রলীগ ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রদল কর্মী ইরফান শিকদার ঢাকা কলেজের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।
ওই ছাত্রদল কর্মী বলেন, ‘আমি টিএসসিতে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ এফ রহমান হলের সভাপতির নেতৃত্বে ওই হল ছাত্রলীগের কর্মীরা এসে আমার ওপর হামলা চালায়। আমি কারো নাম জানি না। তবে হামলাকারীরা সবাই এফ রহমান হলের ছাত্রলীগের কর্মী।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের ওই কর্মী টিএসসিতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কিছু ছাত্রলীগের লোকজন এসে তাঁর ওপর হামলা চালায়।
ঘটনার একটি ভিডিও আজকের পত্রিকার হাতে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী ইরফানকে মারধর করছেন। তাঁদের মধ্যে ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানভীর হাসান শান্ত, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কাওসার আহমেদ, একই শিক্ষাবর্ষে ভাষা বিজ্ঞান বিভাগের ফারহান তানবীর নাসিফ, নৃবিজ্ঞান বিভাগের ওবায়দুর রহমানসহ আরও অনেকে। পরে তাঁরা টিএসসিতে শোডাউন করেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন এই ছাত্রলীগ নেতা। তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি ওইসব বিষয়ে কিছু জানি না।’
এর আগে গত মঙ্গলবার (২৪ মে) ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রদলকে বাধা দেয় ছাত্রলীগ। পরে ছাত্রদলের একটি মিছিল হাইকোর্টের মাজার গেট পেরিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে গেলে বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের একটি গ্রুপ সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানেই তাঁদের ওপর চড়াও হয়।
এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (২৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘাতে জড়ায় ছাত্রদল ও ছাত্রলীগ।
এসব ঘটনায় পরে ছাত্রলীগ ও ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করেছে।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৩ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
২০ ঘণ্টা আগে