নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয় বরং নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে। আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’ গণসমাবেশ উপলক্ষে অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
প্রস্তুতির বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা বিভাগব্যাপী নেতা-কর্মীরা সভা করছেন। ঢাকার নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করব। বাইরে থেকে লোকজন আসবে। এ জন্য যা করা দরকার আমরা সব করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা শুধু নয়াপল্টনের জন্য লিখিতভাবে জানিয়েছি। মুখে মুখে তো অনেক কথা বলা যায়। আমরা নয়াপল্টনে গতকালও সমাবেশ করেছি। এর আগেও শতাধিক সমাবেশ হয়েছে। এমনকি অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না। আমাদের নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে।’
বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে জানিয়ে সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘কোর্টে হাজিরা দিতে গেলে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব অত্যন্ত পূর্বপরিকল্পিত। সরকারের মধ্যে একটা গ্রুপ সভা করে অপপ্রচার চালাচ্ছে। যেকোনোভাবে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে হবে। তারাই বোমাবাজি করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই, সংঘর্ষ চাই না।’
সরকার বিরোধী দল দমনের উৎসবে নেমেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না, কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। রাজশাহীতে বাধা দিয়েছে। ব্যানার ও প্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ প্রমুখ।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয় বরং নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে। আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’ গণসমাবেশ উপলক্ষে অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
প্রস্তুতির বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা বিভাগব্যাপী নেতা-কর্মীরা সভা করছেন। ঢাকার নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করব। বাইরে থেকে লোকজন আসবে। এ জন্য যা করা দরকার আমরা সব করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা শুধু নয়াপল্টনের জন্য লিখিতভাবে জানিয়েছি। মুখে মুখে তো অনেক কথা বলা যায়। আমরা নয়াপল্টনে গতকালও সমাবেশ করেছি। এর আগেও শতাধিক সমাবেশ হয়েছে। এমনকি অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না। আমাদের নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে।’
বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে জানিয়ে সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘কোর্টে হাজিরা দিতে গেলে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব অত্যন্ত পূর্বপরিকল্পিত। সরকারের মধ্যে একটা গ্রুপ সভা করে অপপ্রচার চালাচ্ছে। যেকোনোভাবে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে হবে। তারাই বোমাবাজি করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই, সংঘর্ষ চাই না।’
সরকার বিরোধী দল দমনের উৎসবে নেমেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না, কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। রাজশাহীতে বাধা দিয়েছে। ব্যানার ও প্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ প্রমুখ।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৩ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
২০ ঘণ্টা আগে