নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় মিছিল বের করেছিল বিএনপি।
এ মিছিল থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তবে আটকের বিষয়টি অস্বীকার করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ড. মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে দুপুর আড়াইটার দিকে মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মী উত্তরা ১২ নম্বর সেক্টরে কালো পতাকা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় পুলিশ এসে কয়েকজনকে আটক করে।
কালো পতাকা মিছিলে মঈন খান বলেন, ‘শেখ হাসিনার সাজানো ডামি নির্বাচন মানি না, মানবো না। আমাদের এক দফা এক দাবি, অবৈধ সংসদ বাতিল করতে হবে।’
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মঈন খানকে আটক করিনি।’ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁর বিষয়ে আমার জানা নেই। আমরা ৭-৮ জন কর্মীকে আটক করেছি।’
ড. মঈন খানকে একটি প্রাইভেটকারের সামনের সিটে বসে উত্তরা ত্যাগ করতে দেখা যায়।
রাজধানীর উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উত্তরায় মিছিল বের করেছিল বিএনপি।
এ মিছিল থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তবে আটকের বিষয়টি অস্বীকার করে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ড. মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এর আগে দুপুর আড়াইটার দিকে মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মী উত্তরা ১২ নম্বর সেক্টরে কালো পতাকা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় পুলিশ এসে কয়েকজনকে আটক করে।
কালো পতাকা মিছিলে মঈন খান বলেন, ‘শেখ হাসিনার সাজানো ডামি নির্বাচন মানি না, মানবো না। আমাদের এক দফা এক দাবি, অবৈধ সংসদ বাতিল করতে হবে।’
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মঈন খানকে আটক করিনি।’ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁর বিষয়ে আমার জানা নেই। আমরা ৭-৮ জন কর্মীকে আটক করেছি।’
ড. মঈন খানকে একটি প্রাইভেটকারের সামনের সিটে বসে উত্তরা ত্যাগ করতে দেখা যায়।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
২ ঘণ্টা আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৪ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৮ ঘণ্টা আগে