নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে হামলা-ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা ও হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে পল্টন থানায়।
শাহবাগ থানার মামলায় ৫ হাজার এবং পল্টন থানার মামলায় ১৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার মামলায় চারজনের নামোল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।
পল্টন থানার মামলায় ১৬ জনকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনাস্থল থেকেই আমরা কয়েকজনকে আটক করেছিলাম। তাঁদের মধ্যে যাচাই-বাছাই করে ১৬ জনের সঙ্গে জামায়াত সম্পৃক্ততা পেয়েছি। তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
শাহবাগ থানায় মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএসএমএমইউর ভেতরে এবং শাহবাগে ১৪ আগস্ট রাত থেকে শুরু করে ১৫ আগস্ট ভোর পর্যন্ত চলা জামায়াত-শিবিরের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বাদী হয়ে মামলাটি করেছেন।
এদিকে পল্টন থানার মামলাটির বাদী হয়েছেন পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৪ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
২০ ঘণ্টা আগে