নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়ে সে দেশের সকল পণ্য বর্জনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে বিশ্বের অন্যান্য মুসলমানপ্রধান দেশগুলোর প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সুইডেনে হামলার প্রতিবাদস্বরূপ বিশ্বের মুসলমান রাষ্ট্রপ্রধানদের সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে হবে এবং মুসলিম দেশগুলোতে থাকা সুইডেনের দূতাবাস বন্ধ এবং সুইডিশ পণ্য বর্জনের মাধ্যমে সুইডেনকে চাপ প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত কর্মসূচির মাধ্যমে তাদের বর্বরতা রুখে দাঁড়াতে হবে। সৌদি আরবসহ আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই দেশগুলোতে থাকা ইসরায়েলের নাগরিকদের গ্রেপ্তার করে চাপ প্রয়োগ করতে হবে।
দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, সুইডেনে কোরআন পোড়ানো হয়েছে, সুইডেন আবার মুসলমানরা দখল করবে, তারাই শাসন করবে। এ সময় তিনি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, পাঁচ সিটি করপোরেশনে খুব সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ। আপনি ঘরে বসে আছেন আর আপনার ভোট হয়ে গেছে, এটা সুন্দর নির্বাচন হয়েছে? ইভিএম মেশিনে যে বিজয়ী হয়েছে তার ভোট পরিবর্তন করে যে বিজয়ী হয় নাই তাকে বিজয়ী ঘোষণা করেছে, এটাই হচ্ছে তার সুন্দর ভোটের নমুনা।
সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে। দলীয় সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা করতে দেব না। বুকের তাজা রক্ত দিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করব।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল মোড় হয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ।
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়ে সে দেশের সকল পণ্য বর্জনের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে বিশ্বের অন্যান্য মুসলমানপ্রধান দেশগুলোর প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো ও ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সুইডেনে হামলার প্রতিবাদস্বরূপ বিশ্বের মুসলমান রাষ্ট্রপ্রধানদের সুইডেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সুইডেনে অবস্থিত দূতাবাস সরিয়ে নিতে হবে এবং মুসলিম দেশগুলোতে থাকা সুইডেনের দূতাবাস বন্ধ এবং সুইডিশ পণ্য বর্জনের মাধ্যমে সুইডেনকে চাপ প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত কর্মসূচির মাধ্যমে তাদের বর্বরতা রুখে দাঁড়াতে হবে। সৌদি আরবসহ আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই দেশগুলোতে থাকা ইসরায়েলের নাগরিকদের গ্রেপ্তার করে চাপ প্রয়োগ করতে হবে।
দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, সুইডেনে কোরআন পোড়ানো হয়েছে, সুইডেন আবার মুসলমানরা দখল করবে, তারাই শাসন করবে। এ সময় তিনি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, পাঁচ সিটি করপোরেশনে খুব সুন্দর নির্বাচন উপহার দিয়েছে আওয়ামী লীগ। আপনি ঘরে বসে আছেন আর আপনার ভোট হয়ে গেছে, এটা সুন্দর নির্বাচন হয়েছে? ইভিএম মেশিনে যে বিজয়ী হয়েছে তার ভোট পরিবর্তন করে যে বিজয়ী হয় নাই তাকে বিজয়ী ঘোষণা করেছে, এটাই হচ্ছে তার সুন্দর ভোটের নমুনা।
সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে। দলীয় সরকার, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা করতে দেব না। বুকের তাজা রক্ত দিয়ে প্রহসনের নির্বাচন বন্ধ করব।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল মোড় হয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১৫ মিনিট আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৪ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
২০ ঘণ্টা আগে