সাংবাদিকদের এড়িয়ে গেলেন হেফাজত নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ২৩: ২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন হেফাজত ইসলাম। মহাসচিব নূরুল ইসলাম জেহাদীকে নিয়ে সোমবার রাত ৮টা ৩৭ মিনিটে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা সেখান থেকে বের হয়ে আসেন। বৈঠকের বিষয়ে এখনো কিছুই বলেননি তাঁরা। সাংবাদিকদের এড়িয়ে চলে যান হেফাজত নেতারা। 

এদিকে হেফাজত নেতারা ছাড়াও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও মন্ত্রীর বাসায় প্রবেশ করেন জানা গেছে। এর আগে বৈঠকে অংশ নিতে একই দিন দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন জুনায়েদ বাবুনগরী। 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের বিরোধিতা করতে গিয়ে নানা কর্মকাণ্ডে চাপে পড়ে হেফাজত। গ্রেপ্তার ও মামলা থেকে রেহাই পেতে ১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির নেতারা। এরপর আরও এক দফায় বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন হেফাজতের নেতারা। 

 ২৫ এপ্রিল রাতে কমিটি বিলুপ্ত করার পরে ৭ জুন নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজত। নতুন কমিটি করার পর এটাই সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে হেফাজত নেতাদের প্রথম বৈঠক। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত