নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে শাহবাগ, পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে অর্ধদিবস হরতাল পালনে পুলিশ ও সরকারদলীয় সংগঠন বাধা প্রদান করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। তবে এসব বাধার মুখেই চলছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আধা বেলা হরতাল।
হরতালের বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। জোর করে আমরা কোনো যানবাহন আটকাচ্ছি না। মালিকেরা জোর করে শ্রমিকদের গাড়ি চালাতে বাধ্য করছে, কিন্তু এই হরতালে যারা বাস চালাচ্ছেন, সেই শ্রমিক ও শ্রমজীবী মানুষও তাঁদের নৈতিক সমর্থন জানাচ্ছেন হরতালে। তবু দেশের বিভিন্ন স্থানে হরতাল পালনে বাম জোটের নেতা-কর্মীদের বাঁধা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল সাত্তার বলেন, ‘গতকাল থেকেই সরকার ন্যায্য দাবিতে ডাকা আধাবেলা হরতাল বানচাল করার চেষ্টা করছে। গতকাল রাতেই বাম জোটের চার কর্মীকে আটক করা হয়েছে। দেশের প্রায় ২২টি জেলায় হরতালের প্রচার-প্রচারণায় বাধা দিয়েছে। আজ সকাল থেকেও পুলিশ ও দলীয় সংগঠনের কর্মীরা বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। যতই বাধা আসুক, আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন চলবে।’
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পল্টন মোড় থেকে প্রথম মিছিল বের করেন বাম জোটের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, বিজয়নগর পানির ট্যাংক ঘুরে আবার পল্টন মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় পল্টন মোড় অবরোধ করেন জোটের নেতা-কর্মীরা। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
হরতালের কারণে সৃষ্ট ভোগান্তি প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। সদরঘাটগামী ব্যবসায়ী আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘তেলসহ সবকিছুর দাম বাড়ছেই। কমার কোনো লক্ষণ নেই। হরতালের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে বৃহত্তর স্বার্থে এই ভোগান্তি মেনে নিচ্ছি। নৈতিকভাবে এই হরতালের প্রতি সবারই সমর্থন থাকা উচিত।’
হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পাশাপাশি পল্টনে অবস্থান নিয়েছে ৯ সংগঠন ও বাম গণতান্ত্রিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। গত ১৬ আগস্ট একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে বামজোট। পুরানা পল্টন থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে এক সমাবেশ থেকে আজকের আধাবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে শাহবাগ, পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে অর্ধদিবস হরতাল পালনে পুলিশ ও সরকারদলীয় সংগঠন বাধা প্রদান করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার সকালে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। তবে এসব বাধার মুখেই চলছে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আধা বেলা হরতাল।
হরতালের বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। জোর করে আমরা কোনো যানবাহন আটকাচ্ছি না। মালিকেরা জোর করে শ্রমিকদের গাড়ি চালাতে বাধ্য করছে, কিন্তু এই হরতালে যারা বাস চালাচ্ছেন, সেই শ্রমিক ও শ্রমজীবী মানুষও তাঁদের নৈতিক সমর্থন জানাচ্ছেন হরতালে। তবু দেশের বিভিন্ন স্থানে হরতাল পালনে বাম জোটের নেতা-কর্মীদের বাঁধা দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল সাত্তার বলেন, ‘গতকাল থেকেই সরকার ন্যায্য দাবিতে ডাকা আধাবেলা হরতাল বানচাল করার চেষ্টা করছে। গতকাল রাতেই বাম জোটের চার কর্মীকে আটক করা হয়েছে। দেশের প্রায় ২২টি জেলায় হরতালের প্রচার-প্রচারণায় বাধা দিয়েছে। আজ সকাল থেকেও পুলিশ ও দলীয় সংগঠনের কর্মীরা বিভিন্ন স্থানে বাধা দিয়েছে। যতই বাধা আসুক, আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন চলবে।’
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পল্টন মোড় থেকে প্রথম মিছিল বের করেন বাম জোটের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, বিজয়নগর পানির ট্যাংক ঘুরে আবার পল্টন মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় পল্টন মোড় অবরোধ করেন জোটের নেতা-কর্মীরা। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
হরতালের কারণে সৃষ্ট ভোগান্তি প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। সদরঘাটগামী ব্যবসায়ী আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ‘তেলসহ সবকিছুর দাম বাড়ছেই। কমার কোনো লক্ষণ নেই। হরতালের কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে বৃহত্তর স্বার্থে এই ভোগান্তি মেনে নিচ্ছি। নৈতিকভাবে এই হরতালের প্রতি সবারই সমর্থন থাকা উচিত।’
হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের পাশাপাশি পল্টনে অবস্থান নিয়েছে ৯ সংগঠন ও বাম গণতান্ত্রিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। গত ১৬ আগস্ট একই দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে বামজোট। পুরানা পল্টন থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে এক সমাবেশ থেকে আজকের আধাবেলা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
দেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
১ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগেজুলাইয়ের ছাত্র আন্দোলন সফল হওয়ার পেছনে খোদ আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ (বিআইএসআর) ট্রাস্টের চেয়ারম্যান ড. খুরশিদ আলম। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের জাতীয় পরিকল্পনা প্রণয়নকারী ও নীতিমালা প্রস্তুতকারী ছিলেন
১৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পরবর্তী তিন মাস ‘মবের মুল্লুক’ মনে হয়েছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাঁরা চেষ্টা করছেন সংস্কার করার। তাঁদের সফলতা-ব্যর্থতা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সময় দিতে হবে।’
১৭ ঘণ্টা আগে