নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদের সার্বভৌমত্ব বজায় রেখে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সরকারব্যবস্থা, তথা মিশ্র সরকারপদ্ধতি প্রবর্তনসহ ১৫ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। আজ শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করে দলটি।
নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন দলের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ। দলের দপ্তর সম্পাদক মো. শফিউল্লাহ চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নিবন্ধন পাওয়া এই দলের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন সম্পদের সুষম বণ্টনভিত্তিক গণতান্ত্রিক জনকল্যাণ রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করেই, আমাদের শহীদের রক্তের ঋণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে, আসুন বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলি।’
এ সময় তিনি নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। তিনি জানান, সব ধর্মের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা; দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা; দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ; উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রাখা; রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া খাতে গুণগত পরিবর্তন; তরুণ ও যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন; মিশ্র অর্থনীতি অনুসরণ করার বিষয়ে দলের প্রার্থীরা কাজ করবেন।
এ ছাড়া সংসদের সার্বভৌমত্ব বজায় রেখে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সরকারব্যবস্থা, তথা মিশ্র সরকারপদ্ধতি প্রবর্তন; সব বাহিনীকে শক্তিশালী করার জন্য বাজেট বরাদ্দ দ্বিগুণ করা; যুবকদের সামরিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা; ভারসাম্যের পররাষ্ট্রনীতি অনুসরণ করা; স্বাধীন মতপ্রকাশে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা এবং কৃষিতে আমূল পরিবর্তন আনতে কৃষি বিপ্লবের কর্মসূচি গ্রহণ করে কৃষির অন্তরায় সব অব্যবস্থাপনা নির্মূল করা হবে দলের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনএফের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. শফিউল্লাহ চৌধুরী, এস এম ইসলাম, বরকত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সৈয়দ মাহবুব হাসান আজাদ প্রমুখ।
সংসদের সার্বভৌমত্ব বজায় রেখে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সরকারব্যবস্থা, তথা মিশ্র সরকারপদ্ধতি প্রবর্তনসহ ১৫ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। আজ শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করে দলটি।
নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন দলের সভাপতি মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ। দলের দপ্তর সম্পাদক মো. শফিউল্লাহ চৌধুরীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নিবন্ধন পাওয়া এই দলের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন সম্পদের সুষম বণ্টনভিত্তিক গণতান্ত্রিক জনকল্যাণ রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করেই, আমাদের শহীদের রক্তের ঋণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে, আসুন বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলি।’
এ সময় তিনি নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। তিনি জানান, সব ধর্মের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা; দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা; দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ; উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রাখা; রাষ্ট্রীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি; শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়া খাতে গুণগত পরিবর্তন; তরুণ ও যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন; মিশ্র অর্থনীতি অনুসরণ করার বিষয়ে দলের প্রার্থীরা কাজ করবেন।
এ ছাড়া সংসদের সার্বভৌমত্ব বজায় রেখে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্যের সরকারব্যবস্থা, তথা মিশ্র সরকারপদ্ধতি প্রবর্তন; সব বাহিনীকে শক্তিশালী করার জন্য বাজেট বরাদ্দ দ্বিগুণ করা; যুবকদের সামরিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা; ভারসাম্যের পররাষ্ট্রনীতি অনুসরণ করা; স্বাধীন মতপ্রকাশে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা এবং কৃষিতে আমূল পরিবর্তন আনতে কৃষি বিপ্লবের কর্মসূচি গ্রহণ করে কৃষির অন্তরায় সব অব্যবস্থাপনা নির্মূল করা হবে দলের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনএফের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. শফিউল্লাহ চৌধুরী, এস এম ইসলাম, বরকত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সৈয়দ মাহবুব হাসান আজাদ প্রমুখ।
সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
১৮ মিনিট আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
১ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৫ ঘণ্টা আগেচায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০ ঘণ্টা আগে