নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনার বিষয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কানাডা মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসন, সুশাসনকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। কানাডাসহ কয়েকটা দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সব সময়। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে সব সময়ই বলে আসছে যে, এখানে বাংলাদেশে মানবাধিকার ইস্যু লঙ্ঘন হচ্ছে। এই সবকিছুর পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা হয়েছে।’
আমির খসরু আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, আমাদের যে মানবাধিকার পরিস্থিতি, আগামী নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি সব বিষয়ে আলাপ হয়েছে সার্বিকভাবে এবং ভালো আলোচনা হয়েছে। বিশেষ করে মানবাধিকারের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি। এসব নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন ইস্যুতে আপনারা কি বলেছেন জানতে চাইলে আমির খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবকিছু নিয়েই আলোচনা হয়েছে কিন্তু কি আলোচনা হয়েছে সেটা এখানে বলতে পারব না। এটা আপনারা বুঝতেই পারছেন।’
বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্ক উল্লেখ করে আমির খসরু বলেন, ‘প্রথমত বাংলাদেশ থেকে আমাদের ২ বিলিয়নের ওপরে কানাডায় রপ্তানি হয়। সেটা ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকতে শুল্কমুক্ত সুবিধা যেটা কানাডা পেয়েছিল সেটা বিএনপির সময়ে নেগোশিয়েট হয়েছিল। যার কারণে আজকে এত বড় একটা রপ্তানির ডেসটেনি হয়েছে কানাডা। আামি তখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, আমি কানাডার সঙ্গে এ নেগোশিয়েট করেছিলাম’
বিএনপির এই নেতা বলেন, আমদানির জন্যও বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা। আমাদের মূল কিছু জিনিস যেমন গম, ডাল জাতীয় খাদ্যদ্রব্য যার একটা বড় অংশ কানাডা থেকে আমাদের দেশে আসে।’
আমির খসরু আরও বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা আজকাল খুব আগ্রহী হয়ে উঠেছে কানাডায় লেখাপড়া করতে। প্রতিনিয়ত আমাদের ছেলে-মেয়েরা কানাডা যাচ্ছে। সেখানে বাংলাদেশের একটা বড় বংশোদ্ভূত শ্রেণি বাস করছে যারা কানাডার অর্থনীতিতে ও সমাজে কনট্রিবিউট করছে।’
দলীয় সরকারের অধীনে বিএনপির নির্বাচনে যাবে না জানিয়ে আমির খসরু বলেন, আগে এই সরকারের পতন ঘটাতে হবে, নিরপেক্ষ সরকার আসতে হবে। তাদের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করবে। এই অবস্থানে বিএনপি অনড় আছে। নির্বাচন কমিশন কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, সরকার কি বলছে এসব নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই।
আসন্ন জাতীয় নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনার বিষয় প্রসঙ্গে তিনি বলেন, ‘কানাডা মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসন, সুশাসনকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। কানাডাসহ কয়েকটা দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সব সময়। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে সব সময়ই বলে আসছে যে, এখানে বাংলাদেশে মানবাধিকার ইস্যু লঙ্ঘন হচ্ছে। এই সবকিছুর পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনা হয়েছে।’
আমির খসরু আরও বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, আমাদের যে মানবাধিকার পরিস্থিতি, আগামী নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি সব বিষয়ে আলাপ হয়েছে সার্বিকভাবে এবং ভালো আলোচনা হয়েছে। বিশেষ করে মানবাধিকারের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি। এসব নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
নির্বাচন ইস্যুতে আপনারা কি বলেছেন জানতে চাইলে আমির খসরু বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবকিছু নিয়েই আলোচনা হয়েছে কিন্তু কি আলোচনা হয়েছে সেটা এখানে বলতে পারব না। এটা আপনারা বুঝতেই পারছেন।’
বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্ককে বহুমাত্রিক সম্পর্ক উল্লেখ করে আমির খসরু বলেন, ‘প্রথমত বাংলাদেশ থেকে আমাদের ২ বিলিয়নের ওপরে কানাডায় রপ্তানি হয়। সেটা ২০০৩ সালে বিএনপি ক্ষমতায় থাকতে শুল্কমুক্ত সুবিধা যেটা কানাডা পেয়েছিল সেটা বিএনপির সময়ে নেগোশিয়েট হয়েছিল। যার কারণে আজকে এত বড় একটা রপ্তানির ডেসটেনি হয়েছে কানাডা। আামি তখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, আমি কানাডার সঙ্গে এ নেগোশিয়েট করেছিলাম’
বিএনপির এই নেতা বলেন, আমদানির জন্যও বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা। আমাদের মূল কিছু জিনিস যেমন গম, ডাল জাতীয় খাদ্যদ্রব্য যার একটা বড় অংশ কানাডা থেকে আমাদের দেশে আসে।’
আমির খসরু আরও বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা আজকাল খুব আগ্রহী হয়ে উঠেছে কানাডায় লেখাপড়া করতে। প্রতিনিয়ত আমাদের ছেলে-মেয়েরা কানাডা যাচ্ছে। সেখানে বাংলাদেশের একটা বড় বংশোদ্ভূত শ্রেণি বাস করছে যারা কানাডার অর্থনীতিতে ও সমাজে কনট্রিবিউট করছে।’
দলীয় সরকারের অধীনে বিএনপির নির্বাচনে যাবে না জানিয়ে আমির খসরু বলেন, আগে এই সরকারের পতন ঘটাতে হবে, নিরপেক্ষ সরকার আসতে হবে। তাদের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করবে। এই অবস্থানে বিএনপি অনড় আছে। নির্বাচন কমিশন কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, সরকার কি বলছে এসব নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই।
অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন সংকটের মীমাংসা খুঁজতে ‘অভিন্ন নদীর পানি ও ভারত...
৪৪ মিনিট আগেসুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
২ ঘণ্টা আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা যদি ভালো হয়ে যেতে চান, তাহলে সকল সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের
৩ ঘণ্টা আগেদেশে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী বিপ্লবী সরকার গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠিত হয়নি। ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে পেরেছেন
৭ ঘণ্টা আগে