বর্ষার নতুন পানিতে ভরে উঠেছে নদী-নালা, খাল-বিল। এ সময় আশপাশের এলাকায় চলাচলের একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা। রাজধানীর পার্শ্ববর্তী সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ঐতিহ্যবাহী এক শ বছর পুরান কাইকারটেক হাটে বসেছে নৌকার হাট। কোষা নৌকা, ডিঙ্গিসহ নানা রকম নৌকা বিক্রি হয় এই হাটে। আশপাশের এলাকা থেকে নৌকা কিনতে আসে সকালের এই হাটে। সোনারগাঁ, ঢাকা, ১৮ জুন, ২০২৩। ছবি: হাসান রাজা
মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) মা মাছ আবারও নমুনা ডিম ছাড়া শুরু করেছে। গত ১৮ মে প্রথম দফা নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। পাহাড়ি ঢলের পর হালদা নদীর কয়েকটি অংশে সামান্য পরিমাণ নমুনা ডিম পেয়েছেন জেলেরা। হাটহাজারী, চট্টগ্রাম, ১৯ জুন, ২০২৩। ছবি: হোসেন মোহাম্মদ মনসুর আলী