আব্দুর রাজ্জাক (প্রকৌশলী)
মাসখানেক ধরে দেশের আকাশে-বাতাসে, পথে-প্রান্তরে, মাঠে-ময়দানে, চায়ের টেবিলে অথবা বসার ঘরে হাঁকডাক শোনা যাচ্ছিল, একটা কিছু হতে যাচ্ছে ২৮ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে। এই হাঁকডাক শুরু হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে।
আমাদের দেশের হিন্দুধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার কারণে ফাইনাল তারিখ ঠিক করা হয়েছিল ২৮ অক্টোবর। তা-ও ভালো, দেশের জনগণ এবং সরকারপক্ষ কিছুটা নিশ্বাস নেওয়ার সময় পেয়েছিল এই হুমকি মোকাবিলার। নেতারা মঞ্চে, সভা-সমাবেশে যতই আশ্বস্ত করুন না কেন, সাধারণ জনগণ মনে মনে ভেবেছিল একটা জ্বালাও-পোড়াও হবেই হবে। বাস্তবে তা-ই হলো ২৮ অক্টোবর। সেখানে ধ্বংস করা হলো সাধারণ মানুষের যানবাহন, জীবন হরণ হলো পুলিশের, ভাঙচুর করা হলো প্রধান বিচারপতির বাসভবনসহ রাষ্ট্রীয় সম্পত্তি, রক্ষা পেলেন না সাংবাদিকেরাও।
এই ডিজিটাল যুগে কোনো অপরাধ করে সহজে অস্বীকার করা খুবই মুশকিলের ব্যাপার। যেভাবে ডিজিটাল ক্যামেরা সর্বত্র ছড়িয়ে রয়েছে, মানুষের হাতে তো আছেই, তা ছাড়াও আছে বিভিন্ন ভবনের ফটকে, লাইটপোস্টে, গাছে। কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, আমজনতার কাছে সত্য পরিষ্কার। এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকারপক্ষ দায়ী করছে বিরোধী শক্তিকে (বিরোধী শক্তি বলতে বিএনপিসহ সমমনা দলগুলো)। এর সূত্র ধরে গ্রেপ্তার হয়ে চলেছে বর্তমানে দেশে থাকা সর্বোচ্চ নেতা থেকে তৃণমূলের নেতা পর্যন্ত। এসবের প্রতিবাদে চলছে অবরোধ, সেই জ্বালাও-পোড়াও। বিরোধীপক্ষ মনে করছে, আমরা কিছু একটা করে ফেলেছি। সরকারপক্ষ মনে করছে, এসব সামান্য নখের আঁচড়ে আওয়ামী লীগের বা সরকারের কিছু আসে-যায় না।
এবার আসি ঘটনার মূল বিশ্লেষণে। বিরোধীপক্ষ তাদের কর্মীদের স্লোগান, শারীরিক ভাষা ও প্রতিশ্রুতি দেখে আনন্দে আত্মহারা হয়েছিল। বিরোধী নেতারা মনে করেছিলেন, আমাদের এই সূর্য সন্তানেরা, অর্থাৎ ক্যাডার বাহিনী সরকারকে ওলট-পালট করে দেবে।
এই সব বর্ষীয়ান নেতা সাধারণ মানুষের মন একটু যাচাই করে দেখেনি। সাধারণ মানুষ আন্দোলন চায়, পরিবর্তন চায়, বিরোধীপক্ষের এ ধরনের গতানুগতিক আন্দোলন আদৌ পছন্দ করে কি না, এসবের কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। তারা মনে করেছিল, নিত্যপণ্যের কিছুটা ঊর্ধ্বগতি মানুষকে বিদ্রোহী করে তুলেছে। সাধারণ মানুষ কিছুটা বিরক্ত সরকারের ওপর, কিন্তু বিরোধী দলের ওপর যে তারা বেজায় খুশি বা তাদের ওপর আস্থা আছে, এ রকম কোনো ইঙ্গিতও তো জনগণ তাদের দেয়নি। কেন যে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একটা মনোবৃত্তি এ রকম হয়েছে যে সাধারণ জনগণ কোনো ব্যাপার না, আমরা যা বলব, সেটাই জনগণ মেনে নেবে। এটাই ছিল বিএনপিসহ বিরোধীপক্ষের সবচেয়ে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ।
বিরোধীপক্ষকে তাদের নেতা ঠিক করতে হবে, যে নেতা হবেন সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য, শুধু পার্টির নেতা-কর্মীদের কাছে নয়। নেতা হবেন যোগ্য, ত্যাগী, শিক্ষিত, সৎ মার্জিত এবং আস্থাশীল। তিনি সাধারণ জনগণসহ দেশের ভাগ্য পরিবর্তন করবেন। বর্তমান জীবনমানের চেয়ে উন্নত জীবনমান দান করবেন। বর্তমান আধুনিক শিক্ষার পাশাপাশি অর্থনীতির দিক থেকেও দেশকে স্বাবলম্বী করবেন, দূর করবেন বেকার সমস্যা। এ ধরনের শিক্ষা যোগ্যতা ও ক্যারিশমাটিক নেতৃত্ব জনগণ প্রত্যাশা করে।
বিএনপির মূল নেতা খালেদা জিয়া, দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। বিএনপির নেতারা গত কয়েক বছরে সাধারণ জনগণের কাছে প্রমাণ করেছে, তাদের নেত্রী যে অবস্থায় পৌঁছেছেন স্বাস্থ্যগত কারণে, এখান থেকে তিনি আর জনগণের মাঝে ফিরে আসতে পারবেন না। বিএনপির নেতৃত্ব তাঁকে এই পর্যায়ে নিয়ে গেছে। এখন বাকি থাকে তারেক রহমান। তিনিও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। ২০০১ থেকে ০৬ সাল পর্যন্ত তাঁর কার্যকলাপ ও সরকারের সমান্তরাল সরকার পরিচালনা করার জন্য মানুষ তাঁর ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল। এ দেশের বেশির ভাগ জনগণ মনে করে, তারেক রহমান ক্ষমতালোভী, একুশে আগস্টের নৃশংসতার পেছনে তাঁর একটা মূল ভূমিকা আছে। বিএনপি বা সমমনা দলগুলো এই যুক্তি খণ্ডন করার কোনো প্রমাণ বা তথ্য জনগণের সামনে হাজির করতে পারেনি।
সাধারণ মানুষের মধ্য থেকে বেড়ে ওঠা মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। প্রথমে স্কুলের গণ্ডি পার হওয়ার জন্য গরিব ঘরের মানুষ তাদের সহায়-সম্পত্তি এমনকি হালের গরুটা বিক্রি করে ছেলের পরীক্ষার ফি জোগাড় করেন। স্কুলের গণ্ডি পার হয়ে লজিং থেকে অথবা জায়গির থেকে, টিউশনি করে হলেও কলেজের গণ্ডি পার হয়। মেধাবী ছেলেরা পরবর্তী ধাপে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে, টিউশনি করে অথবা খণ্ডকালীন কাজ করে পড়াশোনা চালিয়ে যায়, এভাবে তারা মানুষ হয়ে দেশের সেবা করে, পরিবারের সেবা করে, নিজে সমাজে প্রতিষ্ঠিত হয়। এ রকম উদাহরণ আমাদের দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে বহু আছে।
তারেক রহমান সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ঢাকার অভিজাত এলাকায় থেকেছেন, সাধারণ মানুষের তুলনায় লক্ষ গুণ সুযোগ-সুবিধা পেয়েছেন, দুঃখের বিষয় হলো, এই নেতা কোনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি। সাধারণ মানুষ যদি মনে করে তাঁর মেধা ও যোগ্যতার ঘাটতি প্রথম জীবন থেকেই ছিল, তাহলে তাদের দোষ দেওয়া যাবে কি? বিএনপির নেতৃত্ব ঠিক নেই, এ জন্য দায়ী বিএনপি নিজেই। তাই নির্বাচনে মনোনয়ন দিতে গেলে তাদের উচিত হবে দেশপ্রেমী, দক্ষ মানুষকে খুঁজে বের করা।
এখন আসি আওয়ামী লীগের প্রশ্নে। সত্যি কথা বলতে কি, মানুষ বিএনপি ও এর সমমনা দলগুলোর প্রতি আস্থাশীল নয়, তাই বলে আওয়ামী লীগ ও সহযোগী দলগুলোর ওপরও যে বিরক্ত, সেটা আওয়ামী লীগের উপলব্ধি করতে হবে।
পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের ভেতর থেকেই শিক্ষিত, সৎ মার্জিত যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এখানে বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করতে হবে, বঙ্গবন্ধু নিজের দল থেকেই যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করেছিলেন। আওয়ামী লীগে যোগ্য লোকের অভাব নেই, বর্তমানে প্রচুর আওয়ামী লীগার আছেন প্রতিটি আসনে। এখান থেকে সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে যেন আওয়ামী লীগ মনোনয়ন দেয়, যে ব্যক্তি দেশের কথা ভাবেন, সমাজ পরিবর্তনের কথা ভাবেন ভালোর দিকে, উন্নতির দিকে, প্রগতির দিকে, তাঁকেই যেন মনোনয়ন দেয়।
একটা কথা আওয়ামী লীগের নেতৃত্বকে মনে রাখতে হবে, এই ডিজিটাল যুগে শুধু বক্তৃতা-বিবৃতি, রাস্তাঘাটে মাস্তানি, গায়ের জোর একমাত্র বৈতরণি পারের বিষয় নয়। এখানে যোগ্যতার মাপকাঠি হবে সততা, শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা। নেতাদের উচিত সাধারণ জনগণের আস্থা অর্জন করা, তাঁদের কাজের মাধ্যমে। জনগণের হৃদয়ে তাঁদের স্থায়ী আসন গড়া।
মাসখানেক ধরে দেশের আকাশে-বাতাসে, পথে-প্রান্তরে, মাঠে-ময়দানে, চায়ের টেবিলে অথবা বসার ঘরে হাঁকডাক শোনা যাচ্ছিল, একটা কিছু হতে যাচ্ছে ২৮ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে। এই হাঁকডাক শুরু হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে।
আমাদের দেশের হিন্দুধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার কারণে ফাইনাল তারিখ ঠিক করা হয়েছিল ২৮ অক্টোবর। তা-ও ভালো, দেশের জনগণ এবং সরকারপক্ষ কিছুটা নিশ্বাস নেওয়ার সময় পেয়েছিল এই হুমকি মোকাবিলার। নেতারা মঞ্চে, সভা-সমাবেশে যতই আশ্বস্ত করুন না কেন, সাধারণ জনগণ মনে মনে ভেবেছিল একটা জ্বালাও-পোড়াও হবেই হবে। বাস্তবে তা-ই হলো ২৮ অক্টোবর। সেখানে ধ্বংস করা হলো সাধারণ মানুষের যানবাহন, জীবন হরণ হলো পুলিশের, ভাঙচুর করা হলো প্রধান বিচারপতির বাসভবনসহ রাষ্ট্রীয় সম্পত্তি, রক্ষা পেলেন না সাংবাদিকেরাও।
এই ডিজিটাল যুগে কোনো অপরাধ করে সহজে অস্বীকার করা খুবই মুশকিলের ব্যাপার। যেভাবে ডিজিটাল ক্যামেরা সর্বত্র ছড়িয়ে রয়েছে, মানুষের হাতে তো আছেই, তা ছাড়াও আছে বিভিন্ন ভবনের ফটকে, লাইটপোস্টে, গাছে। কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, আমজনতার কাছে সত্য পরিষ্কার। এই সব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকারপক্ষ দায়ী করছে বিরোধী শক্তিকে (বিরোধী শক্তি বলতে বিএনপিসহ সমমনা দলগুলো)। এর সূত্র ধরে গ্রেপ্তার হয়ে চলেছে বর্তমানে দেশে থাকা সর্বোচ্চ নেতা থেকে তৃণমূলের নেতা পর্যন্ত। এসবের প্রতিবাদে চলছে অবরোধ, সেই জ্বালাও-পোড়াও। বিরোধীপক্ষ মনে করছে, আমরা কিছু একটা করে ফেলেছি। সরকারপক্ষ মনে করছে, এসব সামান্য নখের আঁচড়ে আওয়ামী লীগের বা সরকারের কিছু আসে-যায় না।
এবার আসি ঘটনার মূল বিশ্লেষণে। বিরোধীপক্ষ তাদের কর্মীদের স্লোগান, শারীরিক ভাষা ও প্রতিশ্রুতি দেখে আনন্দে আত্মহারা হয়েছিল। বিরোধী নেতারা মনে করেছিলেন, আমাদের এই সূর্য সন্তানেরা, অর্থাৎ ক্যাডার বাহিনী সরকারকে ওলট-পালট করে দেবে।
এই সব বর্ষীয়ান নেতা সাধারণ মানুষের মন একটু যাচাই করে দেখেনি। সাধারণ মানুষ আন্দোলন চায়, পরিবর্তন চায়, বিরোধীপক্ষের এ ধরনের গতানুগতিক আন্দোলন আদৌ পছন্দ করে কি না, এসবের কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। তারা মনে করেছিল, নিত্যপণ্যের কিছুটা ঊর্ধ্বগতি মানুষকে বিদ্রোহী করে তুলেছে। সাধারণ মানুষ কিছুটা বিরক্ত সরকারের ওপর, কিন্তু বিরোধী দলের ওপর যে তারা বেজায় খুশি বা তাদের ওপর আস্থা আছে, এ রকম কোনো ইঙ্গিতও তো জনগণ তাদের দেয়নি। কেন যে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একটা মনোবৃত্তি এ রকম হয়েছে যে সাধারণ জনগণ কোনো ব্যাপার না, আমরা যা বলব, সেটাই জনগণ মেনে নেবে। এটাই ছিল বিএনপিসহ বিরোধীপক্ষের সবচেয়ে অবিবেচনাপ্রসূত পদক্ষেপ।
বিরোধীপক্ষকে তাদের নেতা ঠিক করতে হবে, যে নেতা হবেন সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য, শুধু পার্টির নেতা-কর্মীদের কাছে নয়। নেতা হবেন যোগ্য, ত্যাগী, শিক্ষিত, সৎ মার্জিত এবং আস্থাশীল। তিনি সাধারণ জনগণসহ দেশের ভাগ্য পরিবর্তন করবেন। বর্তমান জীবনমানের চেয়ে উন্নত জীবনমান দান করবেন। বর্তমান আধুনিক শিক্ষার পাশাপাশি অর্থনীতির দিক থেকেও দেশকে স্বাবলম্বী করবেন, দূর করবেন বেকার সমস্যা। এ ধরনের শিক্ষা যোগ্যতা ও ক্যারিশমাটিক নেতৃত্ব জনগণ প্রত্যাশা করে।
বিএনপির মূল নেতা খালেদা জিয়া, দীর্ঘদিন ধরে অসুস্থ এবং বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। বিএনপির নেতারা গত কয়েক বছরে সাধারণ জনগণের কাছে প্রমাণ করেছে, তাদের নেত্রী যে অবস্থায় পৌঁছেছেন স্বাস্থ্যগত কারণে, এখান থেকে তিনি আর জনগণের মাঝে ফিরে আসতে পারবেন না। বিএনপির নেতৃত্ব তাঁকে এই পর্যায়ে নিয়ে গেছে। এখন বাকি থাকে তারেক রহমান। তিনিও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। ২০০১ থেকে ০৬ সাল পর্যন্ত তাঁর কার্যকলাপ ও সরকারের সমান্তরাল সরকার পরিচালনা করার জন্য মানুষ তাঁর ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল। এ দেশের বেশির ভাগ জনগণ মনে করে, তারেক রহমান ক্ষমতালোভী, একুশে আগস্টের নৃশংসতার পেছনে তাঁর একটা মূল ভূমিকা আছে। বিএনপি বা সমমনা দলগুলো এই যুক্তি খণ্ডন করার কোনো প্রমাণ বা তথ্য জনগণের সামনে হাজির করতে পারেনি।
সাধারণ মানুষের মধ্য থেকে বেড়ে ওঠা মানুষ শিক্ষা গ্রহণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। প্রথমে স্কুলের গণ্ডি পার হওয়ার জন্য গরিব ঘরের মানুষ তাদের সহায়-সম্পত্তি এমনকি হালের গরুটা বিক্রি করে ছেলের পরীক্ষার ফি জোগাড় করেন। স্কুলের গণ্ডি পার হয়ে লজিং থেকে অথবা জায়গির থেকে, টিউশনি করে হলেও কলেজের গণ্ডি পার হয়। মেধাবী ছেলেরা পরবর্তী ধাপে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে, টিউশনি করে অথবা খণ্ডকালীন কাজ করে পড়াশোনা চালিয়ে যায়, এভাবে তারা মানুষ হয়ে দেশের সেবা করে, পরিবারের সেবা করে, নিজে সমাজে প্রতিষ্ঠিত হয়। এ রকম উদাহরণ আমাদের দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে বহু আছে।
তারেক রহমান সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ঢাকার অভিজাত এলাকায় থেকেছেন, সাধারণ মানুষের তুলনায় লক্ষ গুণ সুযোগ-সুবিধা পেয়েছেন, দুঃখের বিষয় হলো, এই নেতা কোনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি। সাধারণ মানুষ যদি মনে করে তাঁর মেধা ও যোগ্যতার ঘাটতি প্রথম জীবন থেকেই ছিল, তাহলে তাদের দোষ দেওয়া যাবে কি? বিএনপির নেতৃত্ব ঠিক নেই, এ জন্য দায়ী বিএনপি নিজেই। তাই নির্বাচনে মনোনয়ন দিতে গেলে তাদের উচিত হবে দেশপ্রেমী, দক্ষ মানুষকে খুঁজে বের করা।
এখন আসি আওয়ামী লীগের প্রশ্নে। সত্যি কথা বলতে কি, মানুষ বিএনপি ও এর সমমনা দলগুলোর প্রতি আস্থাশীল নয়, তাই বলে আওয়ামী লীগ ও সহযোগী দলগুলোর ওপরও যে বিরক্ত, সেটা আওয়ামী লীগের উপলব্ধি করতে হবে।
পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের ভেতর থেকেই শিক্ষিত, সৎ মার্জিত যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এখানে বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করতে হবে, বঙ্গবন্ধু নিজের দল থেকেই যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করেছিলেন। আওয়ামী লীগে যোগ্য লোকের অভাব নেই, বর্তমানে প্রচুর আওয়ামী লীগার আছেন প্রতিটি আসনে। এখান থেকে সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে যেন আওয়ামী লীগ মনোনয়ন দেয়, যে ব্যক্তি দেশের কথা ভাবেন, সমাজ পরিবর্তনের কথা ভাবেন ভালোর দিকে, উন্নতির দিকে, প্রগতির দিকে, তাঁকেই যেন মনোনয়ন দেয়।
একটা কথা আওয়ামী লীগের নেতৃত্বকে মনে রাখতে হবে, এই ডিজিটাল যুগে শুধু বক্তৃতা-বিবৃতি, রাস্তাঘাটে মাস্তানি, গায়ের জোর একমাত্র বৈতরণি পারের বিষয় নয়। এখানে যোগ্যতার মাপকাঠি হবে সততা, শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা। নেতাদের উচিত সাধারণ জনগণের আস্থা অর্জন করা, তাঁদের কাজের মাধ্যমে। জনগণের হৃদয়ে তাঁদের স্থায়ী আসন গড়া।
পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে রক্ষা করে নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘শূন্য বর্জ্য, শূন্য কার্বন ও শূন্য বেকারত্ব’র তত্ত্ব তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে।
৮ ঘণ্টা আগেমাঝে মাঝে মনে হয়, করোনাকালই বোধহয় ভালো ছিল। শাটডাউনে সব বন্ধ, রাস্তায় যানবাহন নেই, মানুষের চলাচল সীমিত, যারাও বাইরে যাচ্ছে তাদের মুখে মাস্ক পরা। রাস্তার ধারের গাছগুলোতে ধুলার পর্দা পড়ছে না, কলকারখানার চোঙা দিয়ে ধোঁয়া বের হচ্ছে না, বায়ুদূষণও কমে এসেছে। এক অদেখা জীবাণুর আতঙ্কে আমাদের কী দুঃসময়ই না কেট
৮ ঘণ্টা আগেতিন ভাই ও এক বোনের মধ্যে রণদা প্রসাদ সাহা ছিলেন মেজ। মা কুমুদিনী দেবীর গভীর স্নেহে বড় হয়ে উঠলেও মায়ের সঙ্গটুকু দীর্ঘস্থায়ী হয়নি; সাত বছর বয়সেই মাকে হারান তিনি।
৮ ঘণ্টা আগেমঙ্গলবার রাজধানীর গুলিস্তান ও ফার্মগেটে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও যৌথ বাহিনী। ঢাকার ফুটপাত ও রাস্তার একটা অংশ যেভাবে হকাররা দখল করে রাখেন, তাতে চলাচলে অসুবিধা হয় রাজধানীবাসীর। তাই ব্যস্ত সড়ক হকারমুক্ত করতে পারলে পুলিশ ও যৌথ বাহিনী সাধুবাদ পাবে।
৮ ঘণ্টা আগে