সম্পাদকীয়
লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েই বাগিয়ে নিতে হয় জেলা প্রশাসক কার্যালয়ের পদগুলো। লিখিত পরীক্ষায় যাঁরা বাকিদের টেক্কা দিতে পারেন, পরবর্তী মওকা তাঁদের জন্য সুরক্ষিত। মৌখিক পরীক্ষায় উতরে গেলেই চাকরি নিজের। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ পায় কী করে কিছু পরীক্ষার্থী—বিষয়টি শুধু অবাকই করে না, হতাশও করে!
এমন ঘটনা নিয়ে গত সোমবার আজকের পত্রিকায় প্রকাশিত হয় একটি সংবাদ। গাইবান্ধার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষা তো তাঁরা দেননি, বোঝাই যায়। তবে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ে যান।
এই ২২ জনের হাতের লেখা মেলেনি লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে। যে নম্বর তাঁরা লিখিত পরীক্ষায় পেয়েছেন, তার প্রভাব পড়ছিল না গত শনিবার অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায়। ভালো নম্বরধারী অনেকেই মৌখিক পরীক্ষার প্রশ্নগুলোর ভুলভাল উত্তর দিচ্ছিলেন।
খোদ জেলা প্রশাসক এ সময় সন্দেহ করেন, চিহ্নিত করেন ওই ২২ জনকে। মৌখিক পরীক্ষার সময় প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা নিজেরাই এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। কিন্তু যাঁরা তাঁদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছেন, তাঁরা কারা? তাঁরা কোথায়? তাঁদের কি শাস্তি হবে না? এসব প্রশ্ন মাথায় ঘুরপাক করবে অন্তত তাঁদের পরিচয় না জানা এবং তাঁরা ধরা না পড়া পর্যন্ত।
সেই প্রক্সিওয়ালারাই যদি এতটা মেধাবী হয়ে থাকেন, তাহলে তো চাকরি তাঁদেরই প্রাপ্য! তাঁরা তো বীর! বীরেরা কেন খামোখা অন্যদের প্রক্সি দিতে যাবেন? জেলা প্রশাসক কার্যালয় তাহলে অযোগ্যদের না ডেকে, খোঁজ করে তাঁদের ডাকুক যাঁরা সত্যিই ভালো নম্বর পেয়েছেন লিখিত পরীক্ষায়! তবে তাঁরা যে অন্যায় করেছেন, তা মার্জনীয় হতে পারে না।
কেউ মেধাবী হলেই যে অন্যায় করে না, এমন ধারণা সঠিক নয়। গাইবান্ধার ডিসি অফিসের এই ঘটনা সেই সাক্ষ্য দেয়। লোভনীয় চাকরির প্রত্যাশা নিশ্চয়ই সবার। কিন্তু শুধু মেধাবীরা সুযোগ পায় যোগ্যতা প্রমাণের জন্য। সেখানে তারা যদি অযোগ্যদের সুযোগ করে দেয়, তাহলে তা নিজেদের মেধার সঙ্গে প্রতারণা করা হয়, কলুষিত করা হয় নিজেদের যোগ্যতাকে।
এখানে আরেকটি বিষয় টেনে আনতে হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগের পরীক্ষা নিশ্চয়ই অগুরুত্বপূর্ণ নয়। এমন একটি পরীক্ষায় কী করে কেউ অসদুপায়ের সুযোগ পায়—তা কিন্তু খতিয়ে দেখার বিষয়। কার্যালয়েরই কেউ এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত কি না, সেটি তদন্ত করা দরকার। জেলা প্রশাসক যেভাবে মৌখিক পরীক্ষার দিন হাতেনাতে অসৎ চাকরিপ্রত্যাশীদের ধরতে পেরেছেন, সেভাবেই নিজের কার্যালয়ে তীক্ষ্ণ নজর রাখবেন বলে আমরা আশা করি। কার্যালয়ের কেউ যদি জড়িত নাও থাকেন, তবু এ ধরনের পরীক্ষায় যেন কোনোভাবেই অসদুপায় অবলম্বন করা না যায়, সেই ব্যবস্থাও নিশ্চয়ই শক্ত হাতে নেবেন তিনি। সেটি দৃষ্টান্ত হবে বাকি জেলার কার্যালয়গুলোর জন্য।
লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েই বাগিয়ে নিতে হয় জেলা প্রশাসক কার্যালয়ের পদগুলো। লিখিত পরীক্ষায় যাঁরা বাকিদের টেক্কা দিতে পারেন, পরবর্তী মওকা তাঁদের জন্য সুরক্ষিত। মৌখিক পরীক্ষায় উতরে গেলেই চাকরি নিজের। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ পায় কী করে কিছু পরীক্ষার্থী—বিষয়টি শুধু অবাকই করে না, হতাশও করে!
এমন ঘটনা নিয়ে গত সোমবার আজকের পত্রিকায় প্রকাশিত হয় একটি সংবাদ। গাইবান্ধার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। লিখিত পরীক্ষা তো তাঁরা দেননি, বোঝাই যায়। তবে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়ে যান।
এই ২২ জনের হাতের লেখা মেলেনি লিখিত পরীক্ষার খাতার লেখার সঙ্গে। যে নম্বর তাঁরা লিখিত পরীক্ষায় পেয়েছেন, তার প্রভাব পড়ছিল না গত শনিবার অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায়। ভালো নম্বরধারী অনেকেই মৌখিক পরীক্ষার প্রশ্নগুলোর ভুলভাল উত্তর দিচ্ছিলেন।
খোদ জেলা প্রশাসক এ সময় সন্দেহ করেন, চিহ্নিত করেন ওই ২২ জনকে। মৌখিক পরীক্ষার সময় প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। তাঁরা নিজেরাই এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। কিন্তু যাঁরা তাঁদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়েছেন, তাঁরা কারা? তাঁরা কোথায়? তাঁদের কি শাস্তি হবে না? এসব প্রশ্ন মাথায় ঘুরপাক করবে অন্তত তাঁদের পরিচয় না জানা এবং তাঁরা ধরা না পড়া পর্যন্ত।
সেই প্রক্সিওয়ালারাই যদি এতটা মেধাবী হয়ে থাকেন, তাহলে তো চাকরি তাঁদেরই প্রাপ্য! তাঁরা তো বীর! বীরেরা কেন খামোখা অন্যদের প্রক্সি দিতে যাবেন? জেলা প্রশাসক কার্যালয় তাহলে অযোগ্যদের না ডেকে, খোঁজ করে তাঁদের ডাকুক যাঁরা সত্যিই ভালো নম্বর পেয়েছেন লিখিত পরীক্ষায়! তবে তাঁরা যে অন্যায় করেছেন, তা মার্জনীয় হতে পারে না।
কেউ মেধাবী হলেই যে অন্যায় করে না, এমন ধারণা সঠিক নয়। গাইবান্ধার ডিসি অফিসের এই ঘটনা সেই সাক্ষ্য দেয়। লোভনীয় চাকরির প্রত্যাশা নিশ্চয়ই সবার। কিন্তু শুধু মেধাবীরা সুযোগ পায় যোগ্যতা প্রমাণের জন্য। সেখানে তারা যদি অযোগ্যদের সুযোগ করে দেয়, তাহলে তা নিজেদের মেধার সঙ্গে প্রতারণা করা হয়, কলুষিত করা হয় নিজেদের যোগ্যতাকে।
এখানে আরেকটি বিষয় টেনে আনতে হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগের পরীক্ষা নিশ্চয়ই অগুরুত্বপূর্ণ নয়। এমন একটি পরীক্ষায় কী করে কেউ অসদুপায়ের সুযোগ পায়—তা কিন্তু খতিয়ে দেখার বিষয়। কার্যালয়েরই কেউ এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত কি না, সেটি তদন্ত করা দরকার। জেলা প্রশাসক যেভাবে মৌখিক পরীক্ষার দিন হাতেনাতে অসৎ চাকরিপ্রত্যাশীদের ধরতে পেরেছেন, সেভাবেই নিজের কার্যালয়ে তীক্ষ্ণ নজর রাখবেন বলে আমরা আশা করি। কার্যালয়ের কেউ যদি জড়িত নাও থাকেন, তবু এ ধরনের পরীক্ষায় যেন কোনোভাবেই অসদুপায় অবলম্বন করা না যায়, সেই ব্যবস্থাও নিশ্চয়ই শক্ত হাতে নেবেন তিনি। সেটি দৃষ্টান্ত হবে বাকি জেলার কার্যালয়গুলোর জন্য।
পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে রক্ষা করে নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘শূন্য বর্জ্য, শূন্য কার্বন ও শূন্য বেকারত্ব’র তত্ত্ব তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে।
৫ ঘণ্টা আগেমাঝে মাঝে মনে হয়, করোনাকালই বোধহয় ভালো ছিল। শাটডাউনে সব বন্ধ, রাস্তায় যানবাহন নেই, মানুষের চলাচল সীমিত, যারাও বাইরে যাচ্ছে তাদের মুখে মাস্ক পরা। রাস্তার ধারের গাছগুলোতে ধুলার পর্দা পড়ছে না, কলকারখানার চোঙা দিয়ে ধোঁয়া বের হচ্ছে না, বায়ুদূষণও কমে এসেছে। এক অদেখা জীবাণুর আতঙ্কে আমাদের কী দুঃসময়ই না কেট
৫ ঘণ্টা আগেতিন ভাই ও এক বোনের মধ্যে রণদা প্রসাদ সাহা ছিলেন মেজ। মা কুমুদিনী দেবীর গভীর স্নেহে বড় হয়ে উঠলেও মায়ের সঙ্গটুকু দীর্ঘস্থায়ী হয়নি; সাত বছর বয়সেই মাকে হারান তিনি।
৫ ঘণ্টা আগেমঙ্গলবার রাজধানীর গুলিস্তান ও ফার্মগেটে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও যৌথ বাহিনী। ঢাকার ফুটপাত ও রাস্তার একটা অংশ যেভাবে হকাররা দখল করে রাখেন, তাতে চলাচলে অসুবিধা হয় রাজধানীবাসীর। তাই ব্যস্ত সড়ক হকারমুক্ত করতে পারলে পুলিশ ও যৌথ বাহিনী সাধুবাদ পাবে।
৫ ঘণ্টা আগে