এ কে এম শামসুদ্দিন
৫ নভেম্বর অনুষ্ঠিত ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দাপটের সঙ্গে জয়লাভ করেছেন। ৭৮ বছর বয়সী ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোট এবং পপুলার ভোট উভয় ক্ষেত্রেই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের রানিংমেট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ব্যাপক ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
চার বছর পর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি দ্বিতীবার রেকর্ড সৃষ্টি করেছেন। এর আগে এভাবে শুধু একজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় হোয়াইট হাউসের বাসিন্দা হয়েছিলেন। লাগাতার তিনটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম ও তৃতীয় দফায় জয়লাভ করা ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই কীর্তি গড়েছিলেন ১৮৯২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ড। এই ডেমোক্র্যাট প্রার্থী ১৮৮৪ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম প্রেসিডেন্ট ছিলেন। ১৮৮৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। তবে ১৮৯২ সালে নির্বাচনে অংশ নিয়ে তিনি পুনরায় জয়লাভ করে যুক্তরাষ্ট্রের ২৪তম প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার ১৩২ বছর পর ট্রাম্পও সেই কীর্তির অধিকারী হলেন। শুধু কি তাই, ৩৪টি ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তি হয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়বেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংস হামলা উসকে দেওয়ার মামলা এখনো তাঁর বিরুদ্ধে চলছে। ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হয়েছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে ২৭০টি ইলেকটোরাল ভোট পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায়, সেখানে ট্রাম্প ইতিমধ্যেই ২৯৫টি ভোট পেয়ে গেছেন। এ লেখা যখন লিখছি তখন পর্যন্ত আরও তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি। অপরদিকে কমলা পেয়েছেন ২২৬টি ভোট। এবারের নির্বাচনে ট্রাম্প শুধু দাপটের সঙ্গেই হোয়াইট হাউসে ফিরছেন না, তাঁর রিপাবলিকান দল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে হারানো আধিপত্য ফিরে পেয়েছে। সিনেটে রিপাবলিকান দল সংখ্যাগরিষ্ঠ ৫২টি আসন পেয়েছে। পাঁচটি আসনে তারা এগিয়ে আছে। অপরদিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা পেয়েছেন ২০৮টি আসন। এর বিপরীতে ডেমোক্র্যাটরা পেয়েছেন ১৮৯টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন পেতে হয়। এখনো কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়ে গেছে। এ নির্বাচনে সার্বিক বিচারে ট্রাম্প বেশ শক্তি সঞ্চয় করেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাধারণত সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থাকলে প্রেসিডেন্টের পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যেকোনো নীতি বাস্তবায়ন, আইন পাস, এমনকি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে খুব সামান্য বাধার সম্মুখীন হতে হয়।
ডোনাল্ড ট্রাম্প অশ্লীল ভাষায় কথা বলায় অভ্যস্ত। বিষয়টি সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করেন না। তারপরও এবার তাঁরা ট্রাম্পের এই বিষয়টি গুরুত্ব না দিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে তাঁকে ভোট দিয়েছেন। নানা বিশ্লেষণে উঠে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে রিপাবলিকানরা বেশি জোর দিয়েছিলেন। মূল্যবৃদ্ধি, অভিবাসন সমস্যা এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। কমলা হ্যারিসের মূল লক্ষ্য ছিল, স্প্যানিশভাষী ল্যাটিনোজ, আফ্রিকান-আমেরিকান, নারী, কলেজ-শিক্ষিত শ্বেতাঙ্গ যুবসমাজ এবং শ্রমিক-কর্মচারীদের সমর্থন পাওয়া। কিন্তু শেষ চারটি ক্ষেত্রেই কার্যত ব্যর্থ হয়েছেন তিনি। মূল্যবৃদ্ধিতে জর্জরিত যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গ্রামীণ ভোটারদের বড় অংশ চিরাচরিতভাবে রিপাবলিকান দলের সমর্থক। সাধারণত শহরের শ্রমিক-কর্মচারী শ্রেণি ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেয়। কিন্তু মূল্যবৃদ্ধি এবং আর্থিক সমস্যায় জর্জরিত অনেক ডেমোক্র্যাট ভোটার ট্রাম্পকে অপছন্দ করলেও এবার শেষ মুহূর্তে তাঁর প্রতি আস্থা রেখেছেন। অনেক ডেমোক্র্যাট সমর্থক আবার বুথমুখো হননি। যার ফলে ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যগুলোর ভোট এবার ট্রাম্পের পক্ষেই গেছে।
মূল্যবৃদ্ধি, আর্থিক মন্দা এবং উৎপাদন শিল্পের নিম্নগতিকে কাজে লাগিয়ে ট্রাম্প ভোটারদের মনে আউটসোর্সিং, ছাঁটাইয়ের ভয় ঢুকিয়ে দিতে পেরেছেন। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের নির্বাচনী প্রচারকালে ভোটারদের কাছে ট্রাম্প বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। প্রচারকালে বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটারদের উদ্দেশে বারবার যে প্রশ্নটি রেখেছেন সেটি ভালোভাবেই কাজে দিয়েছে। তিনি তাঁদের জিজ্ঞেস করেছেন, ‘আমার সময়ে যেমন ছিলেন, তারচেয়ে কি আপনারা এখন ভালো আছেন?’ এ বিষয়টি ভোটারদের মনে দাগ কেটেছে। তাঁরা তুলনা করে দেখেছেন, বর্তমান অবস্থা থেকে ট্রাম্পের আমলেই অর্থনৈতিক দিক দিয়ে তাঁরা ভালো ছিলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির মূল্যবৃদ্ধির ফলে তাঁদের মৌলিক চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তা ছাড়া কাজ হারানোর ফলে অথবা হারানোর আশঙ্কায় শ্রমিক-কর্মচারীদের একটি অংশ ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। সামগ্রিকভাবে নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ভোটারদের কাছে সাড়া ফেলেছে ট্রাম্পের আবেদন। এমনকি, স্প্যানিশভাষী ল্যাটিনোজ আর কৃষ্ণাঙ্গ প্রভাবিত পেনসিলভানিয়াতেও।
মূল্যবৃদ্ধির পাশাপাশি অভিবাসন সমস্যা নিয়ে এবারের নির্বাচনে প্রচার বড়সড় প্রভাব ফেলেছে। বিশেষ করে ‘রাস্ট বেল্ট’ হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও ট্রাম্পের জয় প্রমাণ করছে ডেমোক্র্যাটদের চিরাচরিত শ্রমিক-কর্মচারী ভোটব্যাংকে ফাটল ধরাতে পেরেছেন ট্রাম্প। রাস্ট বেল্ট অঙ্গরাজ্যগুলো হলো পেনসিলভানিয়া, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট্যাট নিউইয়র্ক অঞ্চল, ওয়াহো, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, মিশিগান ইত্যাদি। ভোটের প্রচারকালে তিনি বারবার বলেছেন, ভোটে জয়লাভ করলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। সুরক্ষিত করবেন কলকারখানা, দপ্তরের কর্মীশ্রেণির নাগরিকদের আর্থিক নিরাপত্তা। এই অবৈধ অভিবাসন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন সাধারণ ভোটাররা। বাইডেন প্রশাসনের সময় দেশে অবৈধ অভিবাসন সব মাত্রা ছাড়িয়ে গেছে। ট্রাম্প এই বিষয়টিও ভোটারদের সামনে তুলে ধরেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৭৮ লাখ অভিবাসী বসবাস করেন। যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ এমনকি কৃষ্ণাঙ্গ শ্রমিক-কর্মচারীদের অনেকে মনে করেছেন তাঁদের রোজগারের নিশ্চয়তায় আঘাত হানছেন অভিবাসীরা। কমলা এ বিষয়ে শক্ত অবস্থান ঘোষণা না করায় ট্রাম্পের দিকে ঝুঁকেছেন তাঁরা। অপরদিকে ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন বলে ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচনী প্রচারকালে ট্রাম্প নাগরিকদের কাছে একটি ‘স্বপ্ন’ বিক্রি করেছেন একটি স্লোগানের মাধ্যমে—‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। ট্রাম্পের এই স্লোগান ভোটারদের আকর্ষণ করেছে। এই স্লোগানটি তাঁর প্রথম মেয়াদের নির্বাচনী প্রচারেও তিনি কাজে লাগিয়েছিলেন।
মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য বাইডেন প্রশাসনের কিছু বিষয়ে বাড়াবাড়িকে দায়ী করা হচ্ছে। ইউক্রেন ও গাজা যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, অথচ এই অর্থ দেশে ব্যয় করলে তাঁদেরই উপকার হতো। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনকে ধারাবাহিকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বাইডেন সরকার। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হয়েছে ধারাবাহিক পাল্টা আক্রমণ। লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সৃষ্টি হয়েছে। এ জন্য ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দিয়েছেন বাইডেন। তা ছাড়া, তিন দফায় উপসাগরীয় অঞ্চলে বাড়তি সেনা পাঠাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ফলে, এর বাড়তি অর্থের বোঝা বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রের করদাতাদের। এমতাবস্থায় দোদুল্যমান ভোটারদের একাংশ মনে করেছেন, স্বভাবে বেপরোয়া হলেও ট্রাম্প ইসরায়েল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এসব কিছু বিবেচনা করেই তাঁরা কমলাকে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। তাঁরা ভেবেছেন, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কমলাকে ভোট দিলে সেই একই ঘটনা ঘটবে। তাঁরা পরিবর্তন চেয়েছেন। এই নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে।
আগেই উল্লেখ করেছি, সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অনেক নীতি বাস্তবায়নে ট্রাম্পের সুবিধা হবে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও তাঁর জন্য সহজতর হবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের চেয়ারে বসার পর যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন তা হলো, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা, অর্থনীতিতে মনোযোগী হওয়া, জলবায়ু নীতিতে আগের অবস্থানে ফিরে যাওয়া, ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা, গর্ভপাতের অধিকার রদ করা এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলাকারীদের ক্ষমা করে দেওয়া। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প তা মেনে নিতে অস্বীকার করেছিলেন। নির্বাচনের ফলাফল পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ দাঙ্গায় কয়েকজনের মৃত্যু হয়। এ দাঙ্গা লাগানোর উসকানিদাতা হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে মামলাও হয়। দাঙ্গাকারীদের অনেকেই আটক হয়েছিলেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি পুনরায় ক্ষমতায় গেলে তাঁদের কয়েকজনকে
মুক্তি দেবেন। আগেই উল্লেখ করেছি, ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা চলমান। এর দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন মার্কিন কৌঁসুলি জ্যাক স্মিথ। মামলা দুটি হলো, ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানিদাতা ও সরকারি গোপন নথি সরানোসংক্রান্ত অভিযোগ। ট্রাম্প নির্বাচিত হওয়ায় জ্যাক স্মিথের তদন্তকাজ চালিয়ে যাওয়া একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। মামলা দুটির অভিযোগ ট্রাম্প অস্বীকার করে একসময় বলেছিলেন, তিনি হোয়াইট হাউসে ফিরে যাওয়ার ‘দুই সেকেন্ডের মধ্যে’ জ্যাক স্মিথকে অপসারণ করবেন। কাজেই ধারণা করা হচ্ছে, ট্রাম্প যে শক্তিবলে পুনরায় ক্ষমতায় ফিরে আসছেন, তাতে তিনি তদন্তকারী কর্মকর্তাদের অপসারণ করে তাঁর পছন্দমতো কর্মকর্তা নিয়োগ দেবেন। শুধু তাই নয়, সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বদৌলতে নিজ পছন্দের বিচারক নিয়োগেও তিনি পিছপা হবেন না।
নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবার জনসমক্ষে এসেই পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশবাসীর জন্য প্রতিদিন লড়াই করবেন। দেশের সব সমস্যা সমাধান করবেন তিনি। অভিবাসীদের বিষয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে আসা যাবে তবে বৈধ উপায়ে। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন প্রতিশ্রুতি রক্ষা করতে? বৈদেশিক নীতির ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে, ট্রাম্পের যে স্বভাব তাতে তাঁর আগামী জমানায় বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা যে অম্লমধুর হবে, সে কথা বলাই যায়।
এ কে এম শামসুদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও কলামিস্ট
৫ নভেম্বর অনুষ্ঠিত ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দাপটের সঙ্গে জয়লাভ করেছেন। ৭৮ বছর বয়সী ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোট এবং পপুলার ভোট উভয় ক্ষেত্রেই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের রানিংমেট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ব্যাপক ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন।
চার বছর পর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি দ্বিতীবার রেকর্ড সৃষ্টি করেছেন। এর আগে এভাবে শুধু একজন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় হোয়াইট হাউসের বাসিন্দা হয়েছিলেন। লাগাতার তিনটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম ও তৃতীয় দফায় জয়লাভ করা ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই কীর্তি গড়েছিলেন ১৮৯২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ড। এই ডেমোক্র্যাট প্রার্থী ১৮৮৪ থেকে ১৮৮৮ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম প্রেসিডেন্ট ছিলেন। ১৮৮৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। তবে ১৮৯২ সালে নির্বাচনে অংশ নিয়ে তিনি পুনরায় জয়লাভ করে যুক্তরাষ্ট্রের ২৪তম প্রেসিডেন্ট হয়েছিলেন। এবার ১৩২ বছর পর ট্রাম্পও সেই কীর্তির অধিকারী হলেন। শুধু কি তাই, ৩৪টি ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তি হয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়বেন তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংস হামলা উসকে দেওয়ার মামলা এখনো তাঁর বিরুদ্ধে চলছে। ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে দণ্ডিত হয়েছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে ২৭০টি ইলেকটোরাল ভোট পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায়, সেখানে ট্রাম্প ইতিমধ্যেই ২৯৫টি ভোট পেয়ে গেছেন। এ লেখা যখন লিখছি তখন পর্যন্ত আরও তিনটি অঙ্গরাজ্যে ফল ঘোষণা বাকি। অপরদিকে কমলা পেয়েছেন ২২৬টি ভোট। এবারের নির্বাচনে ট্রাম্প শুধু দাপটের সঙ্গেই হোয়াইট হাউসে ফিরছেন না, তাঁর রিপাবলিকান দল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে হারানো আধিপত্য ফিরে পেয়েছে। সিনেটে রিপাবলিকান দল সংখ্যাগরিষ্ঠ ৫২টি আসন পেয়েছে। পাঁচটি আসনে তারা এগিয়ে আছে। অপরদিকে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা পেয়েছেন ২০৮টি আসন। এর বিপরীতে ডেমোক্র্যাটরা পেয়েছেন ১৮৯টি। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন পেতে হয়। এখনো কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়ে গেছে। এ নির্বাচনে সার্বিক বিচারে ট্রাম্প বেশ শক্তি সঞ্চয় করেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাধারণত সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থাকলে প্রেসিডেন্টের পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। যেকোনো নীতি বাস্তবায়ন, আইন পাস, এমনকি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে খুব সামান্য বাধার সম্মুখীন হতে হয়।
ডোনাল্ড ট্রাম্প অশ্লীল ভাষায় কথা বলায় অভ্যস্ত। বিষয়টি সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করেন না। তারপরও এবার তাঁরা ট্রাম্পের এই বিষয়টি গুরুত্ব না দিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে তাঁকে ভোট দিয়েছেন। নানা বিশ্লেষণে উঠে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে রিপাবলিকানরা বেশি জোর দিয়েছিলেন। মূল্যবৃদ্ধি, অভিবাসন সমস্যা এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। কমলা হ্যারিসের মূল লক্ষ্য ছিল, স্প্যানিশভাষী ল্যাটিনোজ, আফ্রিকান-আমেরিকান, নারী, কলেজ-শিক্ষিত শ্বেতাঙ্গ যুবসমাজ এবং শ্রমিক-কর্মচারীদের সমর্থন পাওয়া। কিন্তু শেষ চারটি ক্ষেত্রেই কার্যত ব্যর্থ হয়েছেন তিনি। মূল্যবৃদ্ধিতে জর্জরিত যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল। গ্রামীণ ভোটারদের বড় অংশ চিরাচরিতভাবে রিপাবলিকান দলের সমর্থক। সাধারণত শহরের শ্রমিক-কর্মচারী শ্রেণি ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দেয়। কিন্তু মূল্যবৃদ্ধি এবং আর্থিক সমস্যায় জর্জরিত অনেক ডেমোক্র্যাট ভোটার ট্রাম্পকে অপছন্দ করলেও এবার শেষ মুহূর্তে তাঁর প্রতি আস্থা রেখেছেন। অনেক ডেমোক্র্যাট সমর্থক আবার বুথমুখো হননি। যার ফলে ‘দোদুল্যমান’ অঙ্গরাজ্যগুলোর ভোট এবার ট্রাম্পের পক্ষেই গেছে।
মূল্যবৃদ্ধি, আর্থিক মন্দা এবং উৎপাদন শিল্পের নিম্নগতিকে কাজে লাগিয়ে ট্রাম্প ভোটারদের মনে আউটসোর্সিং, ছাঁটাইয়ের ভয় ঢুকিয়ে দিতে পেরেছেন। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের নির্বাচনী প্রচারকালে ভোটারদের কাছে ট্রাম্প বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। প্রচারকালে বক্তব্য দিতে গিয়ে তিনি ভোটারদের উদ্দেশে বারবার যে প্রশ্নটি রেখেছেন সেটি ভালোভাবেই কাজে দিয়েছে। তিনি তাঁদের জিজ্ঞেস করেছেন, ‘আমার সময়ে যেমন ছিলেন, তারচেয়ে কি আপনারা এখন ভালো আছেন?’ এ বিষয়টি ভোটারদের মনে দাগ কেটেছে। তাঁরা তুলনা করে দেখেছেন, বর্তমান অবস্থা থেকে ট্রাম্পের আমলেই অর্থনৈতিক দিক দিয়ে তাঁরা ভালো ছিলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির মূল্যবৃদ্ধির ফলে তাঁদের মৌলিক চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তা ছাড়া কাজ হারানোর ফলে অথবা হারানোর আশঙ্কায় শ্রমিক-কর্মচারীদের একটি অংশ ট্রাম্পের দিকে ঝুঁকেছেন। সামগ্রিকভাবে নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ভোটারদের কাছে সাড়া ফেলেছে ট্রাম্পের আবেদন। এমনকি, স্প্যানিশভাষী ল্যাটিনোজ আর কৃষ্ণাঙ্গ প্রভাবিত পেনসিলভানিয়াতেও।
মূল্যবৃদ্ধির পাশাপাশি অভিবাসন সমস্যা নিয়ে এবারের নির্বাচনে প্রচার বড়সড় প্রভাব ফেলেছে। বিশেষ করে ‘রাস্ট বেল্ট’ হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও ট্রাম্পের জয় প্রমাণ করছে ডেমোক্র্যাটদের চিরাচরিত শ্রমিক-কর্মচারী ভোটব্যাংকে ফাটল ধরাতে পেরেছেন ট্রাম্প। রাস্ট বেল্ট অঙ্গরাজ্যগুলো হলো পেনসিলভানিয়া, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্ট্যাট নিউইয়র্ক অঞ্চল, ওয়াহো, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, মিশিগান ইত্যাদি। ভোটের প্রচারকালে তিনি বারবার বলেছেন, ভোটে জয়লাভ করলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। সুরক্ষিত করবেন কলকারখানা, দপ্তরের কর্মীশ্রেণির নাগরিকদের আর্থিক নিরাপত্তা। এই অবৈধ অভিবাসন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন সাধারণ ভোটাররা। বাইডেন প্রশাসনের সময় দেশে অবৈধ অভিবাসন সব মাত্রা ছাড়িয়ে গেছে। ট্রাম্প এই বিষয়টিও ভোটারদের সামনে তুলে ধরেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৪ কোটি ৭৮ লাখ অভিবাসী বসবাস করেন। যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ এমনকি কৃষ্ণাঙ্গ শ্রমিক-কর্মচারীদের অনেকে মনে করেছেন তাঁদের রোজগারের নিশ্চয়তায় আঘাত হানছেন অভিবাসীরা। কমলা এ বিষয়ে শক্ত অবস্থান ঘোষণা না করায় ট্রাম্পের দিকে ঝুঁকেছেন তাঁরা। অপরদিকে ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করবেন বলে ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচনী প্রচারকালে ট্রাম্প নাগরিকদের কাছে একটি ‘স্বপ্ন’ বিক্রি করেছেন একটি স্লোগানের মাধ্যমে—‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। ট্রাম্পের এই স্লোগান ভোটারদের আকর্ষণ করেছে। এই স্লোগানটি তাঁর প্রথম মেয়াদের নির্বাচনী প্রচারেও তিনি কাজে লাগিয়েছিলেন।
মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য বাইডেন প্রশাসনের কিছু বিষয়ে বাড়াবাড়িকে দায়ী করা হচ্ছে। ইউক্রেন ও গাজা যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয় করা হয়েছে, অথচ এই অর্থ দেশে ব্যয় করলে তাঁদেরই উপকার হতো। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনকে ধারাবাহিকভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বাইডেন সরকার। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হয়েছে ধারাবাহিক পাল্টা আক্রমণ। লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সৃষ্টি হয়েছে। এ জন্য ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ দিয়েছেন বাইডেন। তা ছাড়া, তিন দফায় উপসাগরীয় অঞ্চলে বাড়তি সেনা পাঠাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ফলে, এর বাড়তি অর্থের বোঝা বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রের করদাতাদের। এমতাবস্থায় দোদুল্যমান ভোটারদের একাংশ মনে করেছেন, স্বভাবে বেপরোয়া হলেও ট্রাম্প ইসরায়েল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এসব কিছু বিবেচনা করেই তাঁরা কমলাকে ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। তাঁরা ভেবেছেন, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা কমলাকে ভোট দিলে সেই একই ঘটনা ঘটবে। তাঁরা পরিবর্তন চেয়েছেন। এই নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে।
আগেই উল্লেখ করেছি, সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অনেক নীতি বাস্তবায়নে ট্রাম্পের সুবিধা হবে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও তাঁর জন্য সহজতর হবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের চেয়ারে বসার পর যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন তা হলো, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা, অর্থনীতিতে মনোযোগী হওয়া, জলবায়ু নীতিতে আগের অবস্থানে ফিরে যাওয়া, ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা, গর্ভপাতের অধিকার রদ করা এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলাকারীদের ক্ষমা করে দেওয়া। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প তা মেনে নিতে অস্বীকার করেছিলেন। নির্বাচনের ফলাফল পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ দাঙ্গায় কয়েকজনের মৃত্যু হয়। এ দাঙ্গা লাগানোর উসকানিদাতা হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে মামলাও হয়। দাঙ্গাকারীদের অনেকেই আটক হয়েছিলেন। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি পুনরায় ক্ষমতায় গেলে তাঁদের কয়েকজনকে
মুক্তি দেবেন। আগেই উল্লেখ করেছি, ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা চলমান। এর দুটি ফৌজদারি মামলার তদন্ত করছেন মার্কিন কৌঁসুলি জ্যাক স্মিথ। মামলা দুটি হলো, ক্যাপিটল ভবনে দাঙ্গায় উসকানিদাতা ও সরকারি গোপন নথি সরানোসংক্রান্ত অভিযোগ। ট্রাম্প নির্বাচিত হওয়ায় জ্যাক স্মিথের তদন্তকাজ চালিয়ে যাওয়া একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। মামলা দুটির অভিযোগ ট্রাম্প অস্বীকার করে একসময় বলেছিলেন, তিনি হোয়াইট হাউসে ফিরে যাওয়ার ‘দুই সেকেন্ডের মধ্যে’ জ্যাক স্মিথকে অপসারণ করবেন। কাজেই ধারণা করা হচ্ছে, ট্রাম্প যে শক্তিবলে পুনরায় ক্ষমতায় ফিরে আসছেন, তাতে তিনি তদন্তকারী কর্মকর্তাদের অপসারণ করে তাঁর পছন্দমতো কর্মকর্তা নিয়োগ দেবেন। শুধু তাই নয়, সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বদৌলতে নিজ পছন্দের বিচারক নিয়োগেও তিনি পিছপা হবেন না।
নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবার জনসমক্ষে এসেই পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশবাসীর জন্য প্রতিদিন লড়াই করবেন। দেশের সব সমস্যা সমাধান করবেন তিনি। অভিবাসীদের বিষয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে আসা যাবে তবে বৈধ উপায়ে। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন প্রতিশ্রুতি রক্ষা করতে? বৈদেশিক নীতির ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে, ট্রাম্পের যে স্বভাব তাতে তাঁর আগামী জমানায় বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা যে অম্লমধুর হবে, সে কথা বলাই যায়।
এ কে এম শামসুদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও কলামিস্ট
পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে রক্ষা করে নতুন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘শূন্য বর্জ্য, শূন্য কার্বন ও শূন্য বেকারত্ব’র তত্ত্ব তুলে ধরেছেন বিশ্ববাসীর সামনে।
২ ঘণ্টা আগেমাঝে মাঝে মনে হয়, করোনাকালই বোধহয় ভালো ছিল। শাটডাউনে সব বন্ধ, রাস্তায় যানবাহন নেই, মানুষের চলাচল সীমিত, যারাও বাইরে যাচ্ছে তাদের মুখে মাস্ক পরা। রাস্তার ধারের গাছগুলোতে ধুলার পর্দা পড়ছে না, কলকারখানার চোঙা দিয়ে ধোঁয়া বের হচ্ছে না, বায়ুদূষণও কমে এসেছে। এক অদেখা জীবাণুর আতঙ্কে আমাদের কী দুঃসময়ই না কেট
২ ঘণ্টা আগেতিন ভাই ও এক বোনের মধ্যে রণদা প্রসাদ সাহা ছিলেন মেজ। মা কুমুদিনী দেবীর গভীর স্নেহে বড় হয়ে উঠলেও মায়ের সঙ্গটুকু দীর্ঘস্থায়ী হয়নি; সাত বছর বয়সেই মাকে হারান তিনি।
৩ ঘণ্টা আগেমঙ্গলবার রাজধানীর গুলিস্তান ও ফার্মগেটে হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও যৌথ বাহিনী। ঢাকার ফুটপাত ও রাস্তার একটা অংশ যেভাবে হকাররা দখল করে রাখেন, তাতে চলাচলে অসুবিধা হয় রাজধানীবাসীর। তাই ব্যস্ত সড়ক হকারমুক্ত করতে পারলে পুলিশ ও যৌথ বাহিনী সাধুবাদ পাবে।
৩ ঘণ্টা আগে