আবেদীন কাদের
গত সাড়ে তিন মাসে এটা আমার তৃতীয়বার হাসপাতাল বাস। এবং নিঃসন্দেহে সবচেয়ে ‘বেদনাদায়ক’ স্মৃতি। বেদনাদায়ক মানে সত্যিকার শারীরিক ও মানসিক কষ্টের স্মৃতি। এবারের এই দীর্ঘ অ্যানেস্থেসিয়া এবং সার্জারি বা অজ্ঞান অবস্থা থেকে ফিরে আসা এসব নিয়ে অবশ্যই লিখব। এবং নিজেকে যেমন, তেমনি এক বিদগ্ধ পণ্ডিত অধ্যাপক বন্ধুকেও কথা দিয়েছি লিখব। একটা সময় তাঁকেও শারীরিক বৈকল্য ভীষণ কষ্ট দিয়েছে। কিন্তু দমে যাননি, শীর্ষ ডিগ্রি করা, উঁচু মানের গবেষণা করা বা বই লেখা সবই করেছেন কিছুটা অসুস্থ শরীর নিয়েই। তিনি আমার কাছে নমস্য!
কাল বিকেলে হাসপাতালের বিছানায় শুয়ে আছি, শোয়াটা ভীষণ কষ্টের। কারণ, কাটাছেঁড়া পিঠের নিচের দুই দিকে, কিডনি বরাবর। সেখানে ব্যান্ডেজ, তার ভেতর থেকে নল বের করে পায়ের কাছে একটি ব্যাগে সংযোগ দেওয়া। একেবারেই নড়তে পারি না। বাম হাতে ইন্ট্রাভেনাস নল লাগানো ঝুলন্ত ব্যাগের সঙ্গে, ডান হাতে কয়েক ঘণ্টা পরপর ফুঁড়ে ফুঁড়ে রক্ত নিচ্ছেন নার্স। আমি কাত হয়ে শুয়ে আছি দিনের পুরোটা সময়। কখনো ঘুম আর জাগরণের ঠিক মাঝে আমার চেতন! কী ভাবছিলাম জানি না, কিন্তু নার্স একগাদা সুঁই আর যন্ত্র নিয়ে এসে বললেন, ‘তোমার কি খুব কষ্ট হচ্ছে? কাঁদছ কেন?’ আমি একটু বিব্রত হই, সত্যিই এটা কী করছি! আমার চোখ থেকে গাল গড়িয়ে জল পড়ছে, সত্যিই একটু অসহায় বোধ করলাম। এত বয়সে ব্যক্তিগত কষ্ট পাবলিকলি সামলাতে না পারা ঠিক শোভন নয়। নার্সকে কিছু বলিনি, তিনি আমার লজ্জাবনত মুখ চোখ বা অসহায়ত্ব কিছুটা বুঝতে পারছেন মনে হয়! হাত এগিয়ে দিলাম, তিনি অনেক খোঁড়াখুঁড়ি করে শিরা পেলেন, রক্ত নিলেন।
আজকাল আর শিরা পাওয়া যায় না, খুঁড়তে খুঁড়তে দুটো হাতেই একেবারে ঘন কালো দাগে ভরে গেছে। সারাদিন বা রাতের অনেকটা সময় নিজের হাত দুটোর দিকে তাকিয়ে থাকি আর বিস্মিত হই। ছেলেবেলা থেকে দেখে আসা আমার মায়ের দুটো হাত আর আঙুলগুলো আমার ভীষণ পরিচিত! এর প্রতিটি কণা-ত্বকের ছবি আমার মুখস্থ। বছরের পর বছর ছেলেবেলায় রোগশয্যায় থেকে দেখেছি, সেই হাত দুটি আমাকে খাবার-ওষুধ দিচ্ছে। কিন্তু গত তিন-চার দিনের মতো এত নিবিড়ভাবে খেয়াল করিনি আমার হাত দুটো; এর ত্বকের রং ও আঙুলগুলো অবিকল মায়ের হাত দুটোর একেবারে জেরক্স কপি। কী করে ৬০ বছরের বেশি সময় আমার চোখ এই অবিকল সাদৃশ্যের ছবি এড়িয়ে গেল! গত আড়াই মাসের অধিক সময় আমি একটি মুহূর্তের জন্য মায়ের মুখখানা ভুলতে পারিনি।
কিন্তু হাসপাতাল শয্যায় শুয়ে কেন জানি না মা আমাকে একেবারে তীব্রভাবে বুকের মধ্যে জড়িয়ে রাখলেন! তাঁর চলে যাওয়ার আগে কয়েকটা দিন ডাক্তাররা বিভিন্ন পরীক্ষার জন্য তাঁর শরীরে এত খোঁড়াখুঁড়ি করেছিলেন যে তিনি বারবার ইনটেনসিভ কেয়ার থেকে আমার ডাক্তার ভাইঝি আদৃতা আবেদীনকে অনুরোধ করতেন, তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য! তিনি কষ্টটা সহ্য করতে পারছিলেন না। আমার হাতে নার্স দিনে কয়েকবার সুঁই ফুঁড়লেই আমার মায়ের সেই আকুতির কথা মনে পড়ে, বুকটা কান্নায় অসহ্য ভার হয়ে ওঠে! আমার মা ছিলেন হাইপোকনড্রিয়াক।
আমি মায়ের চেয়ে বেশি হাইপোকনড্রিয়াক। ডাক্তার-হাসপাতাল শুনলেই আমার ভীষণ দীর্ঘসূত্রতা শুরু হয় ভয়ে। বিধাতা সে জন্যই হয়তো জীবনে এত বেশি শারীরিক বৈকল্য নিয়ে আমাকে বাঁচতে শেখালেন। কিন্তু মা ছিলেন শারীরিকভাবে খুব সুস্থ, রোগ তেমন কখনোই ছিল না। বারদুয়েক দুর্ঘটনার শিকার হয়ে এবং নব্বইয়ের কাছাকাছি বয়সে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, হাসপাতালে যেতে হয়েছে, এই যা। সারাজীবন স্বল্পাহারী, রোগহীন, শান্ত, নীরব এক মানুষ। কিন্তু যখনই কাছে গিয়েছি চোখটা জলে ভেজা দেখতাম। আমার কাছে কী চাইতেন, বুঝতে পারতাম, কিন্তু বলতেন না। যখন সব গুছিয়ে সিদ্ধান্ত নিলাম তাঁর চাওয়ার মূল্য দিতে, তখনই তিনি চলে গেলেন! হাসপাতালে আর কাউকে বা কোনো কিছু আমার মনে পড়ে না, বেঁচে থাকব কদিন, কী হবে শরীরের, কিছুই আমাকে ভাবায় না, সারাক্ষণ মায়ের মুখখানা মনে পড়ে!
গত সাড়ে তিন মাসে এটা আমার তৃতীয়বার হাসপাতাল বাস। এবং নিঃসন্দেহে সবচেয়ে ‘বেদনাদায়ক’ স্মৃতি। বেদনাদায়ক মানে সত্যিকার শারীরিক ও মানসিক কষ্টের স্মৃতি। এবারের এই দীর্ঘ অ্যানেস্থেসিয়া এবং সার্জারি বা অজ্ঞান অবস্থা থেকে ফিরে আসা এসব নিয়ে অবশ্যই লিখব। এবং নিজেকে যেমন, তেমনি এক বিদগ্ধ পণ্ডিত অধ্যাপক বন্ধুকেও কথা দিয়েছি লিখব। একটা সময় তাঁকেও শারীরিক বৈকল্য ভীষণ কষ্ট দিয়েছে। কিন্তু দমে যাননি, শীর্ষ ডিগ্রি করা, উঁচু মানের গবেষণা করা বা বই লেখা সবই করেছেন কিছুটা অসুস্থ শরীর নিয়েই। তিনি আমার কাছে নমস্য!
কাল বিকেলে হাসপাতালের বিছানায় শুয়ে আছি, শোয়াটা ভীষণ কষ্টের। কারণ, কাটাছেঁড়া পিঠের নিচের দুই দিকে, কিডনি বরাবর। সেখানে ব্যান্ডেজ, তার ভেতর থেকে নল বের করে পায়ের কাছে একটি ব্যাগে সংযোগ দেওয়া। একেবারেই নড়তে পারি না। বাম হাতে ইন্ট্রাভেনাস নল লাগানো ঝুলন্ত ব্যাগের সঙ্গে, ডান হাতে কয়েক ঘণ্টা পরপর ফুঁড়ে ফুঁড়ে রক্ত নিচ্ছেন নার্স। আমি কাত হয়ে শুয়ে আছি দিনের পুরোটা সময়। কখনো ঘুম আর জাগরণের ঠিক মাঝে আমার চেতন! কী ভাবছিলাম জানি না, কিন্তু নার্স একগাদা সুঁই আর যন্ত্র নিয়ে এসে বললেন, ‘তোমার কি খুব কষ্ট হচ্ছে? কাঁদছ কেন?’ আমি একটু বিব্রত হই, সত্যিই এটা কী করছি! আমার চোখ থেকে গাল গড়িয়ে জল পড়ছে, সত্যিই একটু অসহায় বোধ করলাম। এত বয়সে ব্যক্তিগত কষ্ট পাবলিকলি সামলাতে না পারা ঠিক শোভন নয়। নার্সকে কিছু বলিনি, তিনি আমার লজ্জাবনত মুখ চোখ বা অসহায়ত্ব কিছুটা বুঝতে পারছেন মনে হয়! হাত এগিয়ে দিলাম, তিনি অনেক খোঁড়াখুঁড়ি করে শিরা পেলেন, রক্ত নিলেন।
আজকাল আর শিরা পাওয়া যায় না, খুঁড়তে খুঁড়তে দুটো হাতেই একেবারে ঘন কালো দাগে ভরে গেছে। সারাদিন বা রাতের অনেকটা সময় নিজের হাত দুটোর দিকে তাকিয়ে থাকি আর বিস্মিত হই। ছেলেবেলা থেকে দেখে আসা আমার মায়ের দুটো হাত আর আঙুলগুলো আমার ভীষণ পরিচিত! এর প্রতিটি কণা-ত্বকের ছবি আমার মুখস্থ। বছরের পর বছর ছেলেবেলায় রোগশয্যায় থেকে দেখেছি, সেই হাত দুটি আমাকে খাবার-ওষুধ দিচ্ছে। কিন্তু গত তিন-চার দিনের মতো এত নিবিড়ভাবে খেয়াল করিনি আমার হাত দুটো; এর ত্বকের রং ও আঙুলগুলো অবিকল মায়ের হাত দুটোর একেবারে জেরক্স কপি। কী করে ৬০ বছরের বেশি সময় আমার চোখ এই অবিকল সাদৃশ্যের ছবি এড়িয়ে গেল! গত আড়াই মাসের অধিক সময় আমি একটি মুহূর্তের জন্য মায়ের মুখখানা ভুলতে পারিনি।
কিন্তু হাসপাতাল শয্যায় শুয়ে কেন জানি না মা আমাকে একেবারে তীব্রভাবে বুকের মধ্যে জড়িয়ে রাখলেন! তাঁর চলে যাওয়ার আগে কয়েকটা দিন ডাক্তাররা বিভিন্ন পরীক্ষার জন্য তাঁর শরীরে এত খোঁড়াখুঁড়ি করেছিলেন যে তিনি বারবার ইনটেনসিভ কেয়ার থেকে আমার ডাক্তার ভাইঝি আদৃতা আবেদীনকে অনুরোধ করতেন, তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য! তিনি কষ্টটা সহ্য করতে পারছিলেন না। আমার হাতে নার্স দিনে কয়েকবার সুঁই ফুঁড়লেই আমার মায়ের সেই আকুতির কথা মনে পড়ে, বুকটা কান্নায় অসহ্য ভার হয়ে ওঠে! আমার মা ছিলেন হাইপোকনড্রিয়াক।
আমি মায়ের চেয়ে বেশি হাইপোকনড্রিয়াক। ডাক্তার-হাসপাতাল শুনলেই আমার ভীষণ দীর্ঘসূত্রতা শুরু হয় ভয়ে। বিধাতা সে জন্যই হয়তো জীবনে এত বেশি শারীরিক বৈকল্য নিয়ে আমাকে বাঁচতে শেখালেন। কিন্তু মা ছিলেন শারীরিকভাবে খুব সুস্থ, রোগ তেমন কখনোই ছিল না। বারদুয়েক দুর্ঘটনার শিকার হয়ে এবং নব্বইয়ের কাছাকাছি বয়সে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, হাসপাতালে যেতে হয়েছে, এই যা। সারাজীবন স্বল্পাহারী, রোগহীন, শান্ত, নীরব এক মানুষ। কিন্তু যখনই কাছে গিয়েছি চোখটা জলে ভেজা দেখতাম। আমার কাছে কী চাইতেন, বুঝতে পারতাম, কিন্তু বলতেন না। যখন সব গুছিয়ে সিদ্ধান্ত নিলাম তাঁর চাওয়ার মূল্য দিতে, তখনই তিনি চলে গেলেন! হাসপাতালে আর কাউকে বা কোনো কিছু আমার মনে পড়ে না, বেঁচে থাকব কদিন, কী হবে শরীরের, কিছুই আমাকে ভাবায় না, সারাক্ষণ মায়ের মুখখানা মনে পড়ে!
সিসা একটি নরম ধাতু। এটি ঈষৎ নীলাভ ধূসর বর্ণের। এর পারমাণবিক সংখ্যা ৮২। ধাতুটি এতটাই নরম যে একটি ছুরির সাহায্যে একে কাটা যায়। সিসা কিন্তু মারাত্মক ক্ষতিকর বিষ। এই বিষের ভেতরেই বাস করছে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। বাংলাদেশের বাতাসে যেমন সিসার উপস্থিতি দেখা গেছে, তেমনি মাটিতে-পানিতেও পাওয়া গেছে...
১৬ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজের ছাত্রী পরিচয়ে দ্রুত অস্ত্রোপচারে সহায়তা করার কথা বলে পাপিয়া আক্তার রোগীর কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি যে ‘ভুয়া’ ছাত্রী, সেটি বুঝতে পেরে চিকিৎসকেরা তাঁকে আটক করেন। তিনি গ্রেপ্তার হয়েছেন। হয়তো তাঁর শাস্তিও হবে। পাপিয়া শুধু অচেনা রোগী ও তাদের স্বজনদের নয়, তাঁর স্বামীকেও ধোঁকা...
২৬ মিনিট আগেএখন রাজনীতির এক গতিময়তার সময়। শেখ হাসিনার ১৫ বছরের গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দুর্নীতিপরায়ণ শাসন ছাত্র আন্দোলনে উচ্ছেদ হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী শাসনকালে দ্রুততার সঙ্গে নানা রকম রাজনৈতিক কথাবার্তা, চিন্তা-ভাবনা, চেষ্টা-অপচেষ্টা, ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রকাশ ঘটছে।
১ দিন আগেবহু বছর আগে সেই ব্রিটিশ যুগে কাজী নজরুল লিখেছিলেন, ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন।’ আসলে পেটের খিদে নিয়ম, আইন, বিবেক, বিচার কোনো কিছুই মানে না। তাই তো প্রবাদ সৃষ্টি হয়েছে, খিদের জ্বালা বড় জ্বালা। এর থেকে বোধ হয় আর কোনো অসহায়তা নেই। খালি পেটে কেউ তত্ত্ব শুনতে চায় না। কাওয়ালিও ন
১ দিন আগে