নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছরের তুলনায় দেশে বেড়েছে ম্যালেরিয়ার রোগী। বিশেষ করে উঁচু জেলাগুলোতে ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বলছে, ২০২০ সালে দেশে ৬ হাজার ১৩০ জন রোগী শনাক্ত হয়। মারা যায় ৯ জন। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বছরও মারা গেছে ৯ জন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ম্যালেরিয়া রোগী ৯০ শতাংশ কমেছে। গত তিন বছরে সংক্রমণ কমেছে, একই সঙ্গে মৃত্যুও। কিন্তু গত বছর থেকে বেড়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাড়ছে। আমরা চাই না কেউ ম্যালেরিয়ায় ভুগে মারা যাক। করোনার কারণে অনেক সময় সেবা নিতে পারেনি, সে কারণে বেড়েছে।
জাহিদ মালেক বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে নির্মূল করার কথা থাকলেও তার আগেই সম্ভব হবে বলে আশা করছি। আমাদের টেস্ট সুবিধা বাড়াতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি, সেখানে বিশেষ নজর দিতে হবে। এমনকি যাঁরা নির্মূলে কাজ করেন, তাঁদের সুরক্ষা দিতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় যাঁরা কাজ করেন তাঁদের সঙ্গে সমন্বয় করতে পারলে নির্মূল সহজ হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কোভিডের সময়েও ম্যালেরিয়া নির্মূলে কাজ করেছে সরকার। ২০৩০ সালের মধ্যে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে উঁচু এলাকাগুলো চিহ্নিত করতে হবে। আক্রান্তদের ৭৫ শতাংশ রোগী বান্দরবান এলাকায় পাওয়া গেছে। এসব এলাকায় বেশি নজর দিতে হবে।
গত বছরের তুলনায় দেশে বেড়েছে ম্যালেরিয়ার রোগী। বিশেষ করে উঁচু জেলাগুলোতে ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বলছে, ২০২০ সালে দেশে ৬ হাজার ১৩০ জন রোগী শনাক্ত হয়। মারা যায় ৯ জন। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বছরও মারা গেছে ৯ জন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ম্যালেরিয়া রোগী ৯০ শতাংশ কমেছে। গত তিন বছরে সংক্রমণ কমেছে, একই সঙ্গে মৃত্যুও। কিন্তু গত বছর থেকে বেড়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাড়ছে। আমরা চাই না কেউ ম্যালেরিয়ায় ভুগে মারা যাক। করোনার কারণে অনেক সময় সেবা নিতে পারেনি, সে কারণে বেড়েছে।
জাহিদ মালেক বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে নির্মূল করার কথা থাকলেও তার আগেই সম্ভব হবে বলে আশা করছি। আমাদের টেস্ট সুবিধা বাড়াতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি, সেখানে বিশেষ নজর দিতে হবে। এমনকি যাঁরা নির্মূলে কাজ করেন, তাঁদের সুরক্ষা দিতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় যাঁরা কাজ করেন তাঁদের সঙ্গে সমন্বয় করতে পারলে নির্মূল সহজ হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কোভিডের সময়েও ম্যালেরিয়া নির্মূলে কাজ করেছে সরকার। ২০৩০ সালের মধ্যে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে উঁচু এলাকাগুলো চিহ্নিত করতে হবে। আক্রান্তদের ৭৫ শতাংশ রোগী বান্দরবান এলাকায় পাওয়া গেছে। এসব এলাকায় বেশি নজর দিতে হবে।
রাষ্ট্র পরিচালনায় স্থায়ী সমাধানের জন্য নতুন সংবিধান দরকার বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, ‘বর্তমান যে সংবিধান চলছে, তা কোনোমতে চালানোর জন্য সংস্কার চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এটা দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলতে পারবে, কিন্তু একটি স্থায়ী সমাধানের জন্য
৩ ঘণ্টা আগেরাজধানীর শাহ আলী মাজারের কাছে একটি কাঠের দোকান ছিল ব্যবসায়ী ইসমাইল হোসেনের। ২০১৯ সালের ১৯ জুন দুপুরে সেই দোকান থেকে তিনি বাসার দিকে যাচ্ছিলেন দুপুরের খাবার খেতে। পথে নিখোঁজ হন। তাঁর স্ত্রী নাসরিন জাহান জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে মিরপুরে র্যাব-৪ অফিসের কাছে তাঁর সর্বশেষ অবস্থান ছিল। ৫ বছর পেরিয়ে গে
৪ ঘণ্টা আগেফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৮ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
১৪ ঘণ্টা আগে