নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিকাংশ ক্ষেত্রে প্রাক্কলিত দরের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম দর দিয়ে দরপত্র দাখিল করেছেন দরদাতারা। ফলে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক (বিনা মূল্যের বই) ছাপানোর প্রবণতা লক্ষ করা গেছে। শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ প্রতিবেদন উপস্থাপন করে। কমিটি পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ করেছে।
বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির গত বৈঠকের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় গতকালের বৈঠকে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহের জন্য পরিদর্শকের প্রতিবেদন অনুযায়ী দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের দরপত্রে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
কাগজের মান ঠিক আছে তা বিএসটিআই বা বিসিএসআইআর বা বিসিআইসি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে পুনঃ যাচাই করা হচ্ছে।
প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, সমস্যা সমাধানে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রমকে পণ্য হিসেবে বিবেচনা না করে কার্য হিসেবে বিবেচনা করার বিষয়ে মতামত চেয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) চিঠি দেওয়া হয়েছে। তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বেসরকারি ইংরেজি মাধ্যমে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করতে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে চিঠি দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে সুপারিশ করা হয়। কমিটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদারেরও সুপারিশ করেছে। এ ছাড়া কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে তাগিদ দেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহি ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে বৈঠকে সুপারিশ করা হয়। বৈঠকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০২৪’ যাচাই-বাছাই করে চূড়ান্তপূর্বক বিলটি পাসের জন্য সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকালের বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দীন, আবদুল মজিদ, আহমদ হোসেন, বিপ্লব হাসান, আব্দুল মালেক সরকার এবং আজিজুল ইসলাম।
অধিকাংশ ক্ষেত্রে প্রাক্কলিত দরের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম দর দিয়ে দরপত্র দাখিল করেছেন দরদাতারা। ফলে নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক (বিনা মূল্যের বই) ছাপানোর প্রবণতা লক্ষ করা গেছে। শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ প্রতিবেদন উপস্থাপন করে। কমিটি পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার সুপারিশ করেছে।
বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির গত বৈঠকের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় গতকালের বৈঠকে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে নিম্নমানের পাঠ্যপুস্তক সরবরাহের জন্য পরিদর্শকের প্রতিবেদন অনুযায়ী দায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের দরপত্রে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
কাগজের মান ঠিক আছে তা বিএসটিআই বা বিসিএসআইআর বা বিসিআইসি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে পুনঃ যাচাই করা হচ্ছে।
প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, সমস্যা সমাধানে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ কার্যক্রমকে পণ্য হিসেবে বিবেচনা না করে কার্য হিসেবে বিবেচনা করার বিষয়ে মতামত চেয়ে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) চিঠি দেওয়া হয়েছে। তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বেসরকারি ইংরেজি মাধ্যমে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বই আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করতে ঢাকার ব্রিটিশ কাউন্সিলে চিঠি দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে সুপারিশ করা হয়। কমিটি মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদারেরও সুপারিশ করেছে। এ ছাড়া কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে তাগিদ দেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহি ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নিতে বৈঠকে সুপারিশ করা হয়। বৈঠকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০২৪’ যাচাই-বাছাই করে চূড়ান্তপূর্বক বিলটি পাসের জন্য সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকালের বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দীন, আবদুল মজিদ, আহমদ হোসেন, বিপ্লব হাসান, আব্দুল মালেক সরকার এবং আজিজুল ইসলাম।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৩৭ মিনিট আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
২ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
২ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
৩ ঘণ্টা আগে