নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা ভাতাসমূহ সাময়িকভাবে স্থগিত হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। গতকাল বুধবার রাজধানীয় সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ‘সরকারি কৃষিসেবা ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে গ্রামীণ নারী কৃষকের অন্তর্ভুক্তি ও বিদ্যমান প্রতিবন্ধকতা’—শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো, দুর্নীতি ও অব্যবস্থাপনামুক্ত করা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যেসব ভাতাসমূহ রয়েছে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারণ, এর মধ্যে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি বিদ্যমান। তাই পিকেএসএফcর মাধ্যমে এসব সুবিধার মূল্যায়ন করে পুনরায় চালু করা হবে। পাশাপাশি, প্রান্তিক নারীদের মধ্যে ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার কথাও ভাবছি।’ এসব বিষয়ে একটি অ্যাপস তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
সম্পত্তিতে নারীর উত্তরাধিকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নারীর ভূমি অধিকারের বিষয়ে ৫৪ বছরেও কিছু করা গেল না। আমাদের মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা। আমরা একসঙ্গে কাজ করতে পারি, আলোচনা করতে পারি।’
প্যানেল আলোচনায় অংশ নেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রঞ্জন সাহা পার্থ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি। সভাপতিত্ব করেন এএলআরডির চেয়ারপারসন খুশী কবির।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে কর্মক্ষম নারীদের মধ্যে কৃষিকাজে সবচেয়ে বেশি নারী নিয়োজিত, যা দিনে দিনে ব্যাপকভাবে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ শ্রমশক্তি জরিপের (২০২২) তথ্যানুযায়ী, মোট নারী শ্রমশক্তির ৭৪ শতাংশ কৃষিতে নিয়োজিত। হাওরাঞ্চলে মৎস্য সম্পদ আহরণের সঙ্গেও নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন। সুন্দরবন অঞ্চলে কাঁকড়া চাষ ও চিংড়ির ঘেরে নারীরা পুরুষদের চেয়ে বেশি শ্রম দিলেও মজুরিবৈষম্যের শিকার হতে হয়। চা-বাগানে নারীরা চা-শ্রমিকের কাজের পাশাপাশি নিজেরা সবজি উৎপাদন, গবাদিপশু পালন ও বাড়ির কাজ করে থাকেন। কিন্তু তাদের এই শ্রম, স্বাস্থ্যঝুঁকি কখনো বিবেচনা করা হয় না। গ্রামীণ নারী কৃষকের কার্যকর স্বীকৃতি নেই, কৃষিঋণ, প্রযুক্তি, প্রশিক্ষণ বা অন্যান্য কৃষিসেবায় এবং বাজারে নারীর প্রবেশাধিকার সামাজিকভাবে বাধাগ্রস্ত। নারী-পুরুষ মজুরিবৈষম্য প্রকট। এ ছাড়া চলতি বাজারে দৈনন্দিন মজুরি অনেক কম।
প্যানেল আলোচনায় মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘শুদ্ধ কৃষিব্যবস্থায় গ্রামীণ নারীদের যুক্ত করতে হবে। তাঁদের প্রশিক্ষিত করতে হবে। কৃষিতে গ্রামীণ নারীদের অবদান থাকলেও সেই কৃষিজমির মালিকানা তাঁদের হাতে থাকছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। নারী কৃষিশ্রমিকের মজুরিবৈষম্য কীভাবে হ্রাস করা যাবে এবং তাদের সমমজুরি নিশ্চিত করা যাবে, তার উদ্যোগ গ্রহণ জরুরি।’
ড. রেজিয়া খাতুন বলেন, ‘কৃষিতে গ্রামীণ নারীরা শ্রম দেয় ৬০-৯০ শতাংশ। কিন্তু পণ্যের লভ্যাংশ পুরো চলে যায় পুরুষের হাতে। ফলে নারীরা শ্রম বিনিয়োগ করেও সুফল ভোগ করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘নারীদের উন্নয়ন হতে হবে প্রযুক্তিভিত্তিক এবং এ বিষয়ে তাদের প্রশিক্ষিতও করতে হবে।’
সভাপতির বক্তব্যে খুশী কবির বলেন, ‘আগেও যখন কৃষিতে যান্ত্রিকীকরণ ছিল না, তখনো ফসল উত্তোলনের পরের সব ধরনের কাজ নারীরাই করত। এখন যখন কৃষিতে যান্ত্রিকীকরণ বেড়েছে, তবুও নারীরা ফসল প্রক্রিয়াজাতকরণের কাজের পাশাপাশি মাঠের কাজেও সমানভাবে অংশগ্রহণ করেছে। এতে বোঝায় যায়, কৃষিতে নারীর অবদান অনস্বীকার্য। তার পরও নারীরা কৃষক হিসেবে অবমূল্যায়িত এবং যথাযথ স্বীকৃতি পাচ্ছে না। ফলে নারীরা কৃষিঋণ, কৃষি কার্ড ইত্যাদি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’++, সমাজকল্যাণ মন্ত্রণালয়, উপদেষ্টা, শারমিন মুরশীদ, নারী, কৃষি
বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা ভাতাসমূহ সাময়িকভাবে স্থগিত হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। গতকাল বুধবার রাজধানীয় সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ‘সরকারি কৃষিসেবা ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে গ্রামীণ নারী কৃষকের অন্তর্ভুক্তি ও বিদ্যমান প্রতিবন্ধকতা’—শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো, দুর্নীতি ও অব্যবস্থাপনামুক্ত করা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যেসব ভাতাসমূহ রয়েছে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারণ, এর মধ্যে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি বিদ্যমান। তাই পিকেএসএফcর মাধ্যমে এসব সুবিধার মূল্যায়ন করে পুনরায় চালু করা হবে। পাশাপাশি, প্রান্তিক নারীদের মধ্যে ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার কথাও ভাবছি।’ এসব বিষয়ে একটি অ্যাপস তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
সম্পত্তিতে নারীর উত্তরাধিকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নারীর ভূমি অধিকারের বিষয়ে ৫৪ বছরেও কিছু করা গেল না। আমাদের মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা। আমরা একসঙ্গে কাজ করতে পারি, আলোচনা করতে পারি।’
প্যানেল আলোচনায় অংশ নেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রঞ্জন সাহা পার্থ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডির উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি। সভাপতিত্ব করেন এএলআরডির চেয়ারপারসন খুশী কবির।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে কর্মক্ষম নারীদের মধ্যে কৃষিকাজে সবচেয়ে বেশি নারী নিয়োজিত, যা দিনে দিনে ব্যাপকভাবে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ শ্রমশক্তি জরিপের (২০২২) তথ্যানুযায়ী, মোট নারী শ্রমশক্তির ৭৪ শতাংশ কৃষিতে নিয়োজিত। হাওরাঞ্চলে মৎস্য সম্পদ আহরণের সঙ্গেও নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন। সুন্দরবন অঞ্চলে কাঁকড়া চাষ ও চিংড়ির ঘেরে নারীরা পুরুষদের চেয়ে বেশি শ্রম দিলেও মজুরিবৈষম্যের শিকার হতে হয়। চা-বাগানে নারীরা চা-শ্রমিকের কাজের পাশাপাশি নিজেরা সবজি উৎপাদন, গবাদিপশু পালন ও বাড়ির কাজ করে থাকেন। কিন্তু তাদের এই শ্রম, স্বাস্থ্যঝুঁকি কখনো বিবেচনা করা হয় না। গ্রামীণ নারী কৃষকের কার্যকর স্বীকৃতি নেই, কৃষিঋণ, প্রযুক্তি, প্রশিক্ষণ বা অন্যান্য কৃষিসেবায় এবং বাজারে নারীর প্রবেশাধিকার সামাজিকভাবে বাধাগ্রস্ত। নারী-পুরুষ মজুরিবৈষম্য প্রকট। এ ছাড়া চলতি বাজারে দৈনন্দিন মজুরি অনেক কম।
প্যানেল আলোচনায় মেঘনা গুহঠাকুরতা বলেন, ‘শুদ্ধ কৃষিব্যবস্থায় গ্রামীণ নারীদের যুক্ত করতে হবে। তাঁদের প্রশিক্ষিত করতে হবে। কৃষিতে গ্রামীণ নারীদের অবদান থাকলেও সেই কৃষিজমির মালিকানা তাঁদের হাতে থাকছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। নারী কৃষিশ্রমিকের মজুরিবৈষম্য কীভাবে হ্রাস করা যাবে এবং তাদের সমমজুরি নিশ্চিত করা যাবে, তার উদ্যোগ গ্রহণ জরুরি।’
ড. রেজিয়া খাতুন বলেন, ‘কৃষিতে গ্রামীণ নারীরা শ্রম দেয় ৬০-৯০ শতাংশ। কিন্তু পণ্যের লভ্যাংশ পুরো চলে যায় পুরুষের হাতে। ফলে নারীরা শ্রম বিনিয়োগ করেও সুফল ভোগ করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘নারীদের উন্নয়ন হতে হবে প্রযুক্তিভিত্তিক এবং এ বিষয়ে তাদের প্রশিক্ষিতও করতে হবে।’
সভাপতির বক্তব্যে খুশী কবির বলেন, ‘আগেও যখন কৃষিতে যান্ত্রিকীকরণ ছিল না, তখনো ফসল উত্তোলনের পরের সব ধরনের কাজ নারীরাই করত। এখন যখন কৃষিতে যান্ত্রিকীকরণ বেড়েছে, তবুও নারীরা ফসল প্রক্রিয়াজাতকরণের কাজের পাশাপাশি মাঠের কাজেও সমানভাবে অংশগ্রহণ করেছে। এতে বোঝায় যায়, কৃষিতে নারীর অবদান অনস্বীকার্য। তার পরও নারীরা কৃষক হিসেবে অবমূল্যায়িত এবং যথাযথ স্বীকৃতি পাচ্ছে না। ফলে নারীরা কৃষিঋণ, কৃষি কার্ড ইত্যাদি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’++, সমাজকল্যাণ মন্ত্রণালয়, উপদেষ্টা, শারমিন মুরশীদ, নারী, কৃষি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৫ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১১ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
১২ ঘণ্টা আগে