নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লকডাউনে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় পণ্য পরিবহনে চালু হয়েছে বিশেষ পার্সেল ট্রেন। তবে পর্যাপ্ত পণ্য না পাওয়ার কারণে আজ শুক্রবার থেকে পঞ্চগড়-ঢাকা রুটের পার্সেল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্রেনটি বন্ধের বিষয়ে জানতে চাইলে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই রুটে পণ্য পরিবহনে কৃষকের আগ্রহ কম ছিল। এ কারণে আমরা আজ থেকেই বন্ধ করে দিয়েছি এই পার্সেল ট্রেন। তবে অন্যান্য রুটের পার্সেল ট্রেন চালু থাকবে। তাছাড়া আম পরিবহনে এই রুটে একটি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে।
কৃষিপণ্য পরিবহনের জন্য গত এপ্রিল থেকে চার রুটে প্রতিদিন আটটি বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। রুটগুলো হলো— ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সরিষাবাড়ী, খুলনা-চিলাহাটি ও পঞ্চগড়-ঢাকা। এর মধ্যে যথেষ্ট পণ্য না পাওয়ার কারণে পঞ্চগড়-ঢাকা রুটের ট্রেন বন্ধ করা হলো।
বিশেষ এই পার্সেল ট্রেনে শাক-সবজি, দেশে উৎপাদিত ফলমূলসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহনের সুযোগ রয়েছে।
রেল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বন্ধ আছে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে মালবাহী ও তেলবাহী ওয়াগন চালু রয়েছে। একইসাথে মালবাহী ট্রেনের মাধ্যমে ভারতের সাথে আমদানি-রপ্তানিও সচল রয়েছে। লকডাউনের মধ্যে গত এপ্রিলে ১৬২টি পণ্যবাহী ট্রেনে মোট ৩ লোখ ৭২ হাজার ১৬৭ টন মালামাল এসেছে। ভারত থেকে আমদানি করা এসব পণ্য পরিবহনে রেলের আয় হয়েছে প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।
ঢাকা: লকডাউনে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় পণ্য পরিবহনে চালু হয়েছে বিশেষ পার্সেল ট্রেন। তবে পর্যাপ্ত পণ্য না পাওয়ার কারণে আজ শুক্রবার থেকে পঞ্চগড়-ঢাকা রুটের পার্সেল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্রেনটি বন্ধের বিষয়ে জানতে চাইলে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, এই রুটে পণ্য পরিবহনে কৃষকের আগ্রহ কম ছিল। এ কারণে আমরা আজ থেকেই বন্ধ করে দিয়েছি এই পার্সেল ট্রেন। তবে অন্যান্য রুটের পার্সেল ট্রেন চালু থাকবে। তাছাড়া আম পরিবহনে এই রুটে একটি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে।
কৃষিপণ্য পরিবহনের জন্য গত এপ্রিল থেকে চার রুটে প্রতিদিন আটটি বিশেষ পার্সেল ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। রুটগুলো হলো— ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সরিষাবাড়ী, খুলনা-চিলাহাটি ও পঞ্চগড়-ঢাকা। এর মধ্যে যথেষ্ট পণ্য না পাওয়ার কারণে পঞ্চগড়-ঢাকা রুটের ট্রেন বন্ধ করা হলো।
বিশেষ এই পার্সেল ট্রেনে শাক-সবজি, দেশে উৎপাদিত ফলমূলসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহনের সুযোগ রয়েছে।
রেল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে বন্ধ আছে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে মালবাহী ও তেলবাহী ওয়াগন চালু রয়েছে। একইসাথে মালবাহী ট্রেনের মাধ্যমে ভারতের সাথে আমদানি-রপ্তানিও সচল রয়েছে। লকডাউনের মধ্যে গত এপ্রিলে ১৬২টি পণ্যবাহী ট্রেনে মোট ৩ লোখ ৭২ হাজার ১৬৭ টন মালামাল এসেছে। ভারত থেকে আমদানি করা এসব পণ্য পরিবহনে রেলের আয় হয়েছে প্রায় ১৮ কোটি ৪৫ লাখ টাকা।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগে উঠেছে, তার প্রতিফলন সংস্কারকৃত সংবিধানে ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেছেন অংশীজনেরা
২৬ মিনিট আগেবাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে। তাই তাঁদের সরকারের মেয়াদ অবশ্যই চার বছরের কম হবে। এমনকি রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেওয়া হোক তাহলে সেটাও করা হবে।
৩০ মিনিট আগেসাংবাদিক ড. মাহমুদুর রহমান বলেছেন, ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের ওপর ভিত্তি করে শেখ হাসিনা পরবর্তী ১৩ বছর দেশের মানুষের ওপর সবকিছু চাপিয়ে দিয়েছিল। এতে সাহায্য করেছিল ভারত। বাংলাদেশকে ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। ভারত চেয়েছিল বাংলাদেশকে হাতের মুঠোয় রাখার জন্য।’
১০ ঘণ্টা আগেবাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো একটি ইস্যুতে আটকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ রোববার ঢাকায় সোনারগাঁও হোটেলে এক সংলাপে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক কোনো একটি অ্যাজেন্ডা বা এক ইস্যুতে আটকে থাকতে পারে না। আমাদের পারস্পরিক নির্ভরতার যে বাস্তবতা, তা রা
১০ ঘণ্টা আগে