বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান, দ্রুত চালুর আশ্বাস

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২১: ৪০
Thumbnail image
বগুড়া বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ রোববার বগুড়া বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

পরিদর্শনের শুরুতেই বিমানবাহিনী প্রধান স্থানীয় দরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা বগুড়া বিমানবন্দরের বর্তমান অবস্থা সন্তোষজনক। তিনি বলেন, ‘এই অঞ্চলের ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বিমানবন্দরটি চালু হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন, পরিবহন এবং বিনিয়োগে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে।’

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বগুড়া বিমানবন্দরটি ভিভিআইপি ফ্লাইটের বিকল্প অবতরণ কেন্দ্র এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কার্যক্রম, সশস্ত্র বাহিনীর দ্রুত মোতায়েন এবং জরুরি সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’

তিনি আরও জানান, রানওয়ের প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে বেবিচক রানওয়ের উন্নয়ন ও অভ্যন্তরীণ বিমান চলাচল চালুর পরিকল্পনা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন।

বিমানবাহিনী প্রধানের এই পরিদর্শনকালে তিনি পুরো বিমানবন্দর এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় বিমানবাহিনী ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাঁকে আমৃত্যু থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

রেডিমেড ব্লেজারে বাজার মাত

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডকে চান সুজান হল

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত