জাহীদ রেজা নূর, ঢাকা
বঙ্গবন্ধু আত্ম বিক্রি হয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আমাদের রাজনীতিতে আত্ম বিক্রির ইতিহাস বহুদিনের পুরোনো। জনপ্রতিনিধিরা নিজেদের সম্মান ভূলুণ্ঠিত হয়ে নিজেদের বিক্রির জন্য প্রস্তুত হচ্ছেন দেখে হতবাক হতেন শেখ মুজিব।
দেশভাগ হওয়ার আগের একটি ঘটনার সঙ্গে পরিচিত হওয়া যাক। বাংলায় মুসলিম লীগ সরকারের পতনের সময়কার ঘটনা। তখন ভোট হবে। এমএলএরা ভোট দেবেন। তখন ভোট কেনা শুরু হলো। এমএলএদের কেউ কেউ অন্য দলের কাছ থেকে গোপনে টাকাপয়সা নেওয়া শুরু করলেন। সে বিষয়েই বঙ্গবন্ধু লিখলেন, ‘এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে। এরাই দেশের ও জনগণের প্রতিনিধি। আমার মনে আছে আমাদের উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে পাহারা দেবার, যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে না যেতে পারে। আমি তাদের নাম বলতে চাই না কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন। একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো। তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে কিন্তু আমাদের জন্য পারছেন না।
কিছু সময় পরে বললেন আমাকে বাইরে যেতে দিন কোন ভয় নাই বিরোধীদল টাকা দিতেছে। যদি কিছু টাকা নিয়ে আসতে পারি আপনাদের ক্ষতি কি? ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দিব।’
আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তাঁর দিকে। বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, লেখাপড়া কিছু জানেন। কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে, টাকা নেবেন একদল থেকে অন্য দলের সভ্য হয়ে, আবার টাকা এনে ভোটও দেবেন না। কতটা অধঃপতন হতে পারে আমাদের সমাজের। সেই অধঃপতন এখনো অব্যাহত আছে। বঙ্গবন্ধু থাকলে এ নিয়ে কী বলতেন, তা ভাবতে খুব একটা কষ্ট হয় না।
বঙ্গবন্ধু আত্ম বিক্রি হয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আমাদের রাজনীতিতে আত্ম বিক্রির ইতিহাস বহুদিনের পুরোনো। জনপ্রতিনিধিরা নিজেদের সম্মান ভূলুণ্ঠিত হয়ে নিজেদের বিক্রির জন্য প্রস্তুত হচ্ছেন দেখে হতবাক হতেন শেখ মুজিব।
দেশভাগ হওয়ার আগের একটি ঘটনার সঙ্গে পরিচিত হওয়া যাক। বাংলায় মুসলিম লীগ সরকারের পতনের সময়কার ঘটনা। তখন ভোট হবে। এমএলএরা ভোট দেবেন। তখন ভোট কেনা শুরু হলো। এমএলএদের কেউ কেউ অন্য দলের কাছ থেকে গোপনে টাকাপয়সা নেওয়া শুরু করলেন। সে বিষয়েই বঙ্গবন্ধু লিখলেন, ‘এর পূর্বে আমার ধারণা ছিল না যে এমএলএরা এইভাবে টাকা নিতে পারে। এরাই দেশের ও জনগণের প্রতিনিধি। আমার মনে আছে আমাদের উপর ভার পড়ল কয়েকজন এমএলএকে পাহারা দেবার, যাতে তারা দল ত্যাগ করে অন্য দলে না যেতে পারে। আমি তাদের নাম বলতে চাই না কারণ অনেকেই মৃত্যুবরণ করেছেন। একজন এমএলএকে মুসলিম লীগ অফিসে আটকানো হলো। তিনি বারবার চেষ্টা করেন বাইরে যেতে কিন্তু আমাদের জন্য পারছেন না।
কিছু সময় পরে বললেন আমাকে বাইরে যেতে দিন কোন ভয় নাই বিরোধীদল টাকা দিতেছে। যদি কিছু টাকা নিয়ে আসতে পারি আপনাদের ক্ষতি কি? ভোট আমি মুসলিম লীগের পক্ষেই দিব।’
আশ্চর্য হয়ে চেয়ে রইলাম তাঁর দিকে। বৃদ্ধ লোক, সুন্দর চেহারা, লেখাপড়া কিছু জানেন। কেমন করে এই কথা বলতে পারলেন আমাদের কাছে, টাকা নেবেন একদল থেকে অন্য দলের সভ্য হয়ে, আবার টাকা এনে ভোটও দেবেন না। কতটা অধঃপতন হতে পারে আমাদের সমাজের। সেই অধঃপতন এখনো অব্যাহত আছে। বঙ্গবন্ধু থাকলে এ নিয়ে কী বলতেন, তা ভাবতে খুব একটা কষ্ট হয় না।
ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় হওয়ায় মামলায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
১১ মিনিট আগেরাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে সংস্কারের ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার প্রশ্নে ধৈর্যের ঘাটতি লক্ষণীয়। গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ ও হুমকি-হামলাসহ কোনো কোনো গণমাধ্যম
১ ঘণ্টা আগেছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ আসামিকে আজ সোমবার হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল পৌনে ১০ টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়।
৩ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগে উঠেছে, তার প্রতিফলন সংস্কারকৃত সংবিধানে ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেছেন অংশীজনেরা
৩ ঘণ্টা আগে