অনলাইন ডেস্ক
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ বৃহস্পতিবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। কপ-২৯ গ্লোবাল ক্লাইমেট কনফারেন্সে দেশটির রাজধানী বাকুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, আগামী বছরের শুরুর দিকে আজারবাইজানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে উভয় দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা যায়। আলিয়েভ বলেন, তাঁর দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকা শহরে একটি স্থায়ী দূতাবাস খোলার বিষয়ে ভাবছে। কারণ, উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
প্রেসিডেন্ট আলিয়েভ বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, তিনি গত কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন। তিনি উল্লেখ করেন, আজারবাইজানে যুবকদের জন্য একটি আত্ম-কর্মসংস্থান কর্মসূচি চলছে, যা ড. ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।
এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। তিনি বলেন, ‘আপনার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে আমি জানি, আপনি সেই ব্যক্তি যিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।’ প্রেসিডেন্ট আলিয়েভ জানান, তাঁর দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল সেবা চালু করেছে এবং তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে আগ্রহী।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়লে উভয় দেশই সমৃদ্ধি লাভ করতে পারে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোতে আরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া উচিত। সাম্প্রতিক বছরগুলোতে শত শত বাংলাদেশি আজারবাইজানের জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পেয়েছেন।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফতে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব এবং প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক উপস্থিত ছিলেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আজ বৃহস্পতিবার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। কপ-২৯ গ্লোবাল ক্লাইমেট কনফারেন্সে দেশটির রাজধানী বাকুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট জানান, আগামী বছরের শুরুর দিকে আজারবাইজানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে উভয় দেশের মধ্যে ব্যাপক পরিসরে সম্পর্ক স্থাপনের সম্ভাবনাগুলো খতিয়ে দেখা যায়। আলিয়েভ বলেন, তাঁর দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকা শহরে একটি স্থায়ী দূতাবাস খোলার বিষয়ে ভাবছে। কারণ, উভয় দেশের মধ্যে বাণিজ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
প্রেসিডেন্ট আলিয়েভ বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের প্রশংসা করে বলেন, তিনি গত কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন। তিনি উল্লেখ করেন, আজারবাইজানে যুবকদের জন্য একটি আত্ম-কর্মসংস্থান কর্মসূচি চলছে, যা ড. ইউনূসের ধারণা থেকে অনুপ্রাণিত।
এ সময় আজারবাইজানের প্রেসিডেন্ট ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নতি করবে। তিনি বলেন, ‘আপনার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে আমি জানি, আপনি সেই ব্যক্তি যিনি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।’ প্রেসিডেন্ট আলিয়েভ জানান, তাঁর দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটাল সেবা চালু করেছে এবং তাদের ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা বাংলাদেশকে জানাতে আগ্রহী।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্য, জনগণের মধ্যে আন্তঃসম্পর্ক এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়লে উভয় দেশই সমৃদ্ধি লাভ করতে পারে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলোতে আরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া উচিত। সাম্প্রতিক বছরগুলোতে শত শত বাংলাদেশি আজারবাইজানের জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পেয়েছেন।’
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফতে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব এবং প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
২ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
৭ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
৭ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
৯ ঘণ্টা আগে