অনলাইন ডেস্ক
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। আজ রোববার ১৯ মে নেপালের সময় সকাল সাড়ে ৮টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। তাহলে এই সুযোগে বরং সংক্ষেপে জেনে নিই এভারেস্ট জয় করা অন্য বাংলাদেশিদের সম্পর্কে।
২০১০ সালের ২৩ মে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পা রাখলেন বাংলাদেশি মুসা ইব্রাহিম। ভোর ৫টা ১৬ মিনিটে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
এরপর নেপাল ও তিব্বতের পথ দিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় চূড়ায় দেশের লাল–সবুজ পতাকা ওড়ান এম এ মুহিত। তারিখটা ছিল ২০১১ সালের ২১ মে।
দেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশান মজুমদার, তারিখটা ২০১২ সালের ১৯ মে। তাঁর সঙ্গে একই দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছান এম এ মুহিতও। তিনিই একমাত্র বাংলাদেশি, যিনি দুবার এভারেস্ট জয় করেন।
২০১২ সালে আবারও এভারেস্টের চূড়ায় ওড়ে লাল-সবুজ পতাকা। দ্বিতীয় নারী হিসেবে এবার এভারেস্ট জিতলেন ওয়াসফিয়া নাজরীন। নিশাত মজুমদার, এম এ মুহিত পৃথিবীর সর্বোচ্চ চূড়াটিতে পৌঁছানোর সাত দিন পর ২৬ মে ২০১২ এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া।
পরবর্তী বাংলাদেশি এভারেস্ট বিজয়ীর পরিণতিটা অবশ্য ট্র্যাজিক। ২০১৩ সালের ২০ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন মোহম্মদ খালিদ হোসেন বা সজল খালেদ। সেদিন সকাল সাড়ে ৮টায় সর্বোচ্চ শৃঙ্গটি জয় করেন তিনি। কিন্তু নামার সময় আনুমানিক ২৮ হাজার ২১৫ ফুট উচ্চতায় অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
এভারেস্টের নেপাল অংশ, অর্থাৎ সাউথ ফেস দিয়ে চূড়ায় পৌঁছান তিনি। এর আগে ২০১১ সালে তিনি এভারেস্ট অভিযানে গিয়েছিলেন তিব্বত অংশ অর্থাৎ নর্থ ফেস দিয়ে। সেবার অসুস্থ হয়ে পড়লে প্রায় ২৩ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসতে বাধ্য হন।
তারপর ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষা। শেষ পর্যন্ত আজ, অর্থাৎ ২০২৪ সালের ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টে দেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। তাঁর অভিযান অবশ্য এখনই শেষ হয়নি। তিনি চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। এবার শুরু হবে তাঁর লোৎসে জয়ের অভিযান।
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। আজ রোববার ১৯ মে নেপালের সময় সকাল সাড়ে ৮টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। তাহলে এই সুযোগে বরং সংক্ষেপে জেনে নিই এভারেস্ট জয় করা অন্য বাংলাদেশিদের সম্পর্কে।
২০১০ সালের ২৩ মে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পা রাখলেন বাংলাদেশি মুসা ইব্রাহিম। ভোর ৫টা ১৬ মিনিটে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
এরপর নেপাল ও তিব্বতের পথ দিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় চূড়ায় দেশের লাল–সবুজ পতাকা ওড়ান এম এ মুহিত। তারিখটা ছিল ২০১১ সালের ২১ মে।
দেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশান মজুমদার, তারিখটা ২০১২ সালের ১৯ মে। তাঁর সঙ্গে একই দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছান এম এ মুহিতও। তিনিই একমাত্র বাংলাদেশি, যিনি দুবার এভারেস্ট জয় করেন।
২০১২ সালে আবারও এভারেস্টের চূড়ায় ওড়ে লাল-সবুজ পতাকা। দ্বিতীয় নারী হিসেবে এবার এভারেস্ট জিতলেন ওয়াসফিয়া নাজরীন। নিশাত মজুমদার, এম এ মুহিত পৃথিবীর সর্বোচ্চ চূড়াটিতে পৌঁছানোর সাত দিন পর ২৬ মে ২০১২ এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া।
পরবর্তী বাংলাদেশি এভারেস্ট বিজয়ীর পরিণতিটা অবশ্য ট্র্যাজিক। ২০১৩ সালের ২০ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন মোহম্মদ খালিদ হোসেন বা সজল খালেদ। সেদিন সকাল সাড়ে ৮টায় সর্বোচ্চ শৃঙ্গটি জয় করেন তিনি। কিন্তু নামার সময় আনুমানিক ২৮ হাজার ২১৫ ফুট উচ্চতায় অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
এভারেস্টের নেপাল অংশ, অর্থাৎ সাউথ ফেস দিয়ে চূড়ায় পৌঁছান তিনি। এর আগে ২০১১ সালে তিনি এভারেস্ট অভিযানে গিয়েছিলেন তিব্বত অংশ অর্থাৎ নর্থ ফেস দিয়ে। সেবার অসুস্থ হয়ে পড়লে প্রায় ২৩ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসতে বাধ্য হন।
তারপর ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষা। শেষ পর্যন্ত আজ, অর্থাৎ ২০২৪ সালের ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টে দেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। তাঁর অভিযান অবশ্য এখনই শেষ হয়নি। তিনি চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। এবার শুরু হবে তাঁর লোৎসে জয়ের অভিযান।
কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৩০ মিনিট আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
১ ঘণ্টা আগেবিসিএসে উত্তীর্ণ হওয়ার পর চাকরি নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার তথ্য অনেকে নিজেই পুলিশকে দিয়েছিলেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সেসব তথ্যই এখন তাঁদের জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রতিবেদনের তথ্য নিয়ে আওয়ামী লীগের সঙ্গ
২ ঘণ্টা আগেঅল এশিয়া ফুল কন্টাক্ট কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশের ‘সেনপাই’ আরাফাত রহমান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাংসিত ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অল এশিয়া ফুল কন্টাক্ট খিউকুশিন কারাতে চ্যাম্পিয়নশিপের ১৯-তম আসর।
২ ঘণ্টা আগে