ভ্রমণ ডেস্ক
বিশাল বনভূমির অধিকারী ভারতে রয়েছে দুর্দান্ত সব বনাঞ্চল, যেখানে চাইলেই আপনি ঘুরতে যেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় বনাঞ্চল হলো:
সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক
এ অঞ্চলটি পাহাড়ি বৃষ্টি বন এবং গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরসবুজ বন নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের উদ্ভিদের পাশাপাশি পাখি, স্তন্যপায়ী প্রাণীর জীববৈচিত্র্যে পরিপূর্ণ।
মালদা হিজল ফরেস্ট
ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে তৃতীয় মালদার হিজল বন। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বিলে পানি থাকে না, তাই ওই কয়েক মাসই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়।
ইদ্দুকি, কেরালা
দক্ষিণ ভারতের এই অঞ্চলের রাস্তাগুলো চলে গেছে বনের ভেতর দিয়ে। তবে বনের মাঝের রাস্তা দিয়ে চলাচলের সময় হাতির দিকে নজর রাখতে হবে। তা না হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
শোলেয়ার ফরেস্ট রেঞ্জ
ভারতের বনাঞ্চলগুলোর মধ্যে এটি অন্যতম। জীববৈচিত্র্যের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে প্রায় ৮০ ফুট উচ্চতাসম্পন্ন আথিরিপল্লি জলপ্রপাত।
মধুমালাই জাতীয় উদ্যান
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার নীলগিরি পাহাড়ে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যান এবং বন্য প্রাণী অভয়ারণ্য। অনেক প্রজাতির উদ্ভিদসহ কিছু বিপন্ন প্রজাতির পাশাপাশি ৫০০টির বেশি প্রজাতির প্রাণী এখানে দেখা যায়।
বিশাল বনভূমির অধিকারী ভারতে রয়েছে দুর্দান্ত সব বনাঞ্চল, যেখানে চাইলেই আপনি ঘুরতে যেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় বনাঞ্চল হলো:
সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক
এ অঞ্চলটি পাহাড়ি বৃষ্টি বন এবং গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরসবুজ বন নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের উদ্ভিদের পাশাপাশি পাখি, স্তন্যপায়ী প্রাণীর জীববৈচিত্র্যে পরিপূর্ণ।
মালদা হিজল ফরেস্ট
ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে তৃতীয় মালদার হিজল বন। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বিলে পানি থাকে না, তাই ওই কয়েক মাসই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়।
ইদ্দুকি, কেরালা
দক্ষিণ ভারতের এই অঞ্চলের রাস্তাগুলো চলে গেছে বনের ভেতর দিয়ে। তবে বনের মাঝের রাস্তা দিয়ে চলাচলের সময় হাতির দিকে নজর রাখতে হবে। তা না হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
শোলেয়ার ফরেস্ট রেঞ্জ
ভারতের বনাঞ্চলগুলোর মধ্যে এটি অন্যতম। জীববৈচিত্র্যের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে প্রায় ৮০ ফুট উচ্চতাসম্পন্ন আথিরিপল্লি জলপ্রপাত।
মধুমালাই জাতীয় উদ্যান
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার নীলগিরি পাহাড়ে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যান এবং বন্য প্রাণী অভয়ারণ্য। অনেক প্রজাতির উদ্ভিদসহ কিছু বিপন্ন প্রজাতির পাশাপাশি ৫০০টির বেশি প্রজাতির প্রাণী এখানে দেখা যায়।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে