ফিচার ডেস্ক
আসছে শীত। বছরের শেষ। এ সময় অনেকে জমানো ছুটি নিয়ে যাবেন ভ্রমণে। অতিরিক্ত খরচ না করে কীভাবে ছুটি উপভোগ করা যায়, সে বিষয়ে রইল চারটি টিপস।
সহজ বুকিং যে এলাকায় ঘুরতে যেতে চান, সেখানকার হোটেল বা রিসোর্ট বুকিং সহজ কি না, জেনে নিন। বুকিং করার পর জরুরি কারণে ট্রিপ পেছানো কিংবা বাদ দিতে হলে কোনো সুবিধা পাবেন কি না এবং বুকিং বাতিল করার সময়সীমা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। বুকিং বাতিল বা পেছানোর ক্ষেত্রে যেসব হোটেলে সমস্যা হয়, সেগুলোতে অগ্রিম বুকিং না দেওয়া ভালো।
স্থানীয় রেস্তোরাঁ
হোটেলের খাবার এবং ট্যুরিস্ট রেস্তোরাঁগুলো বেশির ভাগ সময় ব্যয়বহুল হয়। তাই সস্তা ও সুস্বাদু খাবারের জন্য স্থানীয় রেস্তোরাঁ খুঁজে বের করার চেষ্টা করুন। এতে ভালো খাবারের পাশাপাশি অর্থও সাশ্রয় হয়। সে ক্ষেত্রে আগেভাগে দেখে নেওয়ার সুযোগ থাকলে ভালো হয়।
গণপরিবহন
ভ্রমণে গিয়ে বিভিন্ন স্পটে যাতায়াতের সুবিধা বড় চিন্তা। এ ক্ষেত্রে স্থানীয় পরিবহন ব্যবহার করা ভালো। তাতে অর্থ সাশ্রয় হবে। নিজের মতো ঘুরতে চাইলে স্থানীয় গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলুন।
ভ্রমণবিমা
ভ্রমণপিয়াসি হয়ে থাকলে ভ্রমণবিমা সম্পর্কে খোঁজখবর নিন। যেকোনো ওভারল্যাপ এড়াতে স্বাস্থ্যবিমা নিশ্চিত করুন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভ্রমণবিমার নীতি একেক দেশে একেক রকম।
সূত্র: এমএসএন
আসছে শীত। বছরের শেষ। এ সময় অনেকে জমানো ছুটি নিয়ে যাবেন ভ্রমণে। অতিরিক্ত খরচ না করে কীভাবে ছুটি উপভোগ করা যায়, সে বিষয়ে রইল চারটি টিপস।
সহজ বুকিং যে এলাকায় ঘুরতে যেতে চান, সেখানকার হোটেল বা রিসোর্ট বুকিং সহজ কি না, জেনে নিন। বুকিং করার পর জরুরি কারণে ট্রিপ পেছানো কিংবা বাদ দিতে হলে কোনো সুবিধা পাবেন কি না এবং বুকিং বাতিল করার সময়সীমা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। বুকিং বাতিল বা পেছানোর ক্ষেত্রে যেসব হোটেলে সমস্যা হয়, সেগুলোতে অগ্রিম বুকিং না দেওয়া ভালো।
স্থানীয় রেস্তোরাঁ
হোটেলের খাবার এবং ট্যুরিস্ট রেস্তোরাঁগুলো বেশির ভাগ সময় ব্যয়বহুল হয়। তাই সস্তা ও সুস্বাদু খাবারের জন্য স্থানীয় রেস্তোরাঁ খুঁজে বের করার চেষ্টা করুন। এতে ভালো খাবারের পাশাপাশি অর্থও সাশ্রয় হয়। সে ক্ষেত্রে আগেভাগে দেখে নেওয়ার সুযোগ থাকলে ভালো হয়।
গণপরিবহন
ভ্রমণে গিয়ে বিভিন্ন স্পটে যাতায়াতের সুবিধা বড় চিন্তা। এ ক্ষেত্রে স্থানীয় পরিবহন ব্যবহার করা ভালো। তাতে অর্থ সাশ্রয় হবে। নিজের মতো ঘুরতে চাইলে স্থানীয় গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলুন।
ভ্রমণবিমা
ভ্রমণপিয়াসি হয়ে থাকলে ভ্রমণবিমা সম্পর্কে খোঁজখবর নিন। যেকোনো ওভারল্যাপ এড়াতে স্বাস্থ্যবিমা নিশ্চিত করুন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভ্রমণবিমার নীতি একেক দেশে একেক রকম।
সূত্র: এমএসএন
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে