নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখন ভারতের তীর্থযাত্রীরা নতুন পথে সরাসরি কৈলাস পর্বতে যেতে পারবেন। সেপ্টেম্বর মাস থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। এর আগে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস তীর্থে যেতে হতো তিব্বত হয়ে।
কৈলাসে সরাসরি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। উত্তরাখন্ডের পিথোরাগড় থেকে লিপোলেখ পাস দিয়ে ইন্দো-চায়না সীমান্ত পর্যন্ত পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। প্রকল্পটির কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। রাস্তাটির নাম রাখা হবে কৈলাস ভিউ পয়েন্ট। ভারতীয় আধ্যাত্মিক মার্গ অনুযায়ী, কৈলাস পর্বত হলো পৃথিবীর কেন্দ্র। একে বলা হয় শিবের বাসস্থান। আর তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি পবিত্র তীর্থস্থান। বৌদ্ধ এবং আরও বেশ কিছু আদিবাসী ধর্মে কৈলাস পর্বতের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অত্যন্ত কষ্ট করে তিব্বত হয়ে কৈলাস তীর্থে যাত্রা করত। ব্রহ্মপুত্র নদ, সিন্ধু, সুতলজ ও কর্নালি নদীর উৎস কৈলাস পর্বত।
কৈলাসের একটি পয়েন্ট পর্যন্ত তীর্থযাত্রীদের আনাগোনা থাকলেও মানুষের কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা বারবার বিফল হয়েছে। শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, অচেনা অতিপ্রাকৃত ঘটনা ইত্যাদির কারণে কৈলাস পর্বতের ওপর দিয়ে এখনো বিমান চলাচল নিষিদ্ধ।
এখন ভারতের তীর্থযাত্রীরা নতুন পথে সরাসরি কৈলাস পর্বতে যেতে পারবেন। সেপ্টেম্বর মাস থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। এর আগে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস তীর্থে যেতে হতো তিব্বত হয়ে।
কৈলাসে সরাসরি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। উত্তরাখন্ডের পিথোরাগড় থেকে লিপোলেখ পাস দিয়ে ইন্দো-চায়না সীমান্ত পর্যন্ত পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। প্রকল্পটির কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। রাস্তাটির নাম রাখা হবে কৈলাস ভিউ পয়েন্ট। ভারতীয় আধ্যাত্মিক মার্গ অনুযায়ী, কৈলাস পর্বত হলো পৃথিবীর কেন্দ্র। একে বলা হয় শিবের বাসস্থান। আর তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি পবিত্র তীর্থস্থান। বৌদ্ধ এবং আরও বেশ কিছু আদিবাসী ধর্মে কৈলাস পর্বতের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অত্যন্ত কষ্ট করে তিব্বত হয়ে কৈলাস তীর্থে যাত্রা করত। ব্রহ্মপুত্র নদ, সিন্ধু, সুতলজ ও কর্নালি নদীর উৎস কৈলাস পর্বত।
কৈলাসের একটি পয়েন্ট পর্যন্ত তীর্থযাত্রীদের আনাগোনা থাকলেও মানুষের কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা বারবার বিফল হয়েছে। শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, অচেনা অতিপ্রাকৃত ঘটনা ইত্যাদির কারণে কৈলাস পর্বতের ওপর দিয়ে এখনো বিমান চলাচল নিষিদ্ধ।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে