ডেস্ক রিপোর্ট
রাত পোহালেই দুর্গাপূজা। অনেকের আছে নানান পরিকল্পনা পরিবার অথবা বন্ধুদের সঙ্গে। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখা এই উৎসবের আনন্দময় অংশ। যাঁরা পরিবারসহ ঢাকায় কিংবা ঢাকার বাইরে ঘুরে পূজা দেখতে চান কিন্তু নিজের গাড়ি নেই, তাঁদের জন্য রাইডশেয়ারিং অ্যাপ উবার নিয়ে এসেছে বিশেষ অফার। উবারের গাড়ি নিয়ে এবার মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে।
মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো ব্যাপারটি বেশ মজার। তবে এর জন্য আগে থেকে পরিকল্পনা করা চাই। আপনি যেসব জায়গায় ঘুরে বেড়াতে চান, তার তালিকা তৈরি করুন। কার সঙ্গে ঘুরতে চান, সেটা ঠিক করুন। কী পরতে চান, সেটিও গুরুত্বপূর্ণ।
যদি বেশ কয়েকজন মিলে ঘুরতে চান এবং একই দিনে একাধিক মণ্ডপে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বেছে নিন রেন্টালস সার্ভিস। এ ক্ষেত্রে আপনি আগে থেকে রাইড বুক করে রাখতে পারেন। আর এই গাড়ি ১০ ঘণ্টার জন্য আপনার সঙ্গে রাখার সুযোগ থাকছে।
সবচেয়ে বড় সুবিধা হলো, এই সার্ভিসে আপনি আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পার্কিং, গাড়ির নিরাপত্তা, পরের গন্তব্যে কীভাবে যাবেন— এসব নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। এ ছাড়া রাইডশেয়ারিং সার্ভিসের নিরাপত্তা ফিচারের কারণে যে চালকের সঙ্গে আপনি ও আপনার বন্ধুরা ঘুরে বেড়াবেন, তাঁর পরিচয়ও জানা যাবে।
রাত পোহালেই দুর্গাপূজা। অনেকের আছে নানান পরিকল্পনা পরিবার অথবা বন্ধুদের সঙ্গে। আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া, মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখা এই উৎসবের আনন্দময় অংশ। যাঁরা পরিবারসহ ঢাকায় কিংবা ঢাকার বাইরে ঘুরে পূজা দেখতে চান কিন্তু নিজের গাড়ি নেই, তাঁদের জন্য রাইডশেয়ারিং অ্যাপ উবার নিয়ে এসেছে বিশেষ অফার। উবারের গাড়ি নিয়ে এবার মণ্ডপে মণ্ডপে ঘোরা যাবে।
মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো ব্যাপারটি বেশ মজার। তবে এর জন্য আগে থেকে পরিকল্পনা করা চাই। আপনি যেসব জায়গায় ঘুরে বেড়াতে চান, তার তালিকা তৈরি করুন। কার সঙ্গে ঘুরতে চান, সেটা ঠিক করুন। কী পরতে চান, সেটিও গুরুত্বপূর্ণ।
যদি বেশ কয়েকজন মিলে ঘুরতে চান এবং একই দিনে একাধিক মণ্ডপে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বেছে নিন রেন্টালস সার্ভিস। এ ক্ষেত্রে আপনি আগে থেকে রাইড বুক করে রাখতে পারেন। আর এই গাড়ি ১০ ঘণ্টার জন্য আপনার সঙ্গে রাখার সুযোগ থাকছে।
সবচেয়ে বড় সুবিধা হলো, এই সার্ভিসে আপনি আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পার্কিং, গাড়ির নিরাপত্তা, পরের গন্তব্যে কীভাবে যাবেন— এসব নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না। এ ছাড়া রাইডশেয়ারিং সার্ভিসের নিরাপত্তা ফিচারের কারণে যে চালকের সঙ্গে আপনি ও আপনার বন্ধুরা ঘুরে বেড়াবেন, তাঁর পরিচয়ও জানা যাবে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে