এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল। এখানকার ৩ হাজার একর পাহাড়ি বনকে বন্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। এই অভয়ারণ্যে আছে প্রায় ২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১২৩ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর, ২৫ প্রজাতির সরীসৃপ, বিলুপ্ত প্রজাতিসহ ২৫০ প্রজাতির উদ্ভিদ। আছে সর্বোচ্চ উচ্চতার বৈলাম বৃক্ষ ও বনছাগল। পর্যটকদের চোখ জুড়াবে হাজারীখীল বন্য প্রাণী অভয়ারণ্য দেখতে এসে।
টিকিট কেটে দর্শনার্থীরা এই অভয়ারণ্যে প্রবেশ করে উপভোগ করতে পারবেন অনেক ধরনের রাইড। এ ছাড়া অভয়ারণ্যের পাশেই রয়েছে রাঙাপানি চা-বাগান। তাই চা-বাগানের সৌন্দর্যও পাওয়া যাবে এখানে এসে।
এই অভয়ারণ্যে পাওয়া যাবে হাই রোপ কোর্সের রোমাঞ্চকর অনুভূতি। মাটি থেকে বেশ ওপরে এক গাছ থেকে আরেক গাছে দড়ির সাহায্যে যাওয়া যায় এ কোর্সে। নির্ধারিত ফি দিয়ে হাই রোপ কোর্স করা যাবে। হাজারীখীলে আছে ছোট ঝরনা। স্থানীয় ইকো গাইডের সহায়তায় বনের ভেতরে ঝরনাও দেখা যাবে।
যেভাবে যাওয়া যাবে
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বাসযোগে ফটিকছড়ি হয়ে হাজারীখীল অভয়ারণ্য যেতে হবে। ফটিকছড়ি উপজেলার বিবিরহাট পর্যন্ত বাসে গিয়ে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে। ভাড়া ৪০ থেকে ৫০ টাকা।
কোথায় থাকবেন
থাকার জন্য কোনো হোটেল না থাকলেও সেখানে অত্যাধুনিক তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত ফি দিয়ে থাকা যায়।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল। এখানকার ৩ হাজার একর পাহাড়ি বনকে বন্য প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করেছে সরকার। এই অভয়ারণ্যে আছে প্রায় ২৫ প্রজাতির স্তন্যপায়ী, ১২৩ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর, ২৫ প্রজাতির সরীসৃপ, বিলুপ্ত প্রজাতিসহ ২৫০ প্রজাতির উদ্ভিদ। আছে সর্বোচ্চ উচ্চতার বৈলাম বৃক্ষ ও বনছাগল। পর্যটকদের চোখ জুড়াবে হাজারীখীল বন্য প্রাণী অভয়ারণ্য দেখতে এসে।
টিকিট কেটে দর্শনার্থীরা এই অভয়ারণ্যে প্রবেশ করে উপভোগ করতে পারবেন অনেক ধরনের রাইড। এ ছাড়া অভয়ারণ্যের পাশেই রয়েছে রাঙাপানি চা-বাগান। তাই চা-বাগানের সৌন্দর্যও পাওয়া যাবে এখানে এসে।
এই অভয়ারণ্যে পাওয়া যাবে হাই রোপ কোর্সের রোমাঞ্চকর অনুভূতি। মাটি থেকে বেশ ওপরে এক গাছ থেকে আরেক গাছে দড়ির সাহায্যে যাওয়া যায় এ কোর্সে। নির্ধারিত ফি দিয়ে হাই রোপ কোর্স করা যাবে। হাজারীখীলে আছে ছোট ঝরনা। স্থানীয় ইকো গাইডের সহায়তায় বনের ভেতরে ঝরনাও দেখা যাবে।
যেভাবে যাওয়া যাবে
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে বাসযোগে ফটিকছড়ি হয়ে হাজারীখীল অভয়ারণ্য যেতে হবে। ফটিকছড়ি উপজেলার বিবিরহাট পর্যন্ত বাসে গিয়ে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে। ভাড়া ৪০ থেকে ৫০ টাকা।
কোথায় থাকবেন
থাকার জন্য কোনো হোটেল না থাকলেও সেখানে অত্যাধুনিক তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত ফি দিয়ে থাকা যায়।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে