ফিচার ডেস্ক
বছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, এ বছর শেষে দেশটিতে পর্যটকের সংখ্যা দাঁড়াবে প্রায় ৩ কোটিতে।
সৌদি আরব নিজেদের যে কটি পর্যটনকেন্দ্রের দিকে নজর দিচ্ছে, সেগুলোর মধ্যে এগিয়ে আছে তায়েফ শহর। মক্কা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরত্ব হওয়ায় পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এটি। শুধু তা-ই নয়, মনভোলানো সৌন্দর্য রয়েছে এ শহর ও তার আশপাশে।
দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড ম্যাগাজিনে বলেছেন, তায়েফকে অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে ৭০০ মিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগ করেছে সৌদি সরকার।
তায়েফের ভ্রমণযোগ্য আবহাওয়া
আরব দেশগুলোর গরম আবহাওয়া ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সেখানেই তায়েফ অন্যান্য গন্তব্যের চেয়ে ভিন্ন। মক্কায় যখন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে, তখন তায়েফে থাকে ২১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অবাক করা বিষয় হলো, তায়েফে তুষারপাত হয়। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় সৌদি আরবের প্রথম শহর হিসেবে জায়গা করে নিয়েছে তায়েফ।
স্থানীয় সংস্কৃতিতে সুসজ্জিত
চমৎকার সাজানো-গোছানো শহর হলো তায়েফ। শহরের কোনায় কোনায় রয়েছে বিভিন্ন ভাস্কর্য। এর আশপাশের প্রকৃতি অত্যন্ত মনোরম। এ ছাড়া তায়েফ ভ্রমণের জন্য পর্যটকেরা বেছে নেন বছরের মাঝামাঝি সময়। কারণ, এই মরুভূমির শহরে তখন অনুষ্ঠিত হয় গোলাপ উৎসব। এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই উৎসব চলে। মোহনীয় সুবাসের জন্য এ শহরের গোলাপ বিশ্বজুড়ে প্রসিদ্ধ। ফুলের নগরীখ্যাত তায়েফে প্রতিবছর অন্তত ৩০ কোটি গোলাপ উৎপাদিত হয়। হিসাবমতে, এই নগরীতে কমপক্ষে ৮০০ ফুলবাগান আছে। তায়েফের চাষিরা নিজেদের বাগানের গোলাপ দিয়ে নিজেরাই সুগন্ধি তৈরি করেন।
ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন সৌদি আরবকে বর্তমান বিশ্বের অন্যতম পর্যটন দেশ হিসেবে আখ্যায়িত করেছে। ২০১৯ সালের পর থেকে দেশটিতে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৭৩ শতাংশ।
বছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, এ বছর শেষে দেশটিতে পর্যটকের সংখ্যা দাঁড়াবে প্রায় ৩ কোটিতে।
সৌদি আরব নিজেদের যে কটি পর্যটনকেন্দ্রের দিকে নজর দিচ্ছে, সেগুলোর মধ্যে এগিয়ে আছে তায়েফ শহর। মক্কা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরত্ব হওয়ায় পর্যটকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এটি। শুধু তা-ই নয়, মনভোলানো সৌন্দর্য রয়েছে এ শহর ও তার আশপাশে।
দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড ম্যাগাজিনে বলেছেন, তায়েফকে অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এরই মধ্যে ৭০০ মিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগ করেছে সৌদি সরকার।
তায়েফের ভ্রমণযোগ্য আবহাওয়া
আরব দেশগুলোর গরম আবহাওয়া ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। সেখানেই তায়েফ অন্যান্য গন্তব্যের চেয়ে ভিন্ন। মক্কায় যখন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে, তখন তায়েফে থাকে ২১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অবাক করা বিষয় হলো, তায়েফে তুষারপাত হয়। নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এমন দৃশ্য দেখা যায়। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যসম্মত শহরের তালিকায় সৌদি আরবের প্রথম শহর হিসেবে জায়গা করে নিয়েছে তায়েফ।
স্থানীয় সংস্কৃতিতে সুসজ্জিত
চমৎকার সাজানো-গোছানো শহর হলো তায়েফ। শহরের কোনায় কোনায় রয়েছে বিভিন্ন ভাস্কর্য। এর আশপাশের প্রকৃতি অত্যন্ত মনোরম। এ ছাড়া তায়েফ ভ্রমণের জন্য পর্যটকেরা বেছে নেন বছরের মাঝামাঝি সময়। কারণ, এই মরুভূমির শহরে তখন অনুষ্ঠিত হয় গোলাপ উৎসব। এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই উৎসব চলে। মোহনীয় সুবাসের জন্য এ শহরের গোলাপ বিশ্বজুড়ে প্রসিদ্ধ। ফুলের নগরীখ্যাত তায়েফে প্রতিবছর অন্তত ৩০ কোটি গোলাপ উৎপাদিত হয়। হিসাবমতে, এই নগরীতে কমপক্ষে ৮০০ ফুলবাগান আছে। তায়েফের চাষিরা নিজেদের বাগানের গোলাপ দিয়ে নিজেরাই সুগন্ধি তৈরি করেন।
ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন সৌদি আরবকে বর্তমান বিশ্বের অন্যতম পর্যটন দেশ হিসেবে আখ্যায়িত করেছে। ২০১৯ সালের পর থেকে দেশটিতে পর্যটকের সংখ্যা বেড়েছে প্রায় ৭৩ শতাংশ।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে