ফিচার ডেস্ক
মোটরসাইকেল রাইডারদের নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছে থাইল্যান্ড। সে জন্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতাসম্পন্ন ১২ জন রাইডারকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকেরা। যাকে বলা হচ্ছে রয়্যাল অ্যানফিল্ড অ্যামেজিং থাইল্যান্ড রাইড। প্রকল্পটির উদ্বোধনী রাইড শেষ হয়েছে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। আর পরবর্তী রাইডটি হতে চলেছে আগস্টে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ৩০ জন রাইডারকে।
উদ্বোধনী এই যাত্রায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতাসম্পন্ন রাইডারদের স্বাগত জানানো হয়। প্রথম ট্রিপটিতে রাইডাররা উপভোগ করেছেন পাতায়া, চোন বুড়ির ব্যস্ত সমুদ্রসৈকত রিসোর্ট গন্তব্য এবং চান্থাবুরির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। পরবর্তী রাইডে উত্তর থাইল্যান্ডের অনন্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদ উপভোগ করবেন রাইডাররা।
ওল্ড টাউন এবং ইয়াওরাত রোড হয়ে ব্যাংকক থেকে এ রাইড শুরু হয়। এরপর ১৯ জুলাই এই ভ্রমণে যাত্রীদের ব্যাংকক থেকে থাইল্যান্ডের পূর্ব উপকূল পর্যন্ত থাই সংস্কৃতি দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হয় দেশটির বিভিন্ন ভ্রমণ গন্তব্যে। এ যাত্রায় রাইডাররা উপভোগ করেন থাইল্যান্ডের স্থানীয় খাবার।
রয়্যাল অ্যানফিল্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব বিজনেস অনুজ দুয়া বলেন, ‘আমাদের মোটরসাইকেল ভ্রমণ একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে। ভ্রমণকারীদের কাছে এটি অভিজ্ঞতা হয়ে থাকবে। থাইল্যান্ডের রূপান্তরমূলক অভিজ্ঞতা প্রদর্শনের জন্য দারুণ গল্প বলার সুযোগ নিতে পেরে আমরা রোমাঞ্চিত।’
মোটরসাইকেল রাইডারদের নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছে থাইল্যান্ড। সে জন্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতাসম্পন্ন ১২ জন রাইডারকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকেরা। যাকে বলা হচ্ছে রয়্যাল অ্যানফিল্ড অ্যামেজিং থাইল্যান্ড রাইড। প্রকল্পটির উদ্বোধনী রাইড শেষ হয়েছে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। আর পরবর্তী রাইডটি হতে চলেছে আগস্টে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ৩০ জন রাইডারকে।
উদ্বোধনী এই যাত্রায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতাসম্পন্ন রাইডারদের স্বাগত জানানো হয়। প্রথম ট্রিপটিতে রাইডাররা উপভোগ করেছেন পাতায়া, চোন বুড়ির ব্যস্ত সমুদ্রসৈকত রিসোর্ট গন্তব্য এবং চান্থাবুরির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। পরবর্তী রাইডে উত্তর থাইল্যান্ডের অনন্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদ উপভোগ করবেন রাইডাররা।
ওল্ড টাউন এবং ইয়াওরাত রোড হয়ে ব্যাংকক থেকে এ রাইড শুরু হয়। এরপর ১৯ জুলাই এই ভ্রমণে যাত্রীদের ব্যাংকক থেকে থাইল্যান্ডের পূর্ব উপকূল পর্যন্ত থাই সংস্কৃতি দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হয় দেশটির বিভিন্ন ভ্রমণ গন্তব্যে। এ যাত্রায় রাইডাররা উপভোগ করেন থাইল্যান্ডের স্থানীয় খাবার।
রয়্যাল অ্যানফিল্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব বিজনেস অনুজ দুয়া বলেন, ‘আমাদের মোটরসাইকেল ভ্রমণ একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে। ভ্রমণকারীদের কাছে এটি অভিজ্ঞতা হয়ে থাকবে। থাইল্যান্ডের রূপান্তরমূলক অভিজ্ঞতা প্রদর্শনের জন্য দারুণ গল্প বলার সুযোগ নিতে পেরে আমরা রোমাঞ্চিত।’
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে