নতুন বছরে শিশুদের ঘোরাফেরা

মাহবুবুর রহমান রাজন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৭: ২৫
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৪: ৪০

এখন স্কুল-কলেজের লেখাপড়ার চাপ কিছুটা কম। তাই সময় করে ছুটির দিনগুলোতে শিশুদের ঘুরতে নিয়ে যেতে পারেন জাদুঘরসহ বিভিন্ন জায়গায়। দেশের প্রায় সব জেলায় একটি জাদুঘর রয়েছে। সেগুলোতে ঘুরতে যেতে পারেন শিশুদের সঙ্গে নিয়ে। 

বাংলাদেশ জাতীয় জাদুঘর
এটি ঢাকার শাহবাগে অবস্থিত। এটি শনি থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ। এখানে প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৪০ টাকা এবং ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের প্রবেশমূল্য ২০ টাকা।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
এটি ঢাকার বিজয় সরণিতে অবস্থিত। এর সঙ্গে আছে তোশাখানা জাদুঘর। এটি বুধবার বন্ধ থাকে। এখানে প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে ৫ বছর পর্যন্ত শিশুদের প্রবেশমূল্য নেই। শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এটি খোলা থাকে। শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরটি।

বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। প্রবেশমূল্য ২০ টাকা। নির্দিষ্ট অর্থ পরিশোধ সাপেক্ষে বিভিন্ন রাইড উপভোগ করতে পারবে শিশুরা। প্রতি শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে। এ ছাড়া সোম থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। রোববার সাপ্তাহিক বন্ধ।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
এটি রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিস্তম্ভের পাশে অবস্থিত। এটি গ্রীষ্মকালে  সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা এবং শীতকালে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। বুধবার সাপ্তাহিক বন্ধ। শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে জাদুঘরটি। প্রবেশমূল্য ১০ টাকা। এটি সব জাতীয় দিবসে সবার জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকে। 

রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
ঢাকার রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধ নামেও পরিচিত। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি স্মরণীয় করে রাখতে এটি নির্মাণ করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনা মূল্যে স্মৃতিসৌধ উন্মুক্ত থাকে। 

আহসান মঞ্জিল
পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকার আহসান মঞ্জিল এখন জাদুঘর।  শনি থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং প্রতি শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত আহসান মঞ্জিল খোলা থাকে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে।

লালবাগ কেল্লা
ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এই কেল্লা। সুবেদার শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল জাদুঘর হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এটি রোববার পূর্ণদিবস ও সোমবার অর্ধদিবস এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকে। গ্রীষ্ম ও শীতকালে লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত