আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।
বাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।
নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
হয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।
বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।
বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।
নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ
আজ জুন মাসের তৃতীয় রোববার, বাবা দিবস। এটিই সত্য যে বাবাকে কখনো বলা হয় না, আমরা তাঁদের ভালোবাসি। বাবাকে নিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখেছেন তাঁদের আবেগের কথা।
বাবারা ঝিনুকের মতো
বাবারা খারাপ হতে পারেন না। বাবাদের কোনো চাহিদা থাকে না। তাঁদের স্বপ্ন, তাঁদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। বাবারা ঝিনুকের মতো। কঠিন, গম্ভীর খোলসের আবরণে ভেতরে নরম অচেনা মানুষ। সন্তানেরা এই গুরুগম্ভীর মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে।
নিশু আক্তার, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
হয়নি বলা, বাবা তোমায় ভালোবাসি
ভরসা ও ছায়ার নাম বাবা। বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা। বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবা শব্দটির মধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বৃক্ষ।
বাবাকে সব সময় সত্যিকারের হিরো হিসেবেই পেয়েছি। ভালোবাসা, শাসন-বারণ আর যত্নের মধ্যে কখন যে জীবনের ২১টি বছর পার করেছি, তা বুঝতেই পারিনি। এখনো বাবার কাছে সেই ছোট্ট শিশুটি আমি। জীবনসংসারের মায়াজালে রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে অজানা গন্তব্যে সংসার নামে সদস্যদের শান্তির বার্তাবাহক বাবা।
বাবারা সাধারণত সুপার হিরো। ঝামেলা-ঝঞ্ঝাটে যখন জীবন বিষময়, তখন বাবা হাজির হন সুপার হিরো হিসেবে। পুরো পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আমার দিক থেকে, তখন আমার সুপার হিরো চট করে সব সমস্যার সমাধান দেন। সে জন্যই ভালোবাসি বাবা।
নিশাত তাসনিম সুপ্তি, শিক্ষার্থী, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভালো থাকুন সব বাবা
আজ বিশ্ব বাবা দিবস। প্রচণ্ড মিস করছি বাবাকে। ভালো থাকুন সব বাবা, যাঁরা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানকে স্বপ্ন দেখতে শেখান। আমার কৃষক পরিবারে জন্ম হওয়ার সূত্রে খুব কাছ থেকে দেখেছি, কীভাবে একজন কৃষক বাবা তাঁর রক্ত পানি করে গড়ে তোলেন প্রিয় সন্তানকে। পৃথিবীর সব বাবা ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।
মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে