নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী পঞ্চম অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আজ শুক্রবার পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘শুধু মানসিক প্রশান্তি কিংবা শারীরিক কসরত নয়; শৃঙ্খলা, সততা ও মানবিক বিকাশের জন্যও খেলাধুলা জরুরি।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, সবার সার্বিক সহযোগিতার ফলে আগের টুর্নামেন্টগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছে। পঞ্চমবারের মতো আয়োজিত টুর্নামেন্টও সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রিন ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।
রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার (অব.) বলেন, ‘টুর্নামেন্ট সব সময় স্পোর্টিং প্রতিভা বিকাশে সাহায্য করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে শিক্ষাক্ষেত্রে সফল হওয়া কঠিন। খেলাধুলার মাধ্যমে এটি অর্জন সম্ভব।’
অনুষ্ঠানে প্রতিযোগিতার খুঁটিনাটি তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ছাত্রবিষয়ক পরিচালক ড. আফজাল হোসেন খান।
বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী পঞ্চম অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
আজ শুক্রবার পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘শুধু মানসিক প্রশান্তি কিংবা শারীরিক কসরত নয়; শৃঙ্খলা, সততা ও মানবিক বিকাশের জন্যও খেলাধুলা জরুরি।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, সবার সার্বিক সহযোগিতার ফলে আগের টুর্নামেন্টগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছে। পঞ্চমবারের মতো আয়োজিত টুর্নামেন্টও সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্রিন ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব।
রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার (অব.) বলেন, ‘টুর্নামেন্ট সব সময় স্পোর্টিং প্রতিভা বিকাশে সাহায্য করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে শিক্ষাক্ষেত্রে সফল হওয়া কঠিন। খেলাধুলার মাধ্যমে এটি অর্জন সম্ভব।’
অনুষ্ঠানে প্রতিযোগিতার খুঁটিনাটি তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ছাত্রবিষয়ক পরিচালক ড. আফজাল হোসেন খান।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে