নাহিন আশরাফ
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে