নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি বোধ হয় খুঁজেও পাওয়া যাবে না। মাছ ভাতে বাঙালি নামটা তো আর এমনি এমনি ছড়ায়নি দেশে দেশে। বাজারের ব্যাগ ভর্তি মাছ আসে বাড়িতে। প্রতিদিন মাছ কিনে কেটে ধুয়ে রান্না করা চাট্টিখানি কথা নয়। আর তাই সুপার শপের বদৌলতে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখা মাছেই ভরসা অনেক মানুষের। তবে এখনো বাজারে কিংবা অনলাইন পেজে তাজা মাছ কিনতে পাওয়া যায়। এসব মাছ কেনা হয় বেশ কয়েক দিনের জন্য। যেগুলো রান্না করা হয় না সেগুলো সংরক্ষণ করা হয় ফ্রিজে। এই সংরক্ষণ প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে মাছ খেতে ভালো লাগে না।
দেখে নিন মাছ সংরক্ষণ করার ৮টি উপায়-
⦁ বড় মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে এক দিনে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে মাছ একেকটি প্যাকেটে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।
⦁ বড় কোনো মাছ আস্ত ফ্রিজে রাখতে হলে মাছের গায়ের আঁশ ছাড়িয়ে, পেট কেটে নাড়িভুঁড়ি পরিষ্কার করে, মাথা কেটে, কানের ফুলকো ফেলে রাখতে হবে।
⦁ ফ্রিজে কাঁচা মাছ রাখতে হলে ডিপ ফ্রিজের নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে।
⦁ মাছের চর্বির ওপর নির্ভর করে মাছ কত দিন ফ্রিজে ভালো থাকবে। কম চর্বিযুক্ত মাছ দীর্ঘ সময় ভালো থাকে।
⦁ মাছ কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদ এবং লেবুর রস মাখিয়ে প্যাকেট করে রাখুন। দীর্ঘদিন ভালো থাকবে এবং স্বাদ গন্ধও ঠিক থাকবে।
⦁ মাছ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখে বরফ ছাড়িয়ে নিন। তারপর এক কাপ কাঁচা দুধ মাখিয়ে আরও খানিকটা সময় রেখে দিন। এতে মাছের গায়ের তীব্র গন্ধ দূর হয় এবং স্বাদ ভালো হয়।
⦁ বেশি আঁশটে গন্ধযুক্ত মাছের গায়ে ভিনেগার মাখিয়ে রাখলে গন্ধ অনেকটা কমে যায়।
⦁ মাছের গায়ে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রাখলে মাছ টাটকা থাকবে।
মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি বোধ হয় খুঁজেও পাওয়া যাবে না। মাছ ভাতে বাঙালি নামটা তো আর এমনি এমনি ছড়ায়নি দেশে দেশে। বাজারের ব্যাগ ভর্তি মাছ আসে বাড়িতে। প্রতিদিন মাছ কিনে কেটে ধুয়ে রান্না করা চাট্টিখানি কথা নয়। আর তাই সুপার শপের বদৌলতে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখা মাছেই ভরসা অনেক মানুষের। তবে এখনো বাজারে কিংবা অনলাইন পেজে তাজা মাছ কিনতে পাওয়া যায়। এসব মাছ কেনা হয় বেশ কয়েক দিনের জন্য। যেগুলো রান্না করা হয় না সেগুলো সংরক্ষণ করা হয় ফ্রিজে। এই সংরক্ষণ প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে মাছ খেতে ভালো লাগে না।
দেখে নিন মাছ সংরক্ষণ করার ৮টি উপায়-
⦁ বড় মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে এক দিনে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে মাছ একেকটি প্যাকেটে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।
⦁ বড় কোনো মাছ আস্ত ফ্রিজে রাখতে হলে মাছের গায়ের আঁশ ছাড়িয়ে, পেট কেটে নাড়িভুঁড়ি পরিষ্কার করে, মাথা কেটে, কানের ফুলকো ফেলে রাখতে হবে।
⦁ ফ্রিজে কাঁচা মাছ রাখতে হলে ডিপ ফ্রিজের নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে।
⦁ মাছের চর্বির ওপর নির্ভর করে মাছ কত দিন ফ্রিজে ভালো থাকবে। কম চর্বিযুক্ত মাছ দীর্ঘ সময় ভালো থাকে।
⦁ মাছ কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদ এবং লেবুর রস মাখিয়ে প্যাকেট করে রাখুন। দীর্ঘদিন ভালো থাকবে এবং স্বাদ গন্ধও ঠিক থাকবে।
⦁ মাছ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখে বরফ ছাড়িয়ে নিন। তারপর এক কাপ কাঁচা দুধ মাখিয়ে আরও খানিকটা সময় রেখে দিন। এতে মাছের গায়ের তীব্র গন্ধ দূর হয় এবং স্বাদ ভালো হয়।
⦁ বেশি আঁশটে গন্ধযুক্ত মাছের গায়ে ভিনেগার মাখিয়ে রাখলে গন্ধ অনেকটা কমে যায়।
⦁ মাছের গায়ে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রাখলে মাছ টাটকা থাকবে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে