নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের কেনাকাটা প্রায় শেষ। এই শেষ মুহূর্তে ঘরের ভেতরটা কীভাবে সাজাবেন ভেবেছেন কি? বসার কিংবা শোওয়ার ঘরে রাখতে পারেন তাজা ফুলের তোড়া। এটি ঈদের দিন আপনার ঘর রাখবে সতেজ ও সুরভিত।
বসার ঘরের কোনায়, টি-টেবিলের মাঝ বরাবর, খাবার টেবিলের এক কোনায় এবং শোয়ার ঘরে খাটের এক কোনায় তাজা গোলাপ, গ্লডিওলাস, রজনীগন্ধা রাখতে পারেন। সিরামিক, টেরাকোটা কিংবা মাটির ফুলদানিতে সাজাতে পারেন প্রিয় ফুল।
দরজার পেছনে ও বসার ঘরে মাঝারি আকারের ফুলদানিতে লম্বা ডাঁটার ফুল রাখতে পারেন। খাবার টেবিলের ওপর ছোট ফুলদানি রেখে ছোট ফুল ও পাতা দিয়ে সাজানো তোড়া রাখতে পারেন।
বাথরুমের বেসিনের সামনে পছন্দের ফুল রেখে দিতে পারেন। এতে মন ফুরফুরে থাকবে। সুরভিত থাকবে ঘর।
ফুলদানিতে ফুল রাখলে নিয়মিত পানি বদলাতে হবে। ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে ফুল সতেজ থাকবে। তেরছা ভাবে ফুলের ডগা কেটে রাখতে পারেন।
কোথায় পাবেন
ঈদের সময় পাড়ার মোড়ে বসা ফুলের দোকান থেকে তাজা ফুল কিনুন। এ ছাড়া পুষ্পনীড় ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড ইভেন্ট, মারুফ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, স্কাই বর্ন ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার, কালার টাচ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে বড় ফুলের দোকানগুলো থেকে কিনতে পারেন পছন্দের ফুল।
ঈদের কেনাকাটা প্রায় শেষ। এই শেষ মুহূর্তে ঘরের ভেতরটা কীভাবে সাজাবেন ভেবেছেন কি? বসার কিংবা শোওয়ার ঘরে রাখতে পারেন তাজা ফুলের তোড়া। এটি ঈদের দিন আপনার ঘর রাখবে সতেজ ও সুরভিত।
বসার ঘরের কোনায়, টি-টেবিলের মাঝ বরাবর, খাবার টেবিলের এক কোনায় এবং শোয়ার ঘরে খাটের এক কোনায় তাজা গোলাপ, গ্লডিওলাস, রজনীগন্ধা রাখতে পারেন। সিরামিক, টেরাকোটা কিংবা মাটির ফুলদানিতে সাজাতে পারেন প্রিয় ফুল।
দরজার পেছনে ও বসার ঘরে মাঝারি আকারের ফুলদানিতে লম্বা ডাঁটার ফুল রাখতে পারেন। খাবার টেবিলের ওপর ছোট ফুলদানি রেখে ছোট ফুল ও পাতা দিয়ে সাজানো তোড়া রাখতে পারেন।
বাথরুমের বেসিনের সামনে পছন্দের ফুল রেখে দিতে পারেন। এতে মন ফুরফুরে থাকবে। সুরভিত থাকবে ঘর।
ফুলদানিতে ফুল রাখলে নিয়মিত পানি বদলাতে হবে। ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে ফুল সতেজ থাকবে। তেরছা ভাবে ফুলের ডগা কেটে রাখতে পারেন।
কোথায় পাবেন
ঈদের সময় পাড়ার মোড়ে বসা ফুলের দোকান থেকে তাজা ফুল কিনুন। এ ছাড়া পুষ্পনীড় ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড ইভেন্ট, মারুফ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, স্কাই বর্ন ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার, কালার টাচ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে বড় ফুলের দোকানগুলো থেকে কিনতে পারেন পছন্দের ফুল।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে