তাছনিম চাকলাদার
উপহার পেতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় বিশেষ কোনো উপলক্ষে, তাহলে আনন্দটা খুব সহজে অন্য সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর গোটা বিশ্বে বড়দিন বা ক্রিসমাস পালিত হয়। আর বড়দিনে উপহার দেওয়া-নেওয়া তো উৎসবেরই একটা অংশ।
বড়দিন উদ্যাপনে আলোকসজ্জার পাশাপাশি প্রিয়জনদের উপহার দেওয়ার চল উৎসবকে ভিন্ন মাত্রা দেয়। আর উপহার দেওয়ার জন্য প্রিয় সান্তা ক্লজ তো আছেই। বছর ঘুরে হিম হিম আবেশে ভোরে ঘুম থেকে উঠে সান্তার দেওয়া উপহার পেতে কার না ভালো লাগে! এই দিনে যেকোনো উপহারই বড় উপহার।
তবে উপহার কী হবে, কেমন হবে, সেটা ভাবতে ভাবতে সময় চলে যায়। কোন উপহার কার সঙ্গে মানাবে, এ-ও একটা চিন্তার বিষয়। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপহারের ধরনেও এসেছে ভিন্নতা। আবার বয়স, সম্পর্ক ইত্যাদি ভেদে উপহারেও রকমফের হতে পারে।
বড়দিনের কার্ড
বড়দিনের শুভেচ্ছা জানাতে কার্ডের আবেদন ফুরানোর নয়। বরং এই প্রযুক্তির যুগে কার্ড দেওয়া-নেওয়া যেকোনো সম্পর্ককেই ঝালাই করে দিতে পারে। নিত্যনতুন ডিজাইনের বড়দিনের শুভেচ্ছা লেখা কার্ড বাজারে পাওয়া যায়। বড়দিন উপলক্ষে কার্ড নিয়ে বিশেষ আয়োজনও করে দোকানগুলো। প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন এ শুভেচ্ছা কার্ডগুলো, যা ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে।
চকলেট
বড়-ছোট যেমনই হোক, চকলেট প্রায় সবাই পছন্দ করে। কিন্তু ছোটরা চকলেট একটু বেশি পছন্দ করে। তাই পরিবারের ছোট সদস্যদের জন্য চকলেট উপহার হিসেবে রাখতে পারেন। উপহারে নানা স্বাদের চকলেটের প্যাকেজ বা চকলেট বক্স দিতে পারেন। এগুলো পাওয়া যাবে যেকোনো শপিং মল বা সুপার শপে।
সান্তা ক্লজের টুপি কিংবা ড্রেস
বড়দিন উপলক্ষে বাচ্চারা বা তরুণ-তরুণীরা সান্তা ক্লজের টুপি কিংবা ড্রেস পরে ছবি তুলতে খুব পছন্দ করে। সান্তা ক্লজের টুপি কিংবা ড্রেস পাওয়া যাবে যেকোনো শপিং মলে, এগুলোর দামও বেশি না, তাই আপনার বাজেটের ভেতরেই পেয়ে যাবেন।
বিয়ানি টুপি
যেহেতু বড়দিনের সময় প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই এ সময় বিয়ানি টুপি হতে পারে একটা দারুণ উপহার। এটি আপনি আপনার কাছের বন্ধু বা পরিবারের বয়স্ক সদস্যদের দিতে পারেন। নিজে বুনলে তো কথাই নেই, পেয়ে যাবেন যেকোনো স্টোর ও অনলাইন শপে। দামও বেশি নয় বলে বাজেটের ভেতরেই পেয়ে যাবেন।
কেক
বড়দিন উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ কেক। প্রিয়জনদের নিয়ে বড়দিনের কেক কাটা এক অন্যরকম ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। ঠিক একইভাবে প্রিয়জনকে এ উপলক্ষে কেক উপহার দিতে পারেন। এই কেক নিজে তৈরি করে উপহার দিতে পারলে সবচেয়ে ভালো। কারণ, এতে থাকবে আপনার হাতের ছোঁয়া। তবে তা না পারলেও সমস্যা নেই। চকলেট, ব্ল্যাক ফরেস্ট বা আপনার পছন্দমতো যেকোনো ফ্লেভারের বড়দিনের কেক অর্ডার করতে পারেন।
পারফিউম সেট
তরুণ-তরুণী বা বয়স্কদের অনেকে পারফিউম খুব পছন্দ করে। বন্ধুরাও কিন্তু দারুণ খুশি হবেন বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম সেট উপহার পেলে। উপহার হিসেবে সুগন্ধির মতো আর কিছু নেই।
গল্পের বই
যারা বই পড়তে পছন্দ করেন, তাঁদের জন্য গল্পের বই হতে পারে বড়দিনের সেরা উপহার। প্রিয়জনকে তাঁর পছন্দের লেখকের গল্পের বই উপহার দিন। বইপ্রেমীরা বই পেলে ভীষণ খুশি হয়। বয়স্ক ও ছোটদের জন্য বই বাছাইয়ের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। যার জন্য উপহার কিনছেন, তার পছন্দের বিষয়টি মাথায় রাখুন।
ইনডোর প্ল্যান্ট
আজকাল ঘরে রাখার জন্য নানা ধরনের গাছ কিনতে পাওয়া যায় নার্সারিগুলোতে। যারা গাছ বা বাগান করতে পছন্দ করেন বড়দিন উপলক্ষে তাঁদের এ রকম গাছ উপহার দিতে পারেন।
ফুল
বড়দিনে কারও বাসায় দাওয়াতে যাওয়ার সময় ফুলের তোড়া হতে পারে মন ভালো করে দেওয়ার মতো একটি উপহার। এই দিনে ফুলের দোকানগুলোতেও ভিড় দেখা যায়। উৎসব উপলক্ষে দোকানেও দেখা যায় নানা রঙের ফুল। প্রিয়জনকে চমকে দিতে যেকোনো উপহারের সঙ্গে দিতে পারেন রঙিন ফুলের তোড়া।
কফি মগ
আপনার কোনো বন্ধু বা প্রিয়জন যদি চা, কফি পছন্দ করেন, তবে তাঁর জন্য একটি সুন্দর কফি মগ উপহার দেওয়া যেতে পারে। আবার কফি মগের ওপর তাঁর কোনো ছবি বা কোনো শুভেচ্ছা বার্তাও লিখে দিতে পারেন। এতে খরচও বেশি পড়বে না।
উৎসব তো চলেই এল। আর দেরি কেন। নিজের ও প্রিয়জনের উৎসব রাঙাতে বসে পড়ুন উপহার বাছাইয়ে। সাধ্যের মধ্যেই পাবেন প্রিয়জনের মন ভালো করে দেওয়ার মতো উপহার।
উপহার পেতে কার না ভালো লাগে? আর সেটা যদি হয় বিশেষ কোনো উপলক্ষে, তাহলে আনন্দটা খুব সহজে অন্য সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর গোটা বিশ্বে বড়দিন বা ক্রিসমাস পালিত হয়। আর বড়দিনে উপহার দেওয়া-নেওয়া তো উৎসবেরই একটা অংশ।
বড়দিন উদ্যাপনে আলোকসজ্জার পাশাপাশি প্রিয়জনদের উপহার দেওয়ার চল উৎসবকে ভিন্ন মাত্রা দেয়। আর উপহার দেওয়ার জন্য প্রিয় সান্তা ক্লজ তো আছেই। বছর ঘুরে হিম হিম আবেশে ভোরে ঘুম থেকে উঠে সান্তার দেওয়া উপহার পেতে কার না ভালো লাগে! এই দিনে যেকোনো উপহারই বড় উপহার।
তবে উপহার কী হবে, কেমন হবে, সেটা ভাবতে ভাবতে সময় চলে যায়। কোন উপহার কার সঙ্গে মানাবে, এ-ও একটা চিন্তার বিষয়। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপহারের ধরনেও এসেছে ভিন্নতা। আবার বয়স, সম্পর্ক ইত্যাদি ভেদে উপহারেও রকমফের হতে পারে।
বড়দিনের কার্ড
বড়দিনের শুভেচ্ছা জানাতে কার্ডের আবেদন ফুরানোর নয়। বরং এই প্রযুক্তির যুগে কার্ড দেওয়া-নেওয়া যেকোনো সম্পর্ককেই ঝালাই করে দিতে পারে। নিত্যনতুন ডিজাইনের বড়দিনের শুভেচ্ছা লেখা কার্ড বাজারে পাওয়া যায়। বড়দিন উপলক্ষে কার্ড নিয়ে বিশেষ আয়োজনও করে দোকানগুলো। প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারেন এ শুভেচ্ছা কার্ডগুলো, যা ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে।
চকলেট
বড়-ছোট যেমনই হোক, চকলেট প্রায় সবাই পছন্দ করে। কিন্তু ছোটরা চকলেট একটু বেশি পছন্দ করে। তাই পরিবারের ছোট সদস্যদের জন্য চকলেট উপহার হিসেবে রাখতে পারেন। উপহারে নানা স্বাদের চকলেটের প্যাকেজ বা চকলেট বক্স দিতে পারেন। এগুলো পাওয়া যাবে যেকোনো শপিং মল বা সুপার শপে।
সান্তা ক্লজের টুপি কিংবা ড্রেস
বড়দিন উপলক্ষে বাচ্চারা বা তরুণ-তরুণীরা সান্তা ক্লজের টুপি কিংবা ড্রেস পরে ছবি তুলতে খুব পছন্দ করে। সান্তা ক্লজের টুপি কিংবা ড্রেস পাওয়া যাবে যেকোনো শপিং মলে, এগুলোর দামও বেশি না, তাই আপনার বাজেটের ভেতরেই পেয়ে যাবেন।
বিয়ানি টুপি
যেহেতু বড়দিনের সময় প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই এ সময় বিয়ানি টুপি হতে পারে একটা দারুণ উপহার। এটি আপনি আপনার কাছের বন্ধু বা পরিবারের বয়স্ক সদস্যদের দিতে পারেন। নিজে বুনলে তো কথাই নেই, পেয়ে যাবেন যেকোনো স্টোর ও অনলাইন শপে। দামও বেশি নয় বলে বাজেটের ভেতরেই পেয়ে যাবেন।
কেক
বড়দিন উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ কেক। প্রিয়জনদের নিয়ে বড়দিনের কেক কাটা এক অন্যরকম ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। ঠিক একইভাবে প্রিয়জনকে এ উপলক্ষে কেক উপহার দিতে পারেন। এই কেক নিজে তৈরি করে উপহার দিতে পারলে সবচেয়ে ভালো। কারণ, এতে থাকবে আপনার হাতের ছোঁয়া। তবে তা না পারলেও সমস্যা নেই। চকলেট, ব্ল্যাক ফরেস্ট বা আপনার পছন্দমতো যেকোনো ফ্লেভারের বড়দিনের কেক অর্ডার করতে পারেন।
পারফিউম সেট
তরুণ-তরুণী বা বয়স্কদের অনেকে পারফিউম খুব পছন্দ করে। বন্ধুরাও কিন্তু দারুণ খুশি হবেন বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম সেট উপহার পেলে। উপহার হিসেবে সুগন্ধির মতো আর কিছু নেই।
গল্পের বই
যারা বই পড়তে পছন্দ করেন, তাঁদের জন্য গল্পের বই হতে পারে বড়দিনের সেরা উপহার। প্রিয়জনকে তাঁর পছন্দের লেখকের গল্পের বই উপহার দিন। বইপ্রেমীরা বই পেলে ভীষণ খুশি হয়। বয়স্ক ও ছোটদের জন্য বই বাছাইয়ের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। যার জন্য উপহার কিনছেন, তার পছন্দের বিষয়টি মাথায় রাখুন।
ইনডোর প্ল্যান্ট
আজকাল ঘরে রাখার জন্য নানা ধরনের গাছ কিনতে পাওয়া যায় নার্সারিগুলোতে। যারা গাছ বা বাগান করতে পছন্দ করেন বড়দিন উপলক্ষে তাঁদের এ রকম গাছ উপহার দিতে পারেন।
ফুল
বড়দিনে কারও বাসায় দাওয়াতে যাওয়ার সময় ফুলের তোড়া হতে পারে মন ভালো করে দেওয়ার মতো একটি উপহার। এই দিনে ফুলের দোকানগুলোতেও ভিড় দেখা যায়। উৎসব উপলক্ষে দোকানেও দেখা যায় নানা রঙের ফুল। প্রিয়জনকে চমকে দিতে যেকোনো উপহারের সঙ্গে দিতে পারেন রঙিন ফুলের তোড়া।
কফি মগ
আপনার কোনো বন্ধু বা প্রিয়জন যদি চা, কফি পছন্দ করেন, তবে তাঁর জন্য একটি সুন্দর কফি মগ উপহার দেওয়া যেতে পারে। আবার কফি মগের ওপর তাঁর কোনো ছবি বা কোনো শুভেচ্ছা বার্তাও লিখে দিতে পারেন। এতে খরচও বেশি পড়বে না।
উৎসব তো চলেই এল। আর দেরি কেন। নিজের ও প্রিয়জনের উৎসব রাঙাতে বসে পড়ুন উপহার বাছাইয়ে। সাধ্যের মধ্যেই পাবেন প্রিয়জনের মন ভালো করে দেওয়ার মতো উপহার।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে