নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর পটের বিবি আয়োজন করেছে বিবির পাবণ। এবার পাবণে পটের বিবির সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু উদ্যোগ। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে নবমবারের মতো আয়োজিত হচ্ছে বিবির পাবণ। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে।
পাবণে ‘পটের বিবি’র সব পণ্য প্রদর্শিত হবে। পাশাপাশি এবারে সঙ্গী হিসেবে রয়েছে, রংধনু ক্রিয়েশন, অরণির, ডোরেমি, রঙবতী, পুনিজ কিচেন, আরুনিকা, কালিন্দি এবং বুকস অব বেঙ্গল।
প্রতিবারই পাবণ উপলক্ষে নতুন কালেকশন আনে পটের বিবি। সেই ধারাবাহিকতায় এবার আসবে নতুন নতুন নকশার শাড়ি, স্কার্ট, কুর্তি, ব্লাউজ, ব্লাউজ পিস ও ব্যাগ। ব্লক, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি সবই থাকবে এবারের আয়োজনে। থাকবে পটের বিবির নিজস্ব নকশায় বোনা তাঁতের শাড়িও। এসব পণ্য থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন নিজের পছন্দের পণ্যটি।
হাতে আঁকা পণ্য নিয়ে পাবণে থাকবে রংধনু ক্রিয়েশন। থাকবে হাতে আঁকা মসলিন, জামদানি, সুতি, হাফসিল্ক শাড়ি। পাশাপাশি টু-পিস, কাফতান, ল্যাম্পশেড, অর্নামেন্ট বক্স, ব্যাগের মতো পণ্যেও থাকবে রংতুলির ছোঁয়া। হ্যান্ডমেইড গয়না, চমৎকার নকশার হাতে ফুল তোলা আংটি, হুপ আর্ট সবই পাওয়া যাবে সেখানে। সফট সিল্কসহ সব রকম শাড়িতেই হ্যান্ড পেইন্ট থাকবে। পাবণ এবং শরতের আবহাওয়াকে আলাদা নজর দিয়ে হালকা, নরম রঙের ভাইব্রেন্ট কাজ এবার প্রাধান্য পাবে। থাকবে হাতের কাজের ফিউশন রেডি কুর্তি ও ল্যাম্পশেডে নতুন সংযোজন।
পাবণকে একেবারেই অনন্য করেছে যে উদ্যোগটি, সেটি হলো অরণির। এখানে মিলবে বিভিন্ন জাতের গাছ। মূলত নানা রকম গাছ নিয়ে কাজ করলেও পাবনে অরণির থাকবে একদম কম যত্নে, ঘরে, ডেস্কে, বারান্দায় রাখার মতো স্বল্পমূল্যের গাছ। গাছের যত্ন করার পদ্ধতিও জানিয়ে দেওয়া হবে। পাবণে অর্ডার করলে বিনা মূল্যে হোম ডেলিভারি ও বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে।
এসবের পাশাপাশি অথেনটিক স্কিন কেয়ার ও কসমেটিক নিয়ে থাকবে ডোরেমি। সরাসরি যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্য থাকবে এ স্টলে। এর মধ্যে রয়েছে শ্যাম্পু, ফেইসওয়াশ, ময়েশ্চারাইজার, সেরাম থেকে শুরু করে শিশু যত্নের বিভিন্ন ধরনের সামগ্রী। থাকবে হরলিক্স, নাটেলা, কর্নফ্লেক্স, স্যানিটারি ন্যাপকিন, চকলেট, সাপ্লিমেন্ট, হেলদি ফুড আইটেমও। পাবণ উপলক্ষে ডোরেমির বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ ডিসকাউন্ট। আর প্রি-অর্ডার করলে থাকবে ফ্রি ডেলিভারির সুবিধা।
নিজস্ব নকশার দেশি গয়নার পসরা নিয়ে পাবণে থাকবে রঙবতী। ঐতিহ্যবাহী থেকে শুরু করে আধুনিক জাঁকজমক সাজের সঙ্গে মানায় এমন সব গয়না পাওয়া যাবে এখানে। হাতের পলা, বালা, পায়ের নূপুর, ব্রুচ, নেকলেসসহ বিভিন্ন ধরনের ও বৈচিত্র্যপূর্ণ নকশার সমাধান থাকবে রঙবতীতে। বিবির পাবণ উপলক্ষে থাকবে নতুন নকশার ঝুমকো বালা থেকে শুরু করে কানের টপস, হাতের ব্রেসলেট।
বাংলাদেশের একেবারে নিজস্ব পণ্য পাটের ব্যাগ নিয়ে পাবণে হাজির থাকবে কালিন্দী। দাম, মান ও বর্তমান চাহিদাকে প্রাধান্য দিয়ে পাটের ব্যাগে বৈচিত্র্য আনতে চেষ্টা করছে উদ্যোগটি। আধুনিক নকশায় চমৎকার সব ব্যাগ পাওয়া যাবে এখানে। বিবির পাবণের চমক হিসেবে থাকবে পাটের তৈরি ফ্লোরম্যাট।
হাতে তৈরি জুয়েলারির পাশাপাশি কাঠের লুডু, দাবা, ঘড়ি, পাজল, স্টেশনারি, ফটোফ্রেম, ঘর সাজানোর জিনিস, কাঠের খেলনা, উপহার সামগ্রীসহ নানা আয়োজন নিয়ে বিবির পাবণে থাকবে আরুনিকা। দেশি কারিগরদের নিপুণ হাতে গড়া আরুনিকার প্রতিটি পণ্যই অনন্য। এবারের পাবণে আরুনিকায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গোল লুডু বোর্ড।
পাবণের আরেক বৈচিত্র্য হলো বুকস অব বেঙ্গল। দুই বাংলার বইপ্রেমীদের কাছে জনপ্রিয় বুকস অব বেঙ্গল তার পসরা নিয়ে থাকবে পাবণে। মূল আকর্ষণ হিসেবে থাকবে আনন্দ প্রকাশের প্রচুর আউট অব স্টক বইয়ের কালেকশন।
অনলাইন কেক শপের জগতে জনপ্রিয় নাম পুনিজ কিচেন। ঘরে বানানো মজাদার ফ্লেভারের কেক ও স্ন্যাক্স নিয়ে এবারের পাবণে থাকবে উদ্যোগটি।
করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর পটের বিবি আয়োজন করেছে বিবির পাবণ। এবার পাবণে পটের বিবির সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু উদ্যোগ। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে নবমবারের মতো আয়োজিত হচ্ছে বিবির পাবণ। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে।
পাবণে ‘পটের বিবি’র সব পণ্য প্রদর্শিত হবে। পাশাপাশি এবারে সঙ্গী হিসেবে রয়েছে, রংধনু ক্রিয়েশন, অরণির, ডোরেমি, রঙবতী, পুনিজ কিচেন, আরুনিকা, কালিন্দি এবং বুকস অব বেঙ্গল।
প্রতিবারই পাবণ উপলক্ষে নতুন কালেকশন আনে পটের বিবি। সেই ধারাবাহিকতায় এবার আসবে নতুন নতুন নকশার শাড়ি, স্কার্ট, কুর্তি, ব্লাউজ, ব্লাউজ পিস ও ব্যাগ। ব্লক, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি সবই থাকবে এবারের আয়োজনে। থাকবে পটের বিবির নিজস্ব নকশায় বোনা তাঁতের শাড়িও। এসব পণ্য থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন নিজের পছন্দের পণ্যটি।
হাতে আঁকা পণ্য নিয়ে পাবণে থাকবে রংধনু ক্রিয়েশন। থাকবে হাতে আঁকা মসলিন, জামদানি, সুতি, হাফসিল্ক শাড়ি। পাশাপাশি টু-পিস, কাফতান, ল্যাম্পশেড, অর্নামেন্ট বক্স, ব্যাগের মতো পণ্যেও থাকবে রংতুলির ছোঁয়া। হ্যান্ডমেইড গয়না, চমৎকার নকশার হাতে ফুল তোলা আংটি, হুপ আর্ট সবই পাওয়া যাবে সেখানে। সফট সিল্কসহ সব রকম শাড়িতেই হ্যান্ড পেইন্ট থাকবে। পাবণ এবং শরতের আবহাওয়াকে আলাদা নজর দিয়ে হালকা, নরম রঙের ভাইব্রেন্ট কাজ এবার প্রাধান্য পাবে। থাকবে হাতের কাজের ফিউশন রেডি কুর্তি ও ল্যাম্পশেডে নতুন সংযোজন।
পাবণকে একেবারেই অনন্য করেছে যে উদ্যোগটি, সেটি হলো অরণির। এখানে মিলবে বিভিন্ন জাতের গাছ। মূলত নানা রকম গাছ নিয়ে কাজ করলেও পাবনে অরণির থাকবে একদম কম যত্নে, ঘরে, ডেস্কে, বারান্দায় রাখার মতো স্বল্পমূল্যের গাছ। গাছের যত্ন করার পদ্ধতিও জানিয়ে দেওয়া হবে। পাবণে অর্ডার করলে বিনা মূল্যে হোম ডেলিভারি ও বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে।
এসবের পাশাপাশি অথেনটিক স্কিন কেয়ার ও কসমেটিক নিয়ে থাকবে ডোরেমি। সরাসরি যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্য থাকবে এ স্টলে। এর মধ্যে রয়েছে শ্যাম্পু, ফেইসওয়াশ, ময়েশ্চারাইজার, সেরাম থেকে শুরু করে শিশু যত্নের বিভিন্ন ধরনের সামগ্রী। থাকবে হরলিক্স, নাটেলা, কর্নফ্লেক্স, স্যানিটারি ন্যাপকিন, চকলেট, সাপ্লিমেন্ট, হেলদি ফুড আইটেমও। পাবণ উপলক্ষে ডোরেমির বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ ডিসকাউন্ট। আর প্রি-অর্ডার করলে থাকবে ফ্রি ডেলিভারির সুবিধা।
নিজস্ব নকশার দেশি গয়নার পসরা নিয়ে পাবণে থাকবে রঙবতী। ঐতিহ্যবাহী থেকে শুরু করে আধুনিক জাঁকজমক সাজের সঙ্গে মানায় এমন সব গয়না পাওয়া যাবে এখানে। হাতের পলা, বালা, পায়ের নূপুর, ব্রুচ, নেকলেসসহ বিভিন্ন ধরনের ও বৈচিত্র্যপূর্ণ নকশার সমাধান থাকবে রঙবতীতে। বিবির পাবণ উপলক্ষে থাকবে নতুন নকশার ঝুমকো বালা থেকে শুরু করে কানের টপস, হাতের ব্রেসলেট।
বাংলাদেশের একেবারে নিজস্ব পণ্য পাটের ব্যাগ নিয়ে পাবণে হাজির থাকবে কালিন্দী। দাম, মান ও বর্তমান চাহিদাকে প্রাধান্য দিয়ে পাটের ব্যাগে বৈচিত্র্য আনতে চেষ্টা করছে উদ্যোগটি। আধুনিক নকশায় চমৎকার সব ব্যাগ পাওয়া যাবে এখানে। বিবির পাবণের চমক হিসেবে থাকবে পাটের তৈরি ফ্লোরম্যাট।
হাতে তৈরি জুয়েলারির পাশাপাশি কাঠের লুডু, দাবা, ঘড়ি, পাজল, স্টেশনারি, ফটোফ্রেম, ঘর সাজানোর জিনিস, কাঠের খেলনা, উপহার সামগ্রীসহ নানা আয়োজন নিয়ে বিবির পাবণে থাকবে আরুনিকা। দেশি কারিগরদের নিপুণ হাতে গড়া আরুনিকার প্রতিটি পণ্যই অনন্য। এবারের পাবণে আরুনিকায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গোল লুডু বোর্ড।
পাবণের আরেক বৈচিত্র্য হলো বুকস অব বেঙ্গল। দুই বাংলার বইপ্রেমীদের কাছে জনপ্রিয় বুকস অব বেঙ্গল তার পসরা নিয়ে থাকবে পাবণে। মূল আকর্ষণ হিসেবে থাকবে আনন্দ প্রকাশের প্রচুর আউট অব স্টক বইয়ের কালেকশন।
অনলাইন কেক শপের জগতে জনপ্রিয় নাম পুনিজ কিচেন। ঘরে বানানো মজাদার ফ্লেভারের কেক ও স্ন্যাক্স নিয়ে এবারের পাবণে থাকবে উদ্যোগটি।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে