নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীত যাই-যাচ্ছি করছে। আর এদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ আয়োজন করেছে বসন্ত উৎসবের!
পাখির রং ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে। এসব রঙে অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
পোশাকের মূল রং হিসেবে হলুদ, প্যারট গ্রিন, নীল, ম্যাজেন্টা, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের সিল্ক ও সুতির কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপির কাজ, কাটিং-সুইং ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়াম ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে।
পোশাক হিসেবে রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে কাপল ও ফ্যামিলি ড্রেস। আরও রয়েছে জুয়েলারি ও নানান উপহারসামগ্রী।
আছে ১২ দশমিক ১২ শতাংশ মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার করা যাবে রঙ বাংলাদেশের পোশাক। অথবা কিনতে ফোন করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
শীত যাই-যাচ্ছি করছে। আর এদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ আয়োজন করেছে বসন্ত উৎসবের!
পাখির রং ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে। এসব রঙে অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
পোশাকের মূল রং হিসেবে হলুদ, প্যারট গ্রিন, নীল, ম্যাজেন্টা, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের সিল্ক ও সুতির কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপির কাজ, কাটিং-সুইং ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়াম ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে।
পোশাক হিসেবে রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে কাপল ও ফ্যামিলি ড্রেস। আরও রয়েছে জুয়েলারি ও নানান উপহারসামগ্রী।
আছে ১২ দশমিক ১২ শতাংশ মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার করা যাবে রঙ বাংলাদেশের পোশাক। অথবা কিনতে ফোন করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে