জীবনধারা ডেস্ক
এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।
পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।
স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।
কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।
শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।
ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।
সূত্র: নিউজ১৮ ও অন্যান্য
এই তো গেল জুনের ২৩ তারিখ, বিয়ে করলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়েতে তাঁর সাদামাটা সাজপোশাকই নজর কেড়েছে সবার। বিয়েতে তিনি পরেছিলেন মা পুনম সিনহার আইভরিরঙা ভিন্টেজ শাড়ি ও গয়না।
পরিনীতি চোপড়া বিয়েতে লেহেঙ্গার সঙ্গে কোমরে গুজেছিলেন তাঁর নানির অর্নামেন্টেড চাবির গোছা। তাঁর নানি শাড়ির সঙ্গে কোমরে চাবিসহ বিভিন্ন ধরনের অর্নামেন্টেড চাবির গোছা পরতেন। এই সাজে যখন তিনি পুরো বাড়িতে হেঁটে বেড়াতেন, তখন তাঁকে দেখতে রানির মতো লাগত। এটা ছিল সে সময়কার গৃহকর্ত্রীদের অনন্য এক লুক। আর পরিনীতির এই ইচ্ছেকে পূরণ করতেই ডিজাইনার মনিষ মালহোত্রা তাঁর বিয়ের লেহেঙ্গা তৈরির সময় চাবির গোছাটি সংযুক্ত করে দেন।
স্টাইল আইকন সোনম কাপুর আনন্দ আহুজাকে বিয়ে করেন ২০১৮ সালে। বিয়েতে পরার জন্য তিনি তাঁর মা সুনিতা কাপুরের সংগ্রহ থেকে জুয়েলারি বেছে নেন। ভিন্টেজ এই গয়নায় তিনি সেজে ওঠেন চিরাচরিত ভারতীয় নববধূর সাজে।
কারিনা কাপুর খান তাঁর বিয়েতে শাশুড়ি শর্মিলা ঠাকুরের ব্রাইডাল সারারা পরেছিলেন।
শোনা যায়, প্রিয়াংকা চোপড়া নাকি নিক জোনাসের মায়ের বিয়ের গাউন সেলাই করে নিয়েছিলেন রাল্ফ লরেন থেকে তৈরি করা নিজের বিয়ের গাউনের সঙ্গে।
ইয়ামি গৌতমকে বিয়ের দিন লাগছিল ‘সিম্পল অ্যান্ড সুইট’। এই দিন তিনি পরেছিলেন, সুতোর কাজ করা তাঁর মায়ের ট্র্যাডিশনাল লাল সিল্কের শাড়ি।
সূত্র: নিউজ১৮ ও অন্যান্য
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে